Type Here to Get Search Results !

জেনারেল নলেজ মাল্টিপল চয়েস ২৫ টি প্রশ্নোত্তর । GENERAL KNOWLEDGE 25 MCQ

  জেনারেল নলেজ মাল্টিপল চয়েস ২৫ টি প্রশ্নোত্তর  


জিকে MCQ 


Study Take ✍ 
নমস্কার বন্ধুরা 

স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত । আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি বিশেষ পর্ব ।আজকের এই পর্বে "জেনারেল নলেজ মাল্টিপল চয়েস ২৫ টি প্রশ্নোত্তর " GENERAL KNOWLEDGE  25 MCQ "  নিয়ে আলোচনা করা হয়েছে। প্রায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী । প্রথম নিজে থেকে চেষ্টা করবে উত্তর করার এবং পরে তোমরা   Check Answer   বটনে ক্লিক করে  সঠিক উত্তর জানতে পারবে ।  তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আজকের জিকে  MCQ  পর্বটি  ভাল লাগলে বন্ধুদের  সাথে শেয়ার করে তাদেরকেউ দেখার সুযোগ করে দাও। 


GENERAL KNOWLEDGE  25 MCQ

 

1. শিখদের  চতুর্থ গুরু কে?





ANSWER= (C) রাম দাস
Explain:- শিখদের চতুর্থ গুরু হল রাম দাস তিনি অমৃতসরে বিখ্যাত স্বর্ণমন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন

 

2. 'বেঙ্গলী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?





ANSWER= (D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Explain:- 'বেঙ্গলী' পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

 

3. হরিষেণ কার সভাকবি ছিলেন?





ANSWER= (B) সমুদ্রগুপ্ত
Explain:- হরিষেণ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন ।

 

4. কার আক্রমণের ফলে দিল্লীর সুলতানী রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে ?





ANSWER= (D) তৈমুর লঙ্

 

5. তুঙ্গভদ্রা যার উপনদী তা হল-





ANSWER= (A) কৃষ্ণা নদী
Explain:- তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী

 

6. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়-





ANSWER= (A) ধ্রিয়ান
Explain:- রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান

 

7. কোন্ শহরকে ‘ভারতের রোম' বলা হয়?





ANSWER= (C) দিল্লী
Explain:- দিল্লী শহরকে ‘ভারতের রোম' বলা হয় ।

 

8. 'মৎস্যজীবীর দেশ' বলা হয় কোন্ দেশকে ?





ANSWER= (C) নরওয়ে
Explain:- 'মৎস্যজীবীর দেশ' বলা হয় নরওয়ে- কে

 

9. নেপানগর কি উৎপাদনের জন্য বিখ্যাত ?





ANSWER= (B) নিউজপ্রিন্ট
Explain:- নেপানগর নিউজপ্রিন্ট এর জন্য বিখ্যাত। * নেপানগর খবরের কাগজ ছাপার শিল্পের জন্য বিখ্যাত। * নেপানগর হল মধ্যপ্রদেশ রাজ্যের বুরহানপুর জেলার একটি শিল্প জনপদ। * নেপা মিলস লিমিটেড যা পূর্বে দ্য ন্যাশনাল নিউজ প্রিন্ট লিমিটেড নামে পরিচিত ছিল। * এটি মূলত 1947 সালে একটি বেসরকারী উদ্যোক্তা দ্বারা চালু হয়েছিল * 1949 সালে মধ্যপ্রদেশ সরকারের অধিনে আসে * 1959 সালে একটি কেন্দ্রীয় সরকারের কোম্পানিতে পরিণত হয়েছিল। * এটি হল দেশের প্রথম আদিবাসী নিউজপ্রিন্ট উৎপাদন ইউনিট ।

 

10. মুকুটমণিপুর বাঁধ কোন্ নদীর উপর নির্মিত?





ANSWER= (D) হলদী
Explain:- মুকুটমণিপুর বাঁধ হলদী নদীর উপর নির্মিত ।

 

আমাদের আয়োজিত মক টেস্ট গুলতে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here


11. ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হল ?





