Type Here to Get Search Results !

ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । IMPORTANT QUESTION & ANSWER ON INDIAN HISTORY


ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । IMPORTANT QUESTION & ANSWER ON INDIAN HISTORY



Indian History Q&A




নমস্কার বন্ধুরা, স্টাডি টেক এর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভিন্ন চাকরীর পরীক্ষায় ইতিহাস থেকে প্রশ্ন থাকেই।  রেলওয়ে গ্রুপ ডি, পি এস সি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা এবং আরও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নিয়োগ পরীক্ষার জন্য  তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই পর্ব টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রতিটি প্রশ্নই বাছাই করা, বিভিন্ন পরীক্ষায় সাধারণত এই প্রশ্ন গুলো দেখতে পাওয়া যায়। আজকের পর্বটি কেমন তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্স এ কমেন্ট করে জানাও।  



১)ভারতের জাতীয় কংগ্রেস এর জনক কাকে বলে ? 

উত্তর-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

২) কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?

উত্তর-মদন মোহন মালব্য

 

৩)ভারতের শেষ ভাইসরয় কে ?

উত্তর- লর্ড মাউন্টবেটেন

 

৪) স্কুল বুক সোসাইটি কবে এবং কি উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল ?

উত্তর- ১৮১৭ সালে ( ডেভিড হেয়ার )

উদ্দেশ্য – ইংরেজি শিক্ষার জন্য ভালো বই প্রকাশ করা ।

 

৫) জয়পুর বা গোলাপি শহর কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তর-সোয়াই জয় সিং

 

৬) কথোপকথন গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর-স্যার উইলিয়াম কেরি

 

৭) Poverty Of India গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর-দাদাভাই নৌরজি

 

৮) ডন সোসাইটি কে পরিচালনা করতেন ?

উত্তর-সতীশ চন্দ্র মুখোপাধ্যায় 

 

৯) নুরজাহান ও শাহজাহান শব্দের  অর্থ কি ?

উত্তর- নুরজাহান – জগতের আলো

শাহজাহান – জগতের প্রধান

 

১০দিল্লি কবে ভারতের রাজধানী হয় ?

উত্তর-১৯১১ সালে


     ********

আরও পড়ুন 





আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে ক্লিক করুন এখানে। Click Here 


সমস্ত ধরনের পোস্ট এর আপডেট পেতে এবং আরও নানান বিষয় এ জানতে আমাদের  ইনস্টাগ্রামে আসুন এখানে ক্লিক করে। Click Here


আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে টাইপ করুন 

https://t.me/studytakedotcom

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies