Type Here to Get Search Results !

MCQ BASED ON INDIAN CULTURE | ভারতীয় সংস্কৃতি ও কলা

 MCQ BASED ON INDIAN CULTURE  

 ভারতীয় সংস্কৃতি ও কলা 


Indian art & Culture



Study Take ✍ 
নমস্কার বন্ধুরা 

স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত । সামনেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা  এছারাও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল , রেলওয়ে NTPC, PANCHYET এ  বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষার গুলো কিছদিন এর মধ্যেই হবার সম্ভাবনা। কাজেই তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে তোমাদের   জন্য নিয়ে এলাম একটি বিশেষ পর্ব ।আজকের এই পর্বে " MCQ BASED ON INDIAN CULTURE  ভারতীয় সংস্কৃতি ও কলা " নিয়ে আলোচনা করা হয়েছে।  একদম বাছাই করা প্রচুর  MCQ নিয়ে আলচনা করা হয়েছে । এই প্রশ্ন গুলো প্রায় প্রতিটি পরীক্ষাতেই বার বার ঘুরে ফিরে আসতে দেখা যায় । প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ ,প্রতিটি প্রশ্ন ধরে ধরে বার বার প্র্যাকটিস কর আশাকরি তোমাদের কাজে লাগবে। আজকের এই পর্বটি প্রায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী । এই  পর্বটি  ভাল লাগলে বন্ধুদের  সাথে শেয়ার করে তাদেরকেউ দেখার সুযোগ করে দাও।  সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক নিচে দেওয়া আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে  PDF টি ডাউনলোড করে নাও । 

 

1. কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন?

(a) হুমায়ুন

(b) আকবর þ                                                   

(c) শাহ জাহান

(d) ঔরঙ্গজেব

2. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?

(a) হরিষেণ  þ

(b) বিশাখদত্ত

(c) কালিদাস

(d) শূদ্রক

3. 'পোঙ্গল' প্রধান উৎসব যে রাজ্যের-

(a) তামিলনাড়ু  þ

(b) কর্ণাটক

(c) কেরালা

(d) অন্ধ্রপ্রদেশ 

4. অমুক্তমাল্যড-র রচয়িতা কে?

(a) রাজরাজ চোল

(b) হর্ষবর্ধন

(c) দেব রায়

(d) কৃষ্ণদেব রায়  þ

5. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন

(a) রুদ্রদমন

(b) হরিসেন þ

(c) সমুদ্রগুপ্ত

(d) বাণভট্ট

6. রামচরিতমানস-এর রচয়িতা হলেন

(a) হরিসেন

(b) হর্ষবর্ধন

(c) তুলসীদাস þ

(d) জয়দেব

7. খুতবার অর্থ হল

(a) শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ þ

(b) রাজকীয় আদেশনামা

(c) ধর্মীয় আদেশনামা

(d) একটি কর

8. নিম্নলিখিত কোন উপজাতি ভাষাটিকে পশ্চিমবাংলায় সরকারি ভাষা হিসাবে অনুমোদিত হয়েছে যেটিকে ইউনেস্কো দ্বারা বিপন্ন প্রায় ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে?

(a) সাঁওতালি

(b) কুরখ þ

(c) কুরমালি

(d) সাদ্রি

9. "দ্য স্পিরিট অফ ইসলাম" এর লেখক কে?

(a) আব্দুল ওয়াহব

(b) থিওডর বেক

(c) সৈয়দ আমির আলি þ

(d) মহসিন-উল-মুলুক

10. কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়

(a) লালুজি লাল

(b) পদ্মাকার ভট্ট

(c) প্রেম চাঁদ

(d) হরিশ্চন্দ্র þ

11. কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়?

(a) নতুন দিল্লি

(b) তিরুবন্তপুরম

(c) জয়পুর

(d) মুম্বাই þ

12. ভারত কোন দেশে পুনরায় কুনডেং মনেস্ট্রি তৈরি করেন?

(a) থাইল্যান্ড

(b) শ্রীলঙ্কা

(c) নেপাল þ

(d) ভুটান

13. বিবেক স্মারক নামে স্বামী কেন্দ্রটি কোথায় অবস্থিত? বিবেকানন্দের শিক্ষা এবং সংস্কৃতির

(a) তেলেঙ্গানা

(b) পশ্চিমবঙ্গ

(c) কর্ণাটক þ

(d) বিহার

 14. কোন সালে হাওড়া ব্রীজ খোলা হয়?

