Type Here to Get Search Results !

সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization

সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization

সিন্ধু সভ্যতা
সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization



সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization

Study Take ✍ 
নমস্কার বন্ধুরা 

স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত ।  আর কিছুদিনের মধেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা গুলো অনুষ্ঠিত হবে, যেমন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, রেলওয়ে NTPC, WBP CONSTABLE, SSC GD , WBPSC  ইত্যাদি । তোমাদের প্রস্তুতির কথা ভেবেই তোমাদের জন্য বাছাই করা কিছু  MCQ  নিয়ে আজকের এই   বিশেষ পর্ব ।আজকের এই পর্বে প্রাচীন ভারতের ইতিহাস এর  "সিন্ধু সভ্যতা | Indus Valley Civilization" থেকে  মাল্টিপল চয়েস ( MCQ ) ২৫ টি প্রশ্নোত্তর    নিয়ে আলোচনা করা হয়েছে। প্রায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী ।  তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আজকের জিকে  MCQ  পর্বটি  ভাল লাগলে বন্ধুদের  সাথে শেয়ার করে তাদেরকেউ দেখার সুযোগ করে দাও। 


01. হরপ্পার কোন্ অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?

(a) কালিবঙ্গান        

(b) লোথাল

(c) কোটডিজি        

(d) রোপার

উত্তর :  (b) লোথাল


02. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

(a) হরপ্পা             

(b) লোথাল

(c) ধোলাভিরা        

(d) সুর্কোটাডা

উত্তর : (b) লোথাল


03. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?

(a) লোথাল              

(b)    হরপ্পা

(c) মহেন-জো-দারো     

(d)    কালিবঙ্গান

উত্তর :  (c) মহেন-জো-দারো    


04. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন্ ধাতুটির ব্যবহার অজানা ছিল?

(a) তামা                    

(b)   লোহা

(C) ব্রোঞ্জ                    

(d)  সোনা

উত্তর :   (b)   লোহা


05. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?

(a)         আলেকজান্ডার ক্যানিংহাম                    

(b)         গর্ডন চাইল্ড

(c)         মার্টিমার হুইলার                

(d)         জন মার্শাল

উত্তর :  (a) আলেকজান্ডার ক্যানিংহাম                   


06. নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান?

(a) কালিবঙ্গান       

(b) মহেন-জো-দারো

(c) লোথাল          

(d)সুরকোটাডা

উত্তর :   (C) লোথাল


07. সিন্ধিতে মহেন-জো-দারো শব্দের অর্থ কী?

(a) শয়তানের আত্মা    

(b)পশুপতির খাদ্য

(c)  শিবের ভূমি        

(d) মৃতের স্তূপ

উত্তর :    (d) মৃতের স্তূপ


08. প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থে সূচনা হয় কোন   যুগে।

(a)  পরবর্তী বৈদিক      

(b)  সিন্ধু

(c)  কুষাণ                 

(d)মৌর্য

উত্তর   (b)  সিন্ধু


09. সাম্প্রতিকতম প্রত্নতাত্বিক খননকার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মান্ডা হল সিন্ধু সভ্যতার কেন্দ্র। 

(a) উত্তরতম     

(b) দক্ষিণতম

(c) পূর্বতম       

(d)পশ্চিমতম

উত্তর  (a)  উত্তরতম     


10. মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত? 

(a) মেলুহা    

(b) দিলমুন 

(c) মগন     

(d) উরুক

উত্তর :    (a) মেলুহা     


11. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?

(a)সুরকোটারা   

(b) লোথাল

(c)কালিবঙ্গান    

(d) ঢোলভিরা

উত্তর :   (b) লোথাল


12. সিন্ধু সভ্যতার কোন্ নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া  গেছে ?

(a)মহেঞ্জোদাড়ো   

(b) হরপ্পা 

(c) কালিবঙ্গান     

(d) ধোলাভিরা 

উত্তর :   (d) ধোলাভিরা


13. সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাত ?

(a) চিন    

(b) মেসোপটেমিয়া 

(b) পার্শি    

 (d)  রোম 

উত্তর : (b) মেসোপটেমিয়া 


14. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?

(a) 1901   

(b) 1921

(c) 1935 

 (d) 1942

উত্তর :  (b) 1921


15. সিন্ধু সভ্যতার মানুষ কী দিয়ে বাড়ি নির্মাণ করত?

(a) পোড়া ইট     

(b) পাথর

(c) কাঠ.       

(d) উপরের সবগুলি

উত্তর : (a) পোড়া ইট 


 16.সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভূক্ত ছিল?

(a) তাম্রপ্রস্তর যুগ   

 (b) লৌহ যুগ  

(c) সুবর্ণ যুগ           

(d) কোন

উত্তর : (a) তাম্রপ্রস্তর যুগ


17. সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে প্রাপ্ত নিম্নের কোন্ অবশিষ্টাংশটি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নতির নিদর্শন দেয়?

(a) মৃৎশিল্প  

(b) সীল

(c) নৌকা  

(d) বাড়ি

উত্তর :  (b) সীল


22. সিন্ধু সভ্যতার সামাজিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে নিম্নলিখিত কোন্টি সাহায্য করে?

(a)  সমাধিস্থান

(b) টেরাকোটার প্রতিকৃতি ও সিল

(c) আসবাব ও মৃৎশিল্প

(d)  গৃহ ও অন্যান্য গৃহের ধ্বংসাবশেষ

উত্তর : (b) টেরাকোটার প্রতিকৃতি ও সিল


23. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

(a) মহেন-জো-দারো

(b) কালিবঙ্গান

(c)সুকতাজেনদোর

(d) লোথাল

উত্তর : (c) সুকতাজেনদোর


24. হরপ্পা নগরের পোতাশ্রয় হল—

(a) আলমগিরপুর

(b) লোথাল

(c) হরপ্পা

(d) মহেন-জো-দারো

উত্তর : (b) লোথাল


25. হরপ্পায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হল-

(a) রাস্তার ধারে ড্রেন

(b)পয়ঃপ্রণালী

(c) স্নানাগার

(d) নোংরা ফেলার জায়গা

উত্তর : (b)পয়ঃপ্রণালী


  আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇

      আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ক্লিক কর এখানে -  Click Here 

আমাদের ফেসবুক  গ্রুপে জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here

আমাদের ইনস্টাগ্রাম  পেজটি লাইক করতে ক্লিক কর এখানে -  Click Here 

আমাদের টেলিগ্রাম চ্যানেলে  জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here

আমাদের ইউটিউব (  YouTube ) চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক কর এখানে - Click Here 


 পোস্টটি  বন্ধুদের সঙ্গে শেয়ার কর নিচের শেয়ার বাটনের  মাধ্যমে  👇👇👇

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies