ভূগোলের বাছাই করা ১৫০ টি প্রশ্নোত্তর
Study Take ✍
1. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তরঃ- লাদাখ।
2. লাদাখের গড় উচ্চতা কত ?
উত্তরঃ- ৫৩০০ মিটার।
3. কোন শৈলশৃঙ্গ লাদাখকে দু'টি সুস্পষ্ট বিভাগে ভাগ করেছে ?
উত্তরঃ- চাঙ্গ চেনমো শৈলশ্রেণি।
4. জম্মু থেকে শ্রীনগর যাওয়ার গিরিপথ কোনটি
উত্তরঃ- বানিহাল গিরিপথ।
5. দেরাদুন ছাড়া আর কয়েকটি দুন উপত্যকার নাম কী ?
উত্তরঃ- কোটরি, চৌখাম্বা, পাট্টি, কোটা, ইত্যাদি।
6. 'তাল' কী ?
উত্তরঃ- হিমালয়ে অবস্থিত হিমবাহ জলপুষ্ট হ্রদকে বলা হয়
7. কয়েকটি তালের উদাহরণ দিন ।
উত্তরঃ- নৈনিতাল, ভীমতাল, নওকু চিয়াতাল,সাততাল, পুনাতাল
8. গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত ?
উত্তরঃ-৬,৬১৪ মিটার।
9. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
উত্তরঃ-মাউন্ট আবু।
10. বানম কার উপনদী ?
উত্তরঃ-চম্বল নদীর।
11. মধ্য প্রদেশের রাজধানী ভূপাল কোন দু'টি নদীর মধ্যে অবস্থিত ?
উত্তরঃ-বেতোয়া ওপাধতী নদী।
12. দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত
উত