(a) 1941

(b) 1942

(c) 1943 þ

(d) 1944

15. সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়?

(a) 1951

(b) 1955 þ

(c) 1958

(d) 1960

16. আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে ছিলেন?

(a) পূর্ণা কাস্যপ্পা

(c) মাকালি গোসালা  þ

(b) পাকুদ্দা কাশ্যয়ান

(d) অজিতা কেশাকামবালিন

17. স্থাপত্যের পল্লব এবং চোল সংস্কৃতি সাধারণত যে নামে পরিচিত।

(a) পল্লব

(b) চোল

(c) নাগরা

(d) দ্রাবিড় þ

18. "জাট উপজাতির প্লেটো' নামে কে পরিচিত?

(a) রাজারাম

(b) চূড়ামন þ

(c) বদন সিং

(d) সুরাজমাল

19. বারাণসী যে ধরনের শহরের উদাহরণ-

(a) প্রতিরক্ষা

(b) প্রশাসনিক

(c) মৌমাছি সংরক্ষণ

(d) ইক্লেসেসিয়াল  þ

20. কোন রাজ্যের বেশির ভাগ মানুষ কিন্নাওরি ভাষায় কথা বলে?

(a) জম্মু ও কাশ্মীর

(b) হিমাচল প্রদেশ þ

(c) উত্তরপ্রদেশ

(d) উত্তরাখন্ড

21. ভারতের কোন লঘু সম্প্রদায়ের মানুষরা জরাথুষ্টের অনুগামী

(a) জৈন

(b) পারসি þ

(c) বৌদ্ধ

(d) খ্রীষ্টান

22. লেপচা, আসামি ও ভুটিয়া কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?

(a) সাইনো-টিব্বেটান þ

(b) অস্ট্রিক

(c) দ্রাবিড়

(d) ইন্দো-আর্য

23. দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল কাজ কী?

(a) শিকার

(b) মেষপালন þ

(c) মাছ ধরা

(d) কৃষিকাজ

24. কোনটি উত্তর পূর্ব ভারতের উপজাতি

(a) ওঁরাও

(b) চেঞ্চু

(c) অঙ্গামি þ

(d) ইরুলা

25. ডোগরা প্রজাতি মূলত বসবাস করে-

(a) পীরপঞ্জাল অঞ্চলের দক্ষিণ দিক থেকে þ

(b) কাশ্মীর উপত্যকা

(c) কাশ্মীরের উত্তরের সমভূমি

(d) পুঞ্চ অঞ্চলে

26. কোন জায়গাটি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত?

(a) পিম্পরি, মহারাষ্ট্র

(b) প্রয়াগ উত্তরপ্রদেশ

(c) মাত্তুর, কর্ণাটক  þ

(d) কোরবা, ছত্রিশগড়

27. ঘুমর কোথাকার নৃত্য-

(a) কর্ণাটক

(b) গুজরাট

(c) রাজস্থান þ

(d) অন্ধ্রপ্রদেশ

28. আলয়ার কোন ধরনের ভুক্তিমূলক গান করতেন-

(a) শৈব

(b) বৈষ্ণব þ

(c) বৌদ্ধ

(d) জৈন 

29. সন্ধ্যা পত্রিকার প্রকাশক ছিলেন-

(a) বিপিনচন্দ্র পাল

(b) অরবিন্দ ঘোষ

(c) ব্রহ্ম বান্ধব উপাধ্যায় þ

(d) ভূপেন্দ্র দত্ত

30. "সরফরোশি কি তামান্না অব হামারে দিল ম্যাঁয় হে দেখনা হ্যায় জোর কিতন বাজুয়ে-কাতিল মে হ্যায়” এই গানের মাধ্যমে অমরত্ব লাভ করেছে ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, আসফা গুল্লা, গানটির রচনা করেন-

(a) মহম্মদ ইকবাল

(b) হসরত মোহানি þ

(c) জোশ মহিলাবাদি

(d) বিসমিল আজিমাবাদী

31. আন্ধের নাগরি রচনা করেছিলেন-

(a) প্রেম চাঁদ

(b) ভরতেন্দু হরিশ্চন্দ্র þ

(c) কৃষাণ চান্দের

(d) মুলক রাজ আনন্দ

32. সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক ছিলেন-

(a) মতিলাল ঘোষ

(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(c) কৃষ্ণ কুমার মিত্র þ

(d) যোগেন্দ্র চন্দ্র বোস

33. দয়ানন্দের গুরু গবাদি পশু রক্ষার ওপর পুস্তক 'গৌকারুনানিধি' কত সালে প্রকাশিত হয়?

(a) 1879

(b) 1881

(c) 1885

(d) 1880 þ

34. মহাকালী পাঠশালা তৈরি করেন-

(a) রামাবাঈ রানাডে

(b) মাতাজি তাপস্বীনী þ

(c) আনন্দীভাই ভগত

(d) আনন্দীবাই কার্ডে

35. অশোকের কান্দাহার লেখ যে ভাষায় লিখিত ছিল-

(a) আরবি

(b) গ্রীক

(c) ব্রাহ্মী

(d) ব্রাহ্মী এবং আরবি  þ

36. সঙ্গম সাহিত্যের কেন্দ্র এবং সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক ছিলেন-

(a) ভাঞ্জির চেরা

(b) উরায়ুরের চোলা

(c) মাদুরাই এর পান্ড্য

(d) উপরের সবগুলি  þ

37. একজন বৈদেশিক পর্যটক বিজয়নগরের মুদ্রার নামকরণ করেন প্যাগোডা, এর প্রকৃত নাম ছিল

(a) পান

(b) ভারহা þ

(c) হুন

(d) পানাম

38. সিয়ার-উল-মুতাখেরিন এর লেখক কে ছিলেন?

(a) গুলাম হোসেন

(b) আরিফ মহম্মদ

(c) নাসির হোসেন

(d) সাহাবুদ্দিন

39. টোটো কোথাকার আদিম উপজাতি-

(a) অরুণাচল প্রদেশ        

(b) ওডিশা

(c) পশ্চিমবঙ্গ  þ                  

(d) তামিলনাড়ু

40. ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম পাথরের যন্ত্রের আবিষ্কার কোথায় হয়?

(a) পাটওয়ার মালভূমি (পাকিস্তান) þ

(b) হামসি উপত্যকা (কর্ণাটক)

(c) দিদওয়ানা (রাজস্থান)

(d) ভীমবেটকা (মধ্যপ্রদেশ)

41. গর্ডন চাইল্ড কোন যুগকে বিপ্লবের যুগ হিসাবে বর্ণনা করেন?

(a) প্রাচীন প্রস্তর যুগ

(b) মধ্য প্রস্তর যুগ

(c) নব্য প্রস্তর যুগ  þ

(d) হরপ্পা

42. মাইক্রোলিথ যেটি নির্দেশ করে-

(a) প্রাচীন প্রস্তর যুগ

(b) মধ্য প্রস্তর যুগ þ

(c) নব্য প্রস্তর যুগ

(d) তাম্র প্রস্তর যুগ

43. রোমান ভাব ধারায় কোন প্রথম ভারতীয় রাজা সোনার মুদ্রা তৈরি করেন?

(a) শুঙ্গ

(b) কুষাণ  þ

(c) ইন্দো-গ্রীক

(d) বকাটক

44. গুপ্তযুগের নবনিত্যাকম বইটি যে বিষয়ের উপর আলোকপাত করে-

(a) ঔষধ  þ

(b) ধাতুবিদ্যা

(c) গণিত

(d) নক্ষত্র বিজ্ঞান

45. কার আমলে শিয়াহি-কালাম পদ্ধতি প্রচলিত হয়?

(a) আকবর

(b) ঔরঙ্গজেব

(c) জাহাঙ্গীর  þ

(d) শাহজাহান

46. গোন্ডদের প্রধান পেশা ছিল-

(a) খাদ্য সংগ্রহ

(b) বনাঞ্চল

(c) শিকার  þ

(d) কৃষিকাজ


47. কোন ইন্দো-অস্ট্রিক ভাষাটি সব থেকে বেশি ভারতে বলা হয়?

(a) খাসি

(b) সাঁওতালি þ

(c) মুন্ডা

(d) খারিয়া

48. ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ?

(a) তিব্বত

(b) ভুটান

(c)  নেপাল

(d)  মায়ানমার þ

49.  ভারতের কোন্ প্রতিবেশী রাষ্ট্রটি আয়তনে সবচেয়ে ছোটো?

(a) মায়ানমার

(b) ভুটান þ

(c) নেপাল

(d) পাকিস্তান।

50. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল-

(a) মহেন্দ্রগিরি

(b) নীলগিরি

(c) জিন্দাগাদা þ

(d) আনাইমুদি


এই পর্বের পিডিএফ টি পেতে ক্লিক করুন এখানে 👉 Click Here

  পোস্টটি ভাল লাগলে নিচের লিঙ্ক গুলো থেকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও 👇



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies