কে কাকে কি উপাধি দিয়েছেন
![]() |
কে কাকে কি উপাধি দিয়েছেন |
কে কাকে কি উপাধি দিয়েছেন
👉 রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ গান্ধিজীকে 'জাতীর জনক' উপাধি দিয়েছেন কে ?
👉 নেতাজি সুভাষচন্দ্র বসু
প্রশ্নঃ গান্ধিজীকে মিকি মাউস বলেন কে ?
👉 সরোজিনী নাইডু
প্রশ্নঃ গান্ধিজীকে অর্ধনগ্ন ফকির বলেছেন কে ?
👉 উইনস্টন চার্চিল
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' উপাধি দিয়েছিলেন কে?
👉 ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র কে 'বিদ্যাসাগর' উপাধি দিয়েছিলেন কে?
👉 সংস্কৃত কলেজ।
প্রশ্নঃ ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী নাম কে রেখেছিলেন ?
👉 রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ জাতীয় কংগ্রেসকে 'তিনদিনের তামাশা" কে বলেছিলেন?
👉 অশ্বিনীকুমার দত্ত
প্রশ্নঃ বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে?
👉 বারদৌলির কৃষক রমনীরা
প্রশ্নঃ হর্ষবর্ধন কে 'সকলোত্তরপথনাথ' উপাধি দিয়েছিলেন কে?
👉 দ্বিতীয় পুলকেশী
প্রশ্নঃ চিত্তরঞ্জন দাশ কে “ দেশবন্ধু” উপাধি দিয়েছিলেন কে?
👉 দেশের জনসাধারণ।
প্রশ্নঃ রাম মোহন রায় কে “ রাজা ” উপাধি কে দিয়েছিলেন?
👉 দ্বিতীয় আকবর
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন কে ?
👉 গান্ধিজী
প্রশ্নঃ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কে ?
👉 ভিনসেন স্মিথ
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুকে “নেতাজী” আখ্যায় ভূষিত করেছিলেন কে ?
👉 আজাদ্ হিন্দ্ সেনাবাহিনীর সৈনিকরা।
প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে “ ভোরের পাখি ” উপাধি কে দিয়েছিলেন?
👉 রবীন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্নঃ ভারত চন্দ্র কে “ রায়গুনাকর ” উপাধি কে দিয়েছিলেন?
👉 নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
প্রশ্নঃ মদন মোহন মালব্যকে 'মহামান্য' উপাধি দিয়েছিলেন কে ?
👉 রবীন্দ্র নাথ ঠাকুর
PDF File Download Link |
---|
File Name- কে কাকে কি উপাধি দিয়েছেন.pdf File Size- 761 kb Total Page- 01 Download File 👉 Click Here |
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।