Type Here to Get Search Results !

সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর | General Science Q&A

সাধারণ বিজ্ঞান

General Science
General Science


Study Take ✍ 
নমস্কার বন্ধুরা 

স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত । আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি বিশেষ পর্ব ।আজকের এই পর্বে "  সাধারণ বিজ্ঞান থেকে কিছু   প্রশ্নোত্তর " GENERAL SCIENCE  QUESTION AND ANSWER"  নিয়ে আলোচনা করা হয়েছে। প্রায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী । আজকের সাধারণ বিজ্ঞান  পর্বটি  ভাল লাগলে বন্ধুদের  সাথে শেয়ার করে তাদেরকেউ দেখার সুযোগ করে দাও। 

সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব  

 

1.      অস্থি মানবদেহের কত শতাংশ ওজন দখল করে ➜  45%.

 

2.      কানের শব্দগ্রাহক কোনটি  ➜    অর্গান অফ  কর্টি । 

 

3.      পেশিকোশের দৈর্ঘ্য কত  ➜    3-4 সেন্টিমিটার।

 

4.      অমরা বা, প্লাসেন্টা থেকে উৎপন্ন একটি হর্মোনের নাম কী  ➜  রিলাক্সিন। 

 

5.      মাজরা পোকার কোন দশা শস্যের  ক্ষতি করে  ➜     লার্ভা। 

 

6.      কোন উদ্ভিদের কান্ডে  জলসঞ্চয়ী   কোশ আছে  ➜ ফণীমনসা

 

7.      মূলে ক্লোরোফিল থাকে কোন উদ্ভিদে     ➜    গুলঞ্চ 

 

8.      কোন উদ্ভিদের মূলে মুকুল দেখা যায়  ➜     শিশু,  পটল।

 

9.      অপ্রকৃত ফল কী কী ➜   আপেল, আনারস, কাঠাল

 

10.  বৃতি ও দলমণ্ডল আলাদা করা যায় না কোন ফুলে  ➜  রজনীগন্ধা।

 

11.  শেয়ালের লালায় কী ভাইরাস থাকতে পারে  ➜রেবিস

 

12.  মানব মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি     33

 

13.  সবচেয়ে বড় ভাইরাস কী  ➜     ভ্যারিওলা।


14.  কোন হর্মোন সুপ্ত বীজকে জাগ্রত করে  ➜     জিব্বারেলিন। 

 

15.  ক্লোরোফিলের মুখ্য মৌল কোনটি   ➜ Mg বা, ম্যাগনেশিয়াম।

 

16.  ভারতে 'The Environment  Protection Act কত সালে প্রণয়ন করা হয়  ➜   ১৯৮৬ সালে

 

17.  আধুনিক মানুষের উৎপত্তি হয় কোন যুগে ➜   সিনোজোয়িক যুগে

 

18.  'Hot dilute Soup' তত্ত্বের প্রবর্তক কে  ➜ জন বার্ডন স্যান্ডারসন হ্যান্ডেন।

 

19.  একটি Sibling প্রজাতির উদাহরণ কী  ➜    Drosophila মাছি

 

20.  মস ও ফার্ণের একটি করে উদাহরণ কী  ➜        Pogonatum 3 Dryopteris 

 

21.  Drosophila মাছির কোশে ক্রোমোজোম সংখ্যা কত  ৪টি। 

 

22.  একটি জিন অপর কোনো জিনের প্রকাশকে বাধা দিলে তাকে কী বলে        এপিস্ট্যাসিস।

 

23.  সাধারণত বর্ণান্ধ ব্যক্তিরা কোন রঙ  চিনতে পারেন না।   লাল ও সবুজ।

 

24.  কোন ধরনের কোশ বিভাজনের ফলে  নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে      মিয়োসিস।

 

25.  কোন নাইট্রোজেন যুক্ত ক্ষার DNA- র পরিবর্তে শুধু RNA-র মধ্যে পাওয়া যায়।    Uracil.

 

26.  ইউরিহ্যালাইন ও স্টেনোহ্যালাইন মাছের একটি করে উদাহরণ দিন  ইলিশ ও কাতলা।

 

27.  কোশের 'প্রোটিন ফ্যাক্টরি' কাকে বলে   রাইবোজোম।

 

28.  জিনগত তারতম্য ঘটিয়ে যে নতুন জীব সৃষ্টি করা হয়, তাদের কী বলে   ট্রান্সজেনিক জীব।

 

29.  শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয় কত তাপমাত্রায়    -196 C. 

