সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization
![]() |
সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization |
সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization
01. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?
(a) কালিবঙ্গান
(b) লোথাল
(c) কোটডিজি
(d) রোপার
উত্তর : (b) লোথাল
02. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?
(a) হরপ্পা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) সুর্কোটাডা
উত্তর : (b) লোথাল
03. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
(a) লোথাল
(b) হরপ্পা
(c) মহেন-জো-দারো
(d) কালিবঙ্গান
উত্তর : (c) মহেন-জো-দারো
04. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন্ ধাতুটির ব্যবহার অজানা ছিল?
(a) তামা
(b) লোহা
(C) ব্রোঞ্জ
(d) সোনা
উত্তর : (b) লোহা
05. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
(a) আলেকজান্ডার ক্যানিংহাম
(b) গর্ডন চাইল্ড
(c) মার্টিমার হুইলার
(d) জন মার্শাল
উত্তর : (a) আলেকজান্ডার ক্যানিংহাম
06. নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান?
(a) কালিবঙ্গান
(b) মহেন-জো-দারো
(c) লোথাল
(d)সুরকোটাডা
উত্তর : (C) লোথাল
07. সিন্ধিতে মহেন-জো-দারো শব্দের অর্থ কী?
(a) শয়তানের আত্মা
(b)পশুপতির খাদ্য
(c) শিবের ভূমি
(d) মৃতের স্তূপ
উত্তর : (d) মৃতের স্তূপ
08. প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থে সূচনা হয় কোন যুগে।
(a) পরবর্তী বৈদিক
(b) সিন্ধু
(c) কুষাণ
(d)মৌর্য
উত্তর : (b) সিন্ধু
09. সাম্প্রতিকতম প্রত্নতাত্বিক খননকার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মান্ডা হল সিন্ধু সভ্যতার কেন্দ্র।
(a) উত্তরতম
(b) দক্ষিণতম
(c) পূর্বতম
(d)পশ্চিমতম
উত্তর : (a) উত্তরতম
10. মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত?
(a) মেলুহা
(b) দিলমুন
(c) মগন
(d) উরুক
উত্তর : (a) মেলুহা
11. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?
(a)সুরকোটারা
(b) লোথাল
(c)কালিবঙ্গান
(d) ঢোলভিরা
উত্তর : (b) লোথাল
12. সিন্ধু সভ্যতার কোন্ নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে ?
(a)মহেঞ্জোদাড়ো
(b) হরপ্পা
(c) কালিবঙ্গান
(d) ধোলাভিরা
উত্তর : (d) ধোলাভিরা
13. সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাত ?
(a) চিন
(b) মেসোপটেমিয়া
(b) পার্শি
(d) রোম
উত্তর : (b) মেসোপটেমিয়া
14. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
(a) 1901
(b) 1921
(c) 1935
(d) 1942
উত্তর : (b) 1921
15. সিন্ধু সভ্যতার মানুষ কী দিয়ে বাড়ি নির্মাণ করত?
(a) পোড়া ইট
(b) পাথর
(c) কাঠ.
(d) উপরের সবগুলি
উত্তর : (a) পোড়া ইট
16.সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভূক্ত ছিল?
(a) তাম্রপ্রস্তর যুগ
(b) লৌহ যুগ
(c) সুবর্ণ যুগ
(d) কোন
উত্তর : (a) তাম্রপ্রস্তর যুগ
17. সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে প্রাপ্ত নিম্নের কোন্ অবশিষ্টাংশটি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নতির নিদর্শন দেয়?
(a) মৃৎশিল্প
(b) সীল
(c) নৌকা
(d) বাড়ি
উত্তর : (b) সীল
22. সিন্ধু সভ্যতার সামাজিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে নিম্নলিখিত কোন্টি সাহায্য করে?
(a) সমাধিস্থান
(b) টেরাকোটার প্রতিকৃতি ও সিল
(c) আসবাব ও মৃৎশিল্প
(d) গৃহ ও অন্যান্য গৃহের ধ্বংসাবশেষ
উত্তর : (b) টেরাকোটার প্রতিকৃতি ও সিল
23. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?
(a) মহেন-জো-দারো
(b) কালিবঙ্গান
(c)সুকতাজেনদোর
(d) লোথাল
উত্তর : (c) সুকতাজেনদোর
24. হরপ্পা নগরের পোতাশ্রয় হল—
(a) আলমগিরপুর
(b) লোথাল
(c) হরপ্পা
(d) মহেন-জো-দারো
উত্তর : (b) লোথাল
25. হরপ্পায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হল-
(a) রাস্তার ধারে ড্রেন
(b)পয়ঃপ্রণালী
(c) স্নানাগার
(d) নোংরা ফেলার জায়গা
উত্তর : (b)পয়ঃপ্রণালী
আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇
আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের ইনস্টাগ্রাম পেজটি লাইক করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের ইউটিউব ( YouTube ) চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক কর এখানে - Click Here
পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার কর নিচের শেয়ার বাটনের মাধ্যমে 👇👇👇
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।