সাধারণ বিজ্ঞান
সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব
1. অস্থি মানবদেহের কত শতাংশ ওজন দখল করে ➜ 45%.
2. কানের শব্দগ্রাহক কোনটি ➜ অর্গান অফ কর্টি ।
3. পেশিকোশের দৈর্ঘ্য কত ➜ 3-4 সেন্টিমিটার।
4. অমরা বা, প্লাসেন্টা থেকে উৎপন্ন একটি হর্মোনের নাম কী ➜ রিলাক্সিন।
5. মাজরা পোকার কোন দশা শস্যের ক্ষতি করে ? ➜ লার্ভা।
6. কোন উদ্ভিদের কান্ডে জলসঞ্চয়ী কোশ আছে ➜ ফণীমনসা।
7. মূলে ক্লোরোফিল থাকে কোন উদ্ভিদে ➜ গুলঞ্চ ।
8. কোন উদ্ভিদের মূলে মুকুল দেখা যায় ➜ শিশু, পটল।
9. অপ্রকৃত ফল কী কী ➜ আপেল, আনারস, কাঠাল।
10. বৃতি ও দলমণ্ডল আলাদা করা যায় না কোন
ফুলে ➜ রজনীগন্ধা।
11. শেয়ালের লালায় কী ভাইরাস থাকতে পারে ➜রেবিস ।
12. মানব মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি ➜ 33
13. সবচেয়ে বড় ভাইরাস কী ➜ ভ্যারিওলা।
14. কোন হর্মোন সুপ্ত বীজকে জাগ্রত করে ➜ জিব্বারেলিন।
15. ক্লোরোফিলের মুখ্য মৌল কোনটি ➜ Mg বা, ম্যাগনেশিয়াম।
16. ভারতে 'The Environment Protection Act কত সালে প্রণয়ন করা হয় ➜ ১৯৮৬ সালে
17. আধুনিক মানুষের উৎপত্তি হয় কোন যুগে ➜ সিনোজোয়িক যুগে।
18. 'Hot dilute Soup' তত্ত্বের প্রবর্তক কে ➜ জন বার্ডন স্যান্ডারসন হ্যান্ডেন।
19. একটি Sibling প্রজাতির উদাহরণ কী ➜ Drosophila মাছি।
20. মস ও ফার্ণের একটি করে উদাহরণ কী ➜ Pogonatum 3 Dryopteris
21. Drosophila মাছির কোশে ক্রোমোজোম সংখ্যা কত ➜ ৪টি।
22. একটি জিন অপর কোনো জিনের প্রকাশকে বাধা দিলে তাকে কী বলে ➜ এপিস্ট্যাসিস।
23. সাধারণত বর্ণান্ধ ব্যক্তিরা কোন রঙ চিনতে পারেন না। ➜ লাল ও সবুজ।
24. কোন ধরনের কোশ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে ➜ মিয়োসিস।
25. কোন নাইট্রোজেন যুক্ত ক্ষার DNA- র পরিবর্তে শুধু RNA-র মধ্যে পাওয়া যায়। ➜ Uracil.
26. ইউরিহ্যালাইন ও স্টেনোহ্যালাইন মাছের
একটি করে উদাহরণ দিন ➜ ইলিশ ও কাতলা।
27. কোশের 'প্রোটিন ফ্যাক্টরি' কাকে বলে ➜ রাইবোজোম।
28. জিনগত তারতম্য ঘটিয়ে যে নতুন জীব সৃষ্টি করা হয়, তাদের কী বলে ➜ ট্রান্সজেনিক জীব।
29. শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয় কত তাপমাত্রায় ➜ -196 C.
30. কায়িক পরিশ্রমকারীদের কী জাতীয় খাদ্য
বেশি গ্রহণ করা উচিত ➜ প্রোটিন।
31. গিনিপিগ কোন বর্গের প্রাণী ➜ Rodensia.