 

30.  কায়িক পরিশ্রমকারীদের কী জাতীয় খাদ্য বেশি গ্রহণ করা উচিত   প্রোটিন।

 

31.  গিনিপিগ কোন বর্গের প্রাণী        Rodensia.

 

32.  চোখের লেন্সে কোন প্রোটিন থাকে   ক্রিস্টালিন।

 

33.  গাপ্পি, গাম্বুসিয়া মাছ ভারতে আমদানির কারণ কী     মশার লার্ভা দমন।

 

34.  ক্রেবস চক্রের বিক্রিয়া কোথায় ঘটে  মাইটোকনড্রিয়ার স্ট্রোমায় ।

 

35.  কায়াজমা গঠন দেখতে কেমন   'X'- অক্ষরের মতো।

 

36.  মূত্র ত্যাগের আগে মূত্রাশয়ে কত ml মুত্র সঞ্চিত হয়   400 ml.

 

37.  জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কী  বলে    Lethal gene.

 

38.  Copper-T কী ➜  স্ত্রী দেহের গর্ভনিরোধক।

 

39.  বাস্তুতন্ত্রের 10% নিয়ম কোন বিজ্ঞানী  প্রবর্তন করেন।    Lindemann.

 

40.  কত তাপমাত্রায় মানবদেহের উৎসেচকগুলি সর্বাধিক ক্রিয়াশীল  37°C. 

 

41.  মানবদেহের ছোট কোশ কী  Lymphocyte.

 

42.  BMR নির্ণায়ক যন্ত্রের নাম কী     বেনেডিক্ট রথ যন্ত্র।

 

43.  কোন উদ্ভিদের চোষক মূল রয়েছে।      স্বর্ণলতা (Cuscuta sp.)

 

44.  ক্লোরোফিলযুক্ত মূল পাওয়া যায় কেমন গাছের   পানিফল  (Trapa bispinosa). 

 

45.  সালোকসংশ্লেষের অন্ধকার দশা কে আবিষ্কার করেন।     বিজ্ঞানী ব্ল্যাকম্যান ।

 

46.  জীবদেহের খণ্ড অংশ থেকে পূর্ণাঙ্গ দেহ সৃষ্টির পদ্ধতিকে কী বলে    পুনরুৎপাদন। 

 

47.  চোয়ালবিহীন একটি প্রাণীর নাম কী  হ্যাগফিস।

 

48.  বহুসংখ্যক বীজপত্র রয়েছে কোন  উদ্ভিদের বীজে  Pinus 

 

49.  উদ্ভিদের বর্ষবলয় গঠিত হয় কী থেকে   গৌন জাইলেম। 

 

50.  মাটিতে N2  -র পরিমাণ বাড়ায় কোন ছত্রক ➜   Nostoc. 

 

51.   উদ্ভিদ কোশের প্লাস্টিড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ➜  বিজ্ঞানী স্কিমপার ।  

 

52.  হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন কত সালে    1966 সালে

 

53.  কোন প্রকার RNA কোডন ধারণ করে ➜   mRNA 31, mesenger-RNA.

 

54.  গর্ভবতী মাকে প্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয়   টিটেনাস টক্সয়েড। 

 

55.  Jenner গুটিবসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন কত সালে   ➜  1796 সালে।

 

56.  . কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়➜  ক্লোরেমা।

 

57.   পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর কী ধরনের অঙ্গ   সমবৃত্তি অঙ্গ।

 

58.  প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে. ➜ জেনোফেন ।

 

59.   কোন শ্রেণির প্রাণীর দেহে সরলতম হৃৎপিণ্ড রয়েছে ➜   মৎস্য

 

60.  রেসারপিন কোন গাছের উপক্ষার ➜  সর্পগন্ধা

 

61.  কোন গাছের তরুক্ষীর থেকে প্যারা রাবার তৈরি হয় ➜ প্যারা রাবার।

 

62.  জলজ উদ্ভিদের কাণ্ড আসলে কী   এক অতি উন্নতমানের 'এরেনকাইমা' (Aerenchyma) |

 

63.  বাষ্পমোচন হার মাপক যন্ত্রের নাম কী ➜ গ্যানং পোটোমিটার।

 

64.  কোশ প্রাচীরের মূল উপাদান কী   সেলুলোজ 

 

65.  রাফাইড পাওয়া যায় কোথায়  কচু,ওল ইত্যাদি উদ্ভিদে।

 

66.  ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে     Walter Sutton @ Theodor Boveri. 

 

67.  উদ্ভিদের বন্ধল ত্যাগের মূল কারণ কী   রেচন ত্যাগ 

 

68.  . প্যাভলভ নোবেল পুরস্কার পান কত  সালে       1904 সালে। 

 

69.   মানব সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত  ➜   45 cm.

 

70.  রড ও কোণ কোশের অগ্রপ্রান্ত দেখতে কেমন      চিরুনির মতো।

 

71.  জিহ্বার অগ্রপ্রান্ত কী স্বাদ গ্রহণে সক্ষম  মিষ্টি। 

 

72.  ফ্লোরিজেন কী  ➜ উদ্ভিদ হর্মোন।

 

73.   কোন উদ্ভিদে অক্সিন সম্পর্কিত পরীক্ষা প্রথম করা হয় ?  ➜   যই। 

 

74.  প্রজেস্টেরন কী জাতীয় হর্মোন     স্টেরয়েড।

 

75.  অক্সিন দিয়ে উদ্ভিদের গৌণবৃদ্ধির কারণ কী  ক্যাম্বিয়াম গঠন।

 

76.  হৃৎপিণ্ড কোন প্রকার হর্মোন নিঃসৃত করে  ➜ অ্যাট্রিয়াল ন্যাট্রিই উরেটিক হর্মোন (ANH).

 

77.  ডাবের জলে কোন হর্মোন থাকে   ➜ কাইনিন।

 

78.  মানব ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে কোন হর্মোন   মেলানোসাইড সিমুলেটিং হর্মোন (MSH).

 

79.  কোন উপদশায় ক্রোমোজোমের  ক্রসিং ওভার ঘটে    প্রফেজ দশার প্যাকাইটিন 

 

80.  অ্যানাস্ট্রাল মাইটোসিস কোথায় ঘটে  ➜ উচ্চশ্রেণির উদ্ভিদে।

 

81.   অ্যামাইটোসিস নামকরণ করেন কোন বিজ্ঞানী  রেমাক।

 

82.   জৈব অ্যাসিড ও ক্ষারের লবণকে কী বলে  এস্টার।

 

83.  . ভিটামিন D ছাড়া কোন ভিটামিন মানবদেহে সংশ্লেষিত হয় ভিটামিন A

 

84.  র‍্যাফ্লেসিয়া ফুলে পাপড়ির সংখ্যা ক'টি     5.

 

85.   হাইড্রার শ্বাসঅঙ্গ কী  দেহতল।

 

86.  কিসের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়   N₂, Fe, Mg

 

87.   C4 উদ্ভিদের একটি উদাহরণ কী    ভুট্টা।

 

88.   C, উদ্ভিদের একটি নমুনা বলুন   আম।

 

89.  পত্ররন্ধ্রের দু'পাশের কোশগুলির নাম কী  রক্ষীকোশ বা, Guard cell.

 

90.   ক্লোরোফিল- কী রঙের  নীলাভ সবুজ।

 

91.  পাতায় পতিত সূর্যালোকের কত শতাংশ পাতা শোষণ করে  83%.

 

92.   ইনসুলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ➜ ফ্রেডেরিক ব্যানটিং ও চার্লস বেস্ট।

 

93.  জলের ওপর সাঁতার কাটতে সক্ষম জীবকে কী বলে    নেকটন।

 

94.  কঙ্কালের কোন অংশ সুদুরাকাতকে ➜  (Spinal Cord) 151

 

95. মানুষের মস্তিষ্ক থেকে ক'টি স্নায়ু  বেরোয় ?  ১২ জোড়া।

 

96.  শিংয়ের রাসায়নিক উপাদান কী ➜ কেরাটিন।

 

97.   'পেডোলজি (Pedology) কোন বিষয়ে পড়াশোনা হয় ➜ মাটি।

 

98.   রসের উৎস্রোত সংক্রান্ত [ অধিপ্রাণ  মতবাদ' কোন বিজ্ঞানীর প্রবর্তন  জগদীশচন্দ্র  বসু (1923).



99. গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মুত্রের pH মান কত  ৭.৩ 



100. মানুষের মস্তিষ্কের ওজন কত ?  ১.৩৬০ কেজি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies