: করোনা মহামারী এবং আমরা :
বর্তমান সময়ে পৃথিবী এক বিশাল সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে । প্রতি নিয়ত এক মারনভাইরাস এর কবলে পরে লক্ষ লক্ষ মানুষ আজ দিশেহারা হয়ে অসহায়ের মত জীবনযাপন করছে । সারা পৃথিবী জুরে লকডাউন চলছে ।
মানুষ পারেনা এমন কোন কাজ নেই। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ
মঙ্গল গ্রহে পাড়ি জমিয়েছে । আমাদের সৌরজগৎ ছেরে অনন্ত মহাকাশে আজ মানুষের বার্তা
বহনকারী ভাইজার মহাকাশ যান অনন্ত যাত্রাপথ সাফল্যের সঙ্গে পাড়ি দিচ্ছে । অথচ মানুষ আজ কতখানি
অসহায় একটি ক্ষুদ্র ভাইরাস এর কাছে । এই ভাইরাস এর জন্য মানুষ তার স্বাভাবিক জীবন
যাত্রার ধরন পরিবর্তন করে নিয়েছে । এই ভাইরাস আজ আমাদের প্রকৃত পরিচয়ে পরিচিতি
করাচ্ছে,যে আমরাও আর পাঁচটা প্রাকৃতিক জীবের মতই , আমাদের ক্ষমতাও সীমিত ।
প্রকৃতির ওপর মানুষের অমানবিক অত্যাচার প্রকৃতি আমাদেরকে অবশ্যই একদিন ফিরিয়ে দেবে । আমরাও একদিন কালের নিয়মে বিলুপ্ত হয়ে যাব । একদিন হয়তো আমাদের থেকেও আরও অনেক বেশি উন্নত জীবের আবির্ভাব হবে আমাদের এই পৃথিবীতে । সেদিন হয়তো মানুষের কোনো অস্তিত্ব থাকবে না । এই সুন্দর পরিবর্তিত পৃথিবীতে তখন রাজ করবে প্রকৃতির সৃষ্ট অন্য কোনও জীব ।
বর্তমান সময়ে আমরা নিজেদের সুবিধার জন্য কি কি করতে পেরছি ? মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের সুবিধার জন্য চাহিদা মতো জিনিসপত্র তৈরি করেছে । উন্নত জীবনধারণ পদ্ধতি আবিস্কার করে শুধুমাত্র নিজেদের সামান্য সুখ-স্বাচ্ছন্দ ছাড়া প্রাকৃতিক বিপর্যয় বা প্রকৃতির কোনও কোপ থেকে রক্ষা পাওয়ার জন্য তেমন কোনও পথ অবলম্বন করতে পারেনি এখনও । এর ফলে যখনি কোন প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তখনি মানুষ প্রকৃতির কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করে । আজও মানুষ বন্যা, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় অসহায় হয়ে পরে । নিজেদেরকে ১০০ শতাংশ সুরক্ষিত রাখতে পারেনা কখনই । যখন বিপর্যয় নেমে আসে, প্রতিবারই মানুষকে এর মূল্য চোকাতে হয় ।
নিজেদের চাহিদা পুরন করতে গিয়ে আমরা এই পৃথিবীটাকেই পালটে ফেলেছি । প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা সমস্ত কিছুই করছি । কিন্তু মানুষ আজ ভুলতে বসেছে যে প্রকৃতি আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী । প্রকৃতি এখনও আমাদের অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে, শুধু মাঝে মাঝে একটু আধটুকু ফোঁস ফোঁস করছে । মানুষকে সাবধান করছে । কিন্তু মানুষ তবুও সজাগ হচ্ছে না, বরং মানুষ আরও বেশি করে পরিবেশ এর ক্ষতি করে চলছে । এভাবে চলতে থাকলে ধিরে ধিরে আমরা বিলুপ্তির দিকে অগ্রসর হতে থাকব এবং একটা সময় আর আমাদের কোনও অস্তিত্বই থাকবে না এই সুন্দর পৃথিবীতে ।
এখন সময় হয়েছে সজাগ হওয়ার, চিন্তাভাবনার পরিবর্তন করে মানুষকে নিজেদের স্বার্থের জন্য পরিবেশকে রক্ষা করা প্রয়োজন । পরিবেশকে প্রাকৃতিক উপায়ে রক্ষা করতে হবে তবেই আমরা রক্ষা পাব, নইলে আগামী দিনে আমাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে ।
Prokriti niye tumar sundor chinta vabna..arokom chinta vabna sokoler rakte hobe...
ReplyDeleteপোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।