32. চোখের লেন্সে কোন প্রোটিন থাকে ➜ ক্রিস্টালিন।
33. গাপ্পি, গাম্বুসিয়া মাছ ভারতে আমদানির কারণ কী ➜ মশার লার্ভা দমন।
34. ক্রেবস চক্রের বিক্রিয়া কোথায় ঘটে ➜ মাইটোকনড্রিয়ার স্ট্রোমায় ।
35. কায়াজমা গঠন দেখতে কেমন ➜ 'X'- অক্ষরের মতো।
36. মূত্র ত্যাগের আগে মূত্রাশয়ে কত ml মুত্র সঞ্চিত হয় ➜ 400 ml.
37. জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কী বলে ➜ Lethal gene.
38. Copper-T কী ➜ স্ত্রী দেহের গর্ভনিরোধক।
39. বাস্তুতন্ত্রের 10% নিয়ম কোন বিজ্ঞানী প্রবর্তন করেন। ➜ Lindemann.
40. কত তাপমাত্রায় মানবদেহের উৎসেচকগুলি সর্বাধিক ক্রিয়াশীল ➜ 37°C.
41. মানবদেহের ছোট কোশ কী➜ Lymphocyte.
42. BMR নির্ণায়ক যন্ত্রের নাম কী ➜ বেনেডিক্ট রথ যন্ত্র।
43. কোন উদ্ভিদের চোষক মূল রয়েছে। ➜ স্বর্ণলতা (Cuscuta sp.)
44. ক্লোরোফিলযুক্ত মূল পাওয়া যায় কেমন
গাছের➜ পানিফল (Trapa bispinosa).
45. সালোকসংশ্লেষের অন্ধকার দশা কে আবিষ্কার করেন। ➜ বিজ্ঞানী ব্ল্যাকম্যান ।
46. জীবদেহের খণ্ড অংশ থেকে পূর্ণাঙ্গ দেহ সৃষ্টির পদ্ধতিকে কী বলে ➜ পুনরুৎপাদন।
47. চোয়ালবিহীন একটি প্রাণীর নাম কী ➜ হ্যাগফিস।
48. বহুসংখ্যক বীজপত্র রয়েছে কোন উদ্ভিদের বীজে➜ Pinus
49. উদ্ভিদের বর্ষবলয় গঠিত হয় কী থেকে ➜ গৌন জাইলেম।
50. মাটিতে N2 -র পরিমাণ বাড়ায় কোন ছত্রক ➜ Nostoc.
51. উদ্ভিদ কোশের প্লাস্টিড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ➜ বিজ্ঞানী স্কিমপার ।
52. হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন কত সালে ➜ 1966 সালে
53. কোন প্রকার RNA কোডন ধারণ করে ➜ mRNA 31, mesenger-RNA.
54. গর্ভবতী মাকে প্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয় ➜ টিটেনাস টক্সয়েড।
55. Jenner গুটিবসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন কত সালে ➜ 1796 সালে।
56. . কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত
হয়➜ ক্লোরেমা।
57. পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর কী ধরনের অঙ্গ ➜ সমবৃত্তি অঙ্গ।
58. প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে. ➜ জেনোফেন ।
59. কোন শ্রেণির প্রাণীর দেহে সরলতম হৃৎপিণ্ড রয়েছে ➜ মৎস্য।
60. রেসারপিন কোন গাছের উপক্ষার ➜ সর্পগন্ধা
61. কোন গাছের তরুক্ষীর থেকে প্যারা রাবার তৈরি হয় ➜ প্যারা রাবার।
62. জলজ উদ্ভিদের কাণ্ড আসলে কী ➜ এক অতি উন্নতমানের 'এরেনকাইমা' (Aerenchyma) |
63. বাষ্পমোচন হার মাপক যন্ত্রের নাম কী ➜ গ্যানং পোটোমিটার।
64. কোশ প্রাচীরের মূল উপাদান কী ➜ সেলুলোজ
65. রাফাইড পাওয়া যায় কোথায় ➜ কচু,ওল ইত্যাদি উদ্ভিদে।
66. ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে ➜ Walter Sutton @ Theodor Boveri.
67. উদ্ভিদের বন্ধল ত্যাগের মূল কারণ কী ➜ রেচন ত্যাগ।
68. . প্যাভলভ নোবেল পুরস্কার পান কত সালে ➜ 1904 সালে।
69. মানব সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য কত ➜ 45 cm.
70. রড ও কোণ কোশের অগ্রপ্রান্ত দেখতে কেমন ➜ চিরুনির মতো।
71. জিহ্বার অগ্রপ্রান্ত কী স্বাদ গ্রহণে
সক্ষম ➜ মিষ্টি।
72. ফ্লোরিজেন কী ➜ উদ্ভিদ হর্মোন।
73. কোন উদ্ভিদে অক্সিন সম্পর্কিত পরীক্ষা প্রথম করা হয় ? ➜ যই।
74. প্রজেস্টেরন কী জাতীয় হর্মোন ➜ স্টেরয়েড।
75. অক্সিন দিয়ে উদ্ভিদের গৌণবৃদ্ধির কারণ
কী ➜ক্যাম্বিয়াম গঠন।
76. হৃৎপিণ্ড কোন প্রকার হর্মোন নিঃসৃত করে ➜ অ্যাট্রিয়াল ন্যাট্রিই উরেটিক হর্মোন (ANH).
77. ডাবের জলে কোন হর্মোন থাকে ➜ কাইনিন।
78. মানব ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে কোন
হর্মোন ➜ মেলানোসাইড সিমুলেটিং হর্মোন (MSH).
79. কোন উপদশায় ক্রোমোজোমের ক্রসিং ওভার ঘটে ➜ প্রফেজ দশার প্যাকাইটিন
80. অ্যানাস্ট্রাল মাইটোসিস কোথায় ঘটে ➜ উচ্চশ্রেণির উদ্ভিদে।
81. অ্যামাইটোসিস নামকরণ করেন কোন বিজ্ঞানী ➜ রেমাক।
82. জৈব অ্যাসিড ও ক্ষারের লবণকে কী বলে ➜ এস্টার।
83. . ভিটামিন D ছাড়া কোন ভিটামিন মানবদেহে সংশ্লেষিত হয় ➜ভিটামিন A
84. র্যাফ্লেসিয়া ফুলে পাপড়ির সংখ্যা ক'টি ➜ 5.
85. হাইড্রার শ্বাসঅঙ্গ কী ➜ দেহতল।
86. কিসের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় ➜
87. C4 উদ্ভিদের একটি উদাহরণ কী ➜ ভুট্টা।
88. C, উদ্ভিদের একটি নমুনা বলুন ➜ আম।
89. পত্ররন্ধ্রের দু'পাশের কোশগুলির নাম কী ➜ রক্ষীকোশ বা, Guard cell.
90. ক্লোরোফিল- কী রঙের ➜ নীলাভ সবুজ।
91. পাতায় পতিত সূর্যালোকের কত শতাংশ পাতা
শোষণ করে ➜ 83%.
92. ইনসুলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ➜ ফ্রেডেরিক ব্যানটিং ও চার্লস বেস্ট।
93. জলের ওপর সাঁতার কাটতে সক্ষম জীবকে কী
বলে ➜ নেকটন।
94. কঙ্কালের কোন অংশ সুদুরাকাতকে ➜ (Spinal Cord) 151
95. মানুষের মস্তিষ্ক থেকে ক'টি স্নায়ু বেরোয় ? ১২ জোড়া।
96. শিংয়ের রাসায়নিক উপাদান কী ➜ কেরাটিন।
97. 'পেডোলজি (Pedology) কোন বিষয়ে
পড়াশোনা হয় ➜ মাটি।
98. রসের উৎস্রোত সংক্রান্ত [ অধিপ্রাণ মতবাদ' কোন বিজ্ঞানীর প্রবর্তন ➜ জগদীশচন্দ্র বসু (1923).
99. গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মুত্রের pH মান কত ? ➜ ৭.৩
100. মানুষের মস্তিষ্কের ওজন কত ? ➜ ১.৩৬০ কেজি।
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।