🧠 বিজ্ঞানভিত্তিক 100+ প্রশ্নোত্তর | General Science Question and Answer
Study Take ✍
নমস্কার বন্ধুরা,
স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব 100+ বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে , যা WBCS, SSC, Railway group D, NTPC, WBP, Banking, Primary TET, স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে।
🧠 বিজ্ঞানভিত্তিক 100+ প্রশ্নোত্তর
১.পেশী কোশে কোন প্রোটিন পাওয়া যায়?উত্তরঃ অ্যাক্টিন ও মায়োসিন
২. ঠান্ডায় বনের গাছপালার মৃত্যুর কারণ কী?
উত্তরঃ উদ্ভিদের কলা শুকিয়ে নষ্ট হয়ে যায়
৩. অণুবীক্ষণ যন্ত্রে প্রথম কে কোশের সন্ধান পান?
উত্তরঃ রবার্ট হুক
৪. জলজ উদ্ভিদের ভাসমান পাতার পত্রবদ্ধ কোথায় থাকে?
উত্তরঃ শুধুমাত্র পাতার ওপরের ত্বকে
৫. কোন বিজ্ঞানী জিব্বেরেলিন হর্মোনের নামকরণ করেন?
উত্তরঃ ইয়াবুটা
৬. জীবন সৃষ্টির উল্লেখযোগ্য উপাদান কী?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিড
৭. কোন অঙ্গাণুর অনুপস্থিতিতে উদ্ভিদ কোশ ও প্রাণীকোশ আলাদা হয়?
উত্তরঃ সেন্ট্রিওল
৮. কোশপর্দার প্রকৃতি কেমন?
উত্তরঃ প্রভেদক ভেদ্য পর্দা
৯. বৈ ক্ষুদ্রাস্থি মানুষের শরীরে কোথায় থাকে?
উত্তরঃ ঘাড়ে
১০. মাথার পুরো ভার মেরুদণ্ডের কোন ক্ষুদ্রাস্থি বহন করে?
উত্তরঃ অ্যাটলাস
১১. সালোকসংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী?
উত্তরঃ সূর্যের আলো শোষণ করা
১২. ক্যালসিটোনিন এর উৎপত্তিস্থল কোনটি?
উত্তরঃ অগ্ন্যাশয়
১৩. গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের pH মান কত?
উত্তরঃ ৭.৩
১৪. মানুষের খাদ্যে অপরিহার্য তিনটি ফ্যাটি অ্যাসিডের নাম কী?
উত্তরঃ লিনোলেইক, লিনোলোরিক ও আর্কিডেনিক অ্যাসিড
১৫. মানুষের মস্তিষ্কের ওজন কত?
উত্তরঃ ১.৩৬০ কেজি
১৬. মানুষের মস্তিষ্কে কতটি নিউরোন থাকে?
উত্তরঃ ১,০০০ বিলিয়ান
১৭. মানুষের মস্তিষ্ক থেকে কতটি স্নায়ু বেরোয়?
উত্তরঃ ১২ জোড়া
১৮. বাস্তুতন্ত্র কী?
উত্তরঃ জীব ও জড় বস্তুর মধ্যে মিথস্ক্রিয়ার ফল
১৯. বাস্তুতন্ত্রে অনুকূল বসবাস রীতিকে কী বলে?
উত্তরঃ বাস্তুতন্ত্র
২০. উৎপাদক কাদের বলে?
উত্তরঃ সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া যারা সালোকসংশ্লেষ করে খাদ্য তৈরি করে
২১.সংরক্ষণ কাকে বলে?
উত্তরঃ বৈজ্ঞানিকভাবে প্রাকৃতিক সম্পদের হিসাবমাফিক ব্যবহার ও পুনঃস্থাপন
২২.ভূমি সংরক্ষণের উপায় কী?
উত্তরঃ গাছপালা লাগানো
২৩. সমুদ্রের অগণিত প্রাণিকে কে খাদ্য জোগায়?
উত্তরঃ এককোশী ডায়াটোম জাতীয় সবুজ উদ্ভিদ
২৪. বেন্থোস (বেহুস) কী?
উত্তরঃ যারা জলাশয়ের তলায় বসবাস করে
২৫. খাদ্যজাল কী?
উত্তরঃ এক বা একাধিক খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক
২৬. শক্তিপ্রবাহ কাকে বলে?
উত্তরঃ উৎপাদক থেকে খাদকের মাধ্যমে সৌরশক্তির স্থানান্তর
২৭. প্ল্যাঙ্কটন কাকে বলে?
উত্তরঃ জলে ভাসমান আণুবীক্ষণিক জীব
২৮. নেকটন কাকে বলে?
উত্তরঃ যে সব প্রাণী জলে সাঁতার কেটে চলাচল করতে পারে
২৯.ইকোলজি কথার অর্থ কী?
উত্তরঃ বাসস্থান সম্পর্কে অধ্যয়ন (Oikios + Logis)
৩০. অপুনর্ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলি?
উত্তরঃ কয়লা, খনিজ তেল
৩১. বাতাসে ভাসমান ধূলিকণার আকার কত?
উত্তরঃ ১ থেকে ১০ মাইক্রোন
৩২. শব্দদূষণ পরিমাপের একক কী?
উত্তরঃ ডেসিবেল
৩৩. Electrostic Precipitator কী কাজে লাগে?
উত্তরঃ বাতাসে ভাসমান ধূলিকণা অধঃক্ষেপণ করতে
৩৪.সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত?
উত্তরঃ ৯৯ : ১
৩৫.Green House Effect কী?
উত্তরঃ বায়ুমণ্ডলে গ্যাস বেড়ে যাওয়ায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি
৩৬.পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?
উত্তরঃ শিউলি
৩৭.পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কী?
উত্তরঃ ছাতিম
৩৮.পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী?
উত্তরঃ মাছরাঙা
৩৯.গাইগার কাউন্টার কী কাজে লাগে?
উত্তরঃ পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণে
৪০.Carsinogen কাকে বলে?
উত্তরঃ ক্যানসার সৃষ্টিকারী পদার্থকে
৪১.Chemical Oxygen Demand কাকে বলে?
উত্তরঃ জৈব ও অজৈব পদার্থ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ
৪২.কোন জলাশয়ে B.O.D. কম থাকে?
উত্তরঃ পরিষ্কার জলের পুকুরে
৪৩.টাটকা ফল বা মাছ কীভাবে সংরক্ষণ করা হয়?
উত্তরঃ শূন্যস্থান শুদ্ধকরণ পদ্ধতিতে
৪৪.তেজস্ক্রিয়তা মাপার একক কী?
উত্তরঃ কুরি
৪৫.সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তরঃ Echo Sounder
৪৬. Red Data Book কী?
উত্তরঃ বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর তালিকা
৪৭. জৈব পদার্থ সংরক্ষণের উপায় কী?
উত্তরঃ Formaldehyde দ্রবণে ভিজিয়ে রাখা
৪৮. ইকথিওলজি কোন শাখার সঙ্গে যুক্ত?
উত্তরঃ মাছ সম্পর্কিত বিজ্ঞান
৪৯. দ্বিপদ নামকরণের অর্থ কী?
উত্তরঃ দুটি শব্দের মাধ্যমে জীবের বৈজ্ঞানিক নাম
৫০. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?
উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস
৫১. হার্বেরিয়াম কী?
উত্তরঃ শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র
৫২. পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম কী?
উত্তরঃ সূর্যশিশির ও নয়নতারা
৫৩. পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি প্রাণির নাম কী?
উত্তরঃ বাঘ ও ধনেশ পাখি
৫৪. মাইক্রোস্কোপ ছাড়া কোশের গঠন জানার উপায় কী?
উত্তরঃ অটোরেডিওগ্রাফি
৫৫. কোনটি প্রকৃত ফল নয়?
উত্তরঃ আপেল
৫৬. পোগোনাটামের লিঙ্গধর উদ্ভিদের নাম কী?
উত্তরঃ গ্যামেটোফোর
৫৭. রেণুমাতৃকোশের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ স্পোরোসাইট
৫৮. একটি শুকনো কিসমিসকে জলে রাখলে ফুলে ওঠে কেন?
উত্তরঃ আত্মভূতি প্রক্রিয়ায়
৫৯. অভিস্রবন প্রক্রিয়ায় ধাবক কোন দিকে যায়?
উত্তরঃ কম ঘন থেকে বেশি ঘন দিকে
৬০. লিগামেন্ট কাদের সংযোগ করে?
উত্তরঃ দুটি অস্থি
৬১. কোনো প্রাণী কত বছর না দেখা গেলে বিলুপ্ত ধরা হয়?
উত্তরঃ ৫০ বছর
৬২. কোনটি অমরা নিঃসৃত হরমোন?
উত্তরঃ HCG
৬৩. তরুণাস্থির কোশের নাম কী?
উত্তরঃ Chondrocyte
৬৭. কোন পতঙ্গ জলে ডিম পাড়ে?
উত্তরঃ ড্রাগন-ফ্লাই
৬৮. মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি?
উত্তরঃ ফিমার
৬৯. থ্যালাসেমিয়ার জন্য দায়ী জীন কোথায় থাকে?
উত্তরঃ অটোসোমে
৭০. স্তন্যপায়ী প্রাণীদের কত প্রকার দাঁত থাকে?
উত্তরঃ ৪ প্রকার
৭১. পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়?
উত্তরঃ কাইটিন
৭২. উদ্ভিদ কোশে কোন জৈব অণুর পরিমাণ বেশি থাকে?
উত্তরঃ শর্করা
৭৩. Donkey কী?
উত্তরঃ পোষা বুনো গাধা
৭৪. উদ্ভিদ দেহে শর্করা কীভাবে সঞ্চিত হয়?
উত্তরঃ শ্বেতসার হিসেবে
৭৫. হৃদস্পন্দন উৎপন্ন করে কে?
উত্তরঃ SA Node
৭৬. সৌরজগতে গ্রহ ৮টি, তাদের উপগ্রহের মোট সংখ্যা কত?
উত্তরঃ ১৩৪টি
৭৭. জিনগত তথ্য পরিবহন করে কোনটি?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিড
৭৮. ক্ষুদ্রতম করোটি স্নায়ু কোনটি?
উত্তরঃ অপটিক নার্ভ
৭৯. তড়িৎ-চুম্বক তৈরিতে কাঁচা লোহা কেন ব্যবহৃত হয়?
উত্তরঃ কাঁচা লোহা চুম্বক প্রবণতায় বেশি
৮০. মাটিতে খনিজ পদার্থের ঘাটতি পূরণের কার্যকর পদ্ধতি কী?
উত্তরঃ শস্যের আবর্তন
৮১. A.C. কে D.C. তে রূপান্তরিত করে কোন যন্ত্র?
উত্তরঃ রেক্টিফায়ার
৮২. উদ্ভিদের লাল, নীল ও বেগুনি রঙের জন্য কোন রঞ্জক দায়ী?
উত্তরঃ অ্যান্থোসায়ানিন (Anthocyanin)
৮৩. জনির সঙ্গে অপত্যের মিলনকে কী বলে?
উত্তরঃ ব্যাক ক্রশ
৮৪. উৎসেচকের প্রকৃতি কী?
উত্তরঃ প্রোটিনধর্মী
৮৬. খাবারের পরিপাক ও শোষণ কোথায় হয়?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে
৮৭. Ptyalin উৎসেচক কোন গ্রন্থি থেকে তৈরি হয়?
উত্তরঃ লালাগ্রন্থি
৮৮. এখন পর্যন্ত জানা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত?
উত্তরঃ ২২টি
৮৯. বাতাসে শব্দের গতিবেগ কত?
উত্তরঃ প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার
৯০. শ্বেতসার ও শর্করাকে একসঙ্গে কী বলে?
উত্তরঃ কার্বোহাইড্রেট
৯১. কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়?
উত্তরঃ প্রোটিন
৯২. কঠিন বস্তুর মধ্যে শব্দের গতিবেগ কত?
উত্তরঃ প্রতি সেকেন্ডে ৫,০০০ মিটার
৯৩. কোন ধরনের রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়?
উত্তরঃ জীবাণুবাহিত রোগ
৯৪. অ্যান্টিজেনের প্রকৃতি কী?
উত্তরঃ প্রোটিনধর্মী
৯৫. মানুষের শরীরে শর্করার পরিপাক কোথায় শুরু হয়?
উত্তরঃ মুখে
৯৬. যকৃৎ থেকে পিত্ত কোথায় জমা হয়?
উত্তরঃ পিত্ত থলিতে
৯৭. হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা ও মায়ের একটি জিন থাকলে ছেলেকে হবার সম্ভাবনা কত?
উত্তরঃ ৫০%
৯৮. জিনগত পরিব্যক্তি কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ DNA-তে
৯৯. অটোরেডিওগ্রাফি কী কাজে লাগে?
উত্তরঃ কোশের গঠন জানার জন্য
১০০. উদ্ভিদ সংরক্ষণের উপায় কী?
উত্তরঃ Formaldehyde দ্রবণে রাখা
১০১. Red Data Book কী?
উত্তরঃ বিলুপ্তপ্রায় জীবের তালিকা
১০২. সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তরঃ Echo Sounder
১০৩. শব্দদূষণের একক কী?
উত্তরঃ ডেসিবেল
১০৪. ঠান্ডায় গাছপালা কেন মরে যায়?
উত্তরঃ উদ্ভিদের কোষকলার শুকিয়ে যাওয়ার কারণে
বিজ্ঞানের জগৎ যত বিস্তৃত, শেখার সুযোগও তত অশেষ। আশা করি এই ১০০+ প্রশ্নোত্তরের ভান্ডার তোমার WBCS, SLST, SSC, Railway, Banking, Primary TET সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।