Type Here to Get Search Results !

ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ও রচনাকার


History Book

ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ও রচনাকার


বিভিন্ন  প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং স্কুল কলেজের ইতিহাস পরীক্ষায় ইতিহাস থেকে বিভিন্ন বিভিন্ন গ্রন্থের লেখকের নাম জানতে চেয়ে প্রশ্ন হয়।  এখানে প্রাচীন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ গুলির রচনাকার  সমন্ধিয় কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।



১)  রাজতরঙ্গিণী  কার রচিত ?
     উত্তর  ঃ  কলহন- এর রচিত ।


২) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
     উত্তর ঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি  হরিষেণ


৩) আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
    উত্তর ঃ  চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী


৪) নাসিক প্রশস্তি কার রচিত ?
উত্তর ঃ সাতবাহন শ্রেষ্ঠ গৌতমীপুত্র  সাতকর্নীর


৫) অর্থশাস্ত্র কে রচনা করেন ? 
উত্তর ঃকৌটিল্য বা চাণক্য নামক জনৈক পণ্ডিত


৬) হর্ষচরিত কার রচিত ? 
    উত্তর ঃবানভট্ট


৭) হর্ষচরিত গ্রন্থটি কার জীবনী অবলম্বনে রচিত ?
উত্তর ঃহর্ষবর্ধনের জীবনী  অবলম্বনে রচিত ।


৮) মুদ্রারাক্ষস কে রচনা করেন ?
উত্তর ঃবিশাখদত্ত । 


৯) গৌরবহো কার রচিত ?
উত্তর ঃবাকপতি  ।


১০) রাম চরিত কার রচিত ?
উত্তর ঃসন্ধ্যাকর নন্দী  ।


১১) বিক্রমাঙ্কদেব চরিত কার রচিত ?
উত্তর ঃবিলহন 


১২ ) অভিজ্ঞানশকুন্তলম কার রচিত ?
উত্তর ঃকালিদাস এর রচিত


১৩) রাজতরঙ্গিণী গ্রন্থে কোন স্থানের রাজাদের বিবরণ পাওয়া যায় ?
উত্তর ঃকাশ্মিরের রাজাদের বংশানুক্রমিক ঘটনার বিবরণ পাওয়া যায় । 


১৪) ইন্ডিকা কার লেখা ?
উত্তর ঃগ্রীক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস এর লেখা ।


১৫) তহকিক-ই-হিন্দ  বা কিতাবুল হিন্দ কে রচনা করেন? 
উত্তর ঃ অলবিরুণী


১৬) পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সী  কে রচনা করেন ?
উত্তর ঃঅজ্ঞাতনামা জনৈক গ্রীক নাবিক


১৭) ফ-কুয়ো-কিং কে রচনা করেন ?
উত্তর ঃচীনা পর্যটক ফা-হিয়েন


১৮) সি-য়ু-কি কে রচনা করেন ?
উত্তর ঃচীন দেশীয় পর্যটক হিউয়েন সাঙ ।  








Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies