Type Here to Get Search Results !

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য :  Folk dances of different states in India


ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য



নমস্কার বন্ধুরা , আজ আমরা ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য অথবা Folk dances of different states in India গুলি সম্পর্কে আলোচনা করব। প্রায় সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারী বিভিন্ন চাকরীর পরীক্ষায় ভারতীয় নৃত্য বা Flok Dance এর প্রশ্ন থাকেই। কাজেই বিভিন্ন রাজ্যের প্রধান প্রধান নৃত্য গুলি নিয়ে এখানে আলোচনা করা হল ।   

  






    ভারতের প্রধান প্রধান নৃত্য  গুলি হল ঃ 



১)ভারত নাট্যম 

অবস্থানঃ দক্ষিণ ভারত, চোল, পাণ্ড্য,নায়ক, বিজয় নগর রাজ্যর রাজারা এই নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন।   


২) কথাকলি 

 অবস্থানঃ কেরালা


৩) মনিপুরী

 অবস্থানঃ মনিপুর


 ৪) কত্থক      

 অবস্থানঃউত্তর ভারত, উত্তর প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, লখনউ, বেনারস, জয়পুর ঘরানা
 

৫) ওডিশি  

 অবস্থানঃ ওডিশা


৬) কুচিপুড়ি  

 অবস্থানঃ অন্ধ্রপ্রদেশ


৭) মহিনীআট্টম  

অবস্থানঃ  কেরালা
                                        

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies