সভাকবি ও তাদের পৃষ্ঠপোষক রাজাগণ

সভাকবি ও পৃষ্ঠপোষক রাজা

Study Take ✍ নমস্কার বন্ধুরা,স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাই কে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস থেকে বিভিন্ন সভাকবি ও তাদের পৃষ্ঠপোষক রাজাগন । তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন- RRB GROUP D, RRB NTPC, PSC, WBCS, RAILWAY, SSC, CTET, PRIMARY TET, SSC CGL, SSC HS LEVEL ইত্যাদি পরীক্ষা গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজেই পুরো পর্বটি মনোযোগ দিয়ে পড়ো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তোমাদের সুবিধার জন্য PDF File করে দেওয়া হল। নিচের লিঙ্কে ক্লিক করে PDF File টি Download করে নাও । Download Link নিচে দেওয়া আছে ।
পৃষ্ঠপোষক রাজার নাম | সভাকবি |
---|---|
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | কালিদাস |
হর্ষবর্ধন | বানভট্ট |
পৃথ্বীরাজ চৌহান | চাঁদ বরদই |
আকবর | আবুল ফজল |
কুতুবুদ্দিন আইবক | হারুন নিজামি |
আলউদ্দিন খিলজি | আমির খসরু |
সমুদ্রগুপ্ত | হরিসেন |
লক্ষণ সেন | জয়দেব |
মহীপাল | রাজ শেখর |
গজনীর মামুদ | আলবেরুনী |
চোলরাজ | কামবন |
কনউজরাজ যশোবর্মণ | বাকপতি, ভবাভূতি |
দ্বিতীয় পৃথ্বীরাজ | সোমদেব |
চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী | রবিকীর্তি |
সাতবাহনরাজ হলা | গুণধ্যায় |
PDF File Download Link
File Name- সভাকবি ও তাদের পৃষ্ঠপোষক রাজাগণ.pdf
File Size- 424 kb
Total Page- 01
Download File 👉 Click Here
আজকের পর্বটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার কর 👇👇👇
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।