ANSWER= (D) 26 জানুয়ারি, 1950
Explain:- ভারতের সংবিধান চালু হয় 26 জানুয়ারি, 1950

 

12. সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?





ANSWER= (B) স্পিকার
Explain:- উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন- স্পিকার

 

13. সুপ্রিম কোর্টের বিচারকরা নিযুক্ত হন-





ANSWER= (B) রাষ্ট্রপতি দ্বারা
Explain:- সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করেন রাষ্ট্রপতি ।

 

14. "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'--এই নাটকটির নাট্যকার কে?





ANSWER= (C) মাইকেল মধুসূদন দত্ত
Explain:- "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'--এই নাটকটির নাট্যকার হলেন মাইকেল মধুসূদন দত্ত ।

 

15. ‘ঘনাদা' চরিত্রটি কার সৃষ্টি?





ANSWER= (B) প্রেমেন্দ্র মিত্র
Explain:- *১৯৪৫ সালে প্রেমেন্দ্র মিত্র এই চরিত্রটি সৃষ্টি করেন। * ঘনাদার প্রকৃত নাম ঘনশ্যাম দাস।

 

16. সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?





ANSWER= (B) মহীশূর
Explain:- সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ১৯৫০ সালের ২১ অক্টোবর কর্ণাটক রাজ্যের মহীশূরে প্রতিষ্ঠা হয়েছিল ।

 

17. ‘বিশ্ব এডস্ দিবস' কবে পালিত হয়?





ANSWER= (D) ডিসেম্বর 1
Explain: বিশ্ব AIDS দিবস:👉🏼 1লা ডিসেম্বর 1988 সাল থেকে বিশ্ব AIDS দিবস হিসাবে মনোনীত হয়।👉🏼AIDS এবং HIV সংক্রমণের বিস্তারের কারণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের শোক জানাতে দিবসটি পালিত হয়।

 

18. স্পেনের পার্লামেন্ট কি নামে পরিচিত ?





ANSWER= (B) কোর্টেস
Explain:- স্পেনের পার্লামেন্ট হল কোর্টেস ।

 

19. দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন-





ANSWER= (B) ত্রিপুরীতে
Explain:- 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে, সুভাষ চন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ।

 

20. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?





ANSWER= (A) চক্রবর্তী রাজা গোপালাচারী
Explain:- চক্রবর্তী রাজা গোপালাচারী

 

21. মেঘাচ্ছন্ন রাত্রিতে বেশি গরম অনুভূত হয়, কারণ ?





ANSWER= (A) মেঘ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে তাপ বিকিরণে বাধা দেয়
Explain:- মেঘ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে তাপ বিকিরণে বাধা দেয় তাই মেঘাছন্ন রাতে গরম বেশি অনুভূত হয় ।

 

22. আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয়?





ANSWER= (D) ব্ল্যাকফুট রোগ
Explain:- আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয় । পারদের বিষক্রিয়ার কারনে মিনামাটা রোগ হয় ।

 

23. ধাতুর ক্ষয় হয় -





ANSWER= (A) অ্যানোডে

 

24. তাপ একটি কী রাশি ?





ANSWER= (B) স্কেলার রাশি

 

25. আলু হল রূপান্তরিত -





ANSWER= (C)কাণ্ড

  

  আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇

      আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ক্লিক কর এখানে -  Click Here 

আমাদের ফেসবুক  গ্রুপে জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here

আমাদের ইনস্টাগ্রাম  পেজটি লাইক করতে ক্লিক কর এখানে -  Click Here 

আমাদের টেলিগ্রাম চ্যানেলে  জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here

আমাদের ইউটিউব (  YouTube ) চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক কর এখানে - Click Here 


 পোস্টটি  বন্ধুদের সঙ্গে শেয়ার কর নিচের শেয়ার বাটনের  মাধ্যমে  👇👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies