Type Here to Get Search Results !

SLST GEOGRAPHY FULL MOCK TEST | ভূগোল মক টেস্ট | TEST 01

SLST GEOGRAPHY FULL MOCK TEST | ভূগোল মক টেস্ট 

SLST 2025

Study Take ✍

নমস্কার বন্ধুরা,

স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব আসন্ন স্কুল সার্ভিস কমিশনের এস এল এস টি ২০২৫ ( SLST 2025) পরীক্ষার কিছু সম্ভাব্য ভূগোলের প্রশ্নোত্তর । যা এই পর্বে মক টেস্ট আকারে উপস্থাপন করা হয়েছে।      
এই মক টেস্টটি বিশেষভাবে সাজানো হয়েছে আসন্ন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা "SLST ভূগোল" পরীক্ষার কথা মাথায় রেখে। এছারাও মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূগোল শিক্ষক নিয়োগ, WB PSC Asst. Master and Mistress, WBCS, WBPSC এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। এখানে ৬০টি গুরুত্বপূর্ণ ভূগোল MCQ প্রশ্ন দেওয়া হয়েছে,শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুসরণ করে এই সম্পূর্ণ মক টেস্টটি প্রস্তুত করা হয়েছে । পরীক্ষায় ঠিক যেমন ধরনের প্রশ্ন হয় এখানেও প্রতিটি প্রশ্নের গুণগত মান বজায় রেখে মক টেস্টটি সাজানো আছে।
               তোমরা চাইলে এই প্রশ্ন পত্রটির PDF কপি Download  করে রাখতে পার । নিচে Download লিঙ্ক দেওয়া রয়েছে । 
            উত্তর পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখো । এখানে ক্লিক করে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও Click Here । আজ রাত ১০ টায় সমস্ত উত্তর আপলোড করা হবে । 

      

    1.   পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব কত?

     (a) ৫ কিমি
(b) ১৫ কিমি
(c) ৩০ কিমি
(d) ৭০ কিমি

2.      সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে কী বলে?
(a) Sial
(b) Sima
(c) Nife
(d) Asthenosphere

3.      আগ্নেয় শিলা কোন প্রক্রিয়ায় তৈরি হয়?
(a) স্তরবিন্যাস
(b) শীতলীকরণ
(c) রূপান্তর
(d) ক্ষয়

4.      একটি Syncline কী?
(a) উঁচু ভাঁজ
(b) নিচু ভাঁজ
(c) Fault
(d) Ridge

5.      “Pacific Ring of Fire” কিসের জন্য বিখ্যাত?
(a) তেল
(b) ভূমিকম্প ও আগ্নেয়গিরি
(c) হিমবাহ
(d) মরুভূমি

6.      Himalayan পর্বত কোন ধরনের পর্বত?
(a) Block Mountain
(b) Residual Mountain
(c) Fold Mountain
(d) Volcanic Mountain

7.      রাসায়নিক weathering-এর উদাহরণ কোনটি?
(a) Frost action
(b) Exfoliation
(c) Oxidation
(d) Block disintegration

8.      Landslide কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?
(a) Weathering
(b) Mass wasting
(c) Erosion
(d) Deposition

9.      নদীর বাঁকানো অংশকে কী বলে?
(a) Delta
(b) Meander
(c) Oxbow lake
(d) Levee

10.   Glacial deposit-এর নাম কী?
(a) Dune
(b) Moraine
(c) Stalactite
(d) Delta

11.   মরুভূমিতে বালির পাহাড়কে কী বলে?
(a) Moraine
(b) Dune
(c) Levee
(d) Gorge

12.   Karst ভূমিরূপের বৈশিষ্ট্য কোনটি?
(a) Delta
(b) Sinkhole
(c) Drumlin
(d) Canyon

13.   Continental Shelf সাধারণত কত গভীর পর্যন্ত বিস্তৃত?
(a) ২০০ মিটার
(b) ৫০০ মিটার
(c) ১০০০ মিটার
(d) ৩০০০ মিটার

14.   মহাসাগরের সবচেয়ে গভীর অংশকে কী বলা হয়?
(a) Ridge
(b) Trench
(c) Rise
(d) Plain

15.   Mid-Atlantic Ridge কোন মহাসাগরে অবস্থিত?
(a) ভারত মহাসাগর
(b) আটলান্টিক মহাসাগর
(c) প্রশান্ত মহাসাগর
(d) আর্টিক মহাসাগর

16.   সমুদ্রজলে গড় লবণাক্ততা কত?
(a) ১৫

(b) ২৫

(c) ৩৫

(d) ৪৫

17.   Dead volcano with flat top under sea কে কী বলে?
(a) Seamount
(b) Guyot
(c) Ridge
(d) Plateau

18.   Kuroshio current কোন মহাসাগরে প্রবাহিত হয়?
(a) Indian
(b) Atlantic
(c) Pacific
(d) Southern

19.   পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) কার্বন ডাই-অক্সাইড
(d) আর্গন

20.   পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক Insolation পাওয়া যায়?
(a) নিরক্ষীয় অঞ্চল
(b) মেরু অঞ্চল
(c) সমশীতল অঞ্চল
(d) মরুভূমি অঞ্চল

21.   Equatorial low pressure belt-এর আরেক নাম কী?
(a) Trade wind belt
(b) ITCZ
(c) Polar front
(d) Westerlies

22.   Indian monsoon প্রধানত কোন কারণে হয়?
(a) Land-Sea breeze
(b) ITCZ shift
(c) Westerlies
(d) Trade wind

23.   Cyclone-এর কেন্দ্রে বায়ুচাপ কেমন থাকে?
(a) উচ্চ
(b) নিম্ন
(c) সমান
(d) পরিবর্তনশীল

24.   Jet stream প্রধানত কোন স্তরে প্রবাহিত হয়?
(a) Troposphere
(b) Stratosphere
(c) Mesosphere
(d) Ionosphere

25.   মাটির উর্বরতা নির্ভর করে মূলত কোন উপাদানের উপর?
(a) বালু
(b) জল
(c) জৈব পদার্থ
(d) শিলাস্তর

26.   Podzol soil প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়?
(a) গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল
(b) নাতিশীতোষ্ণ শঙ্কুযুক্ত বন
(c) মরুভূমি অঞ্চল
(d) তৃণভূমি অঞ্চল

27.   Laterite soil প্রধানত কোথায় গঠিত হয়?
(a) শুষ্ক অঞ্চল
(b) বৃষ্টিপ্রধান অঞ্চল
(c) হিমবাহ অঞ্চল
(d) মরুভূমি অঞ্চল

28.   Stalactite Stalagmite কোন প্রক্রিয়ায় গঠিত?
(a) Wind erosion
(b) Karst process
(c) Glacier deposition
(d) Delta formation

29.   Tropical rainforest vegetation-এর উদাহরণ কোনটি?
(a) Teak
(b) Mahogany
(c) Cactus
(d) Conifer

30.   Soil profile-এর সবচেয়ে উর্বর স্তর কোনটি?
(a) O horizon
(b) A horizon
(c) B horizon
(d) C horizon

31.   খাদ্য শৃঙ্খলে সর্বপ্রথম কারা থাকে?
(a) Primary consumer
(b) Producer
(c) Carnivore
(d) Omnivore

32.   Carbon cycle-এ কার ভূমিকা বেশি?
(a) প্রাণী
(b) উদ্ভিদ
(c) ব্যাকটেরিয়া
(d) মাটি

33.   Global warming-এর প্রধান কারণ কোন গ্যাস?
(a) O

(b) CO

(c) N

(d) O

34.   “Silent Spring” গ্রন্থটি কোন পরিবেশবিদ লিখেছেন?
(a) Rachel Carson
(b) Darwin
(c) Humboldt
(d) Ritter

35.   Desertification-এর প্রধান কারণ কী?
(a) বৃষ্টিপাত বৃদ্ধি
(b) অতিরিক্ত চাষ
(c) অতিরিক্ত সেচ
(d) বনায়ন

36.   বন্যার প্রভাব কমাতে কোন ব্যবস্থা বেশি কার্যকর?
(a) বাঁধ নির্মাণ
(b) বাঁশ রোপণ
(c) খাল খনন
(d) নদী পরিবর্তন

37.   Fishing industry-কে কোন অঞ্চলে “Gold mine of the sea” বলা হয়?
(a) Grand Bank
(b) Dogger Bank
(c) Kuroshio region
(d) Arabian Sea

38.   ভারতের সবচেয়ে বড় লৌহ আকরিক খনি কোথায়?
(a) বেলাড়িলা
(b) সিঙ্গরৌলি
(c) দামোদর উপত্যকা
(d) জামশেদপুর

39.   Manchester কোন শিল্পের জন্য বিখ্যাত?
(a) লৌহ-ইস্পাত
(b) বস্ত্রশিল্প
(c) কয়লা
(d) কাগজশিল্প

40.   “Ruhr valley” কোন দেশের শিল্পাঞ্চল?
(a) জার্মানি
(b) ফ্রান্স
(c) জাপান
(d) আমেরিকা

41.   ভারতে সবথেকে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয় কোথায়?
(a) দামোদর নদ
(b) ভাকড়া নাঙ্গাল
(c) হুগলি নদ
(d) মহানদী

42.   ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য কোনটি?
(a) পশ্চিমবঙ্গ
(b) আসাম
(c) তামিলনাড়ু
(d) কেরালা

43.   বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
(a) ভারত
(b) চীন
(c) আমেরিকা
(d) ইন্দোনেশিয়া

44.   ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কী?
(a) মৃত্যু হার বেশি
(b) জন্মহার বেশি
(c) অভিবাসন
(d) প্রবাসী বৃদ্ধি

45.   অভিবাসনের প্রধান কারণ কোনটি?
(a) জলবায়ু
(b) অর্থনৈতিক সুযোগ
(c) সংস্কৃতি
(d) যুদ্ধ

46.   Age-Sex pyramid যদি চওড়া ভিত্তি ও সরু শীর্ষ হয়, তবে সেটি কী নির্দেশ করে?
(a) উন্নত দেশ
(b) উন্নয়নশীল দেশ
(c) বৃদ্ধ দেশ
(d) শিল্পোন্নত দেশ

47.   "Demographic dividend" বলতে কী বোঝায়?
(a) বেশি জন্মহার
(b) বেশি মৃত্যু হার
(c) বেশি কর্মক্ষম জনসংখ্যা
(d) বেশি বৃদ্ধ জনসংখ্যা

48.   জাপান কোন বৈশিষ্ট্যে উন্নত দেশের অন্তর্ভুক্ত?
(a) বেশি জন্মহার
(b) বেশি শিল্পোন্নতি
(c) বেশি জনসংখ্যা
(d) বেশি মৃত্যু হার

49.   ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
(a) গঙ্গা
(b) ব্রহ্মপুত্র
(c) সিন্ধু
(d) মহানদী

50.   পশ্চিমবঙ্গের কোন নদীকে "শোকের নদী" বলা হয়?
(a) দামোদর
(b) হুগলি
(c) কংসাবতী
(d) তোর্ষা

51.   ভারতবর্ষের প্রধান তেল পরিশোধনাগার কোথায়?
(a) মুম্বাই
(b) হালদিয়া
(c) আসাম
(d) উপরোক্ত সব

52.   ভারতে প্রধান তুলো উৎপাদক রাজ্য কোনটি?
(a) পাঞ্জাব
(b) মহারাষ্ট্র
(c) গুজরাট
(d) বিহার

53.   ভারতের প্রধান কয়লা খনি অঞ্চল কোনটি?
(a) দামোদর উপত্যকা
(b) গঙ্গা সমভূমি
(c) দাক্ষিণাত্য মালভূমি
(d) পশ্চিমঘাট

54.   ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি?
(a) মুম্বাই
(b) কলকাতা
(c) বিশাখাপত্তনম
(d) কোচিন

55.   “Representative fraction” কোনটির সাথে সম্পর্কিত?
(a) Projection
(b) Scale
(c) Cartogram
(d) Graph

56.   Bar diagram-এ কোন ধরণের তথ্য দেখানো হয়?
(a) গুণগত তথ্য
(b) সংখ্যাগত তথ্য
(c) রঙিন তথ্য
(d) দিক নির্দেশ

57.   Mercator projection প্রধানত কোন অঞ্চলের জন্য উপযুক্ত?
(a) নিরক্ষীয় অঞ্চল
(b) মেরু অঞ্চল
(c) মরুভূমি অঞ্চল
(d) তৃণভূমি

58.   Topographical map কোন স্কেলে আঁকা হয়?
(a) ছোট স্কেল
(b) বড় স্কেল
(c) উভয়ই
(d) কোনটাই নয়

59.   Pie diagram ব্যবহার করা হয়—
(a) গুণগত তথ্য প্রদর্শনে
(b) শতাংশ ভিত্তিক তথ্য প্রদর্শনে
(c) অবস্থান প্রদর্শনে
(d) দূরত্ব প্রদর্শনে

60.   Isopleth মানচিত্র কী নির্দেশ করে?
(a) সীমারেখা
(b) সমমান রেখা
(c) নদী পথ
(d) শিল্প অঞ্চল   



📚 PDF Download Link নিচে ক্লিক করে Download করে নাও

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies