Type Here to Get Search Results !

করোনা মহামারী এবং আমরা

Covid19




: করোনা মহামারী  এবং আমরা :            

 বর্তমান সময়ে পৃথিবী এক বিশাল সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে । প্রতি নিয়ত এক মারনভাইরাস এর কবলে পরে লক্ষ লক্ষ মানুষ আজ দিশেহারা হয়ে অসহায়ের মত জীবনযাপন করছে । সারা পৃথিবী জুরে লকডাউন চলছে ।

কিছুদিন আগে পর্যন্তও আমরা এই লকডাউন শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না, অথচ আজ এই লকডাউন আমাদের জীবনের সঙ্গে জরিয়ে গেছে। এর শেষ কোথায় কেউ নিশ্চিত করে বলতে পারছে না। কেমন হবে আমাদের ভবিষ্যৎ ? এভাবেই কি একটি ক্ষুদ্র ভাইরাস এর থেকে আমাদের লুকিয়ে বাঁচতে হবে? নাকি আগের মতোই সবকিছু আবার স্বাভাবিক হবে? এসব প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারছে না ।
 

                     মানুষ পারেনা এমন কোন কাজ নেই। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ মঙ্গল গ্রহে পাড়ি  জমিয়েছে । আমাদের সৌরজগৎ ছেরে অনন্ত মহাকাশে আজ মানুষের বার্তা বহনকারী ভাইজার মহাকাশ যান অনন্ত যাত্রাপথ  সাফল্যের সঙ্গে পাড়ি দিচ্ছে ।  অথচ মানুষ আজ কতখানি অসহায় একটি ক্ষুদ্র ভাইরাস এর কাছে । এই ভাইরাস এর জন্য মানুষ তার স্বাভাবিক জীবন যাত্রার ধরন পরিবর্তন করে নিয়েছে । এই ভাইরাস আজ আমাদের প্রকৃত পরিচয়ে পরিচিতি করাচ্ছে,যে আমরাও আর পাঁচটা প্রাকৃতিক জীবের মতই , আমাদের ক্ষমতাও সীমিত ।

                     প্রকৃতির ওপর  মানুষের অমানবিক অত্যাচার প্রকৃতি আমাদেরকে অবশ্যই একদিন ফিরিয়ে দেবে । আমরাও একদিন কালের নিয়মে বিলুপ্ত হয়ে যাব । একদিন হয়তো আমাদের থেকেও আরও অনেক বেশি উন্নত জীবের আবির্ভাব হবে আমাদের এই পৃথিবীতে । সেদিন হয়তো মানুষের কোনো অস্তিত্ব থাকবে না । এই সুন্দর পরিবর্তিত পৃথিবীতে তখন রাজ করবে প্রকৃতির সৃষ্ট অন্য কোনও জীব ।  

করোনা মহামারী  এবং আমরা

                বর্তমান সময়ে আমরা নিজেদের সুবিধার জন্য কি কি করতে পেরছি ? মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের সুবিধার জন্য চাহিদা মতো জিনিসপত্র তৈরি  করেছে । উন্নত জীবনধারণ পদ্ধতি আবিস্কার করে শুধুমাত্র নিজেদের সামান্য  সুখ-স্বাচ্ছন্দ ছাড়া প্রাকৃতিক বিপর্যয় বা প্রকৃতির কোনও কোপ থেকে রক্ষা পাওয়ার জন্য তেমন কোনও পথ অবলম্বন করতে পারেনি এখনও । এর ফলে যখনি কোন প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তখনি মানুষ প্রকৃতির কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করে । আজও মানুষ বন্যা, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় অসহায় হয়ে পরে । নিজেদেরকে ১০০ শতাংশ সুরক্ষিত রাখতে পারেনা কখনই । যখন বিপর্যয় নেমে আসে, প্রতিবারই মানুষকে এর মূল্য চোকাতে হয় । 

                নিজেদের চাহিদা পুরন করতে গিয়ে আমরা এই পৃথিবীটাকেই পালটে ফেলেছি । প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা সমস্ত কিছুই করছি ।  কিন্তু মানুষ আজ ভুলতে বসেছে যে প্রকৃতি আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী । প্রকৃতি এখনও আমাদের অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে, শুধু মাঝে মাঝে একটু আধটুকু ফোঁস ফোঁস করছে । মানুষকে সাবধান করছে । কিন্তু মানুষ তবুও সজাগ হচ্ছে না, বরং মানুষ আরও বেশি করে পরিবেশ এর ক্ষতি করে চলছে । এভাবে চলতে থাকলে ধিরে ধিরে আমরা বিলুপ্তির দিকে অগ্রসর হতে থাকব এবং একটা সময় আর আমাদের কোনও অস্তিত্বই থাকবে না এই সুন্দর পৃথিবীতে ।  

                      এখন সময় হয়েছে সজাগ হওয়ার, চিন্তাভাবনার পরিবর্তন করে মানুষকে নিজেদের স্বার্থের জন্য পরিবেশকে রক্ষা করা  প্রয়োজন ।  পরিবেশকে প্রাকৃতিক উপায়ে রক্ষা করতে হবে তবেই আমরা রক্ষা পাব, নইলে আগামী দিনে আমাদের জন্য সমূহ বিপদ  অপেক্ষা করছে । 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Prokriti niye tumar sundor chinta vabna..arokom chinta vabna sokoler rakte hobe...

    ReplyDelete

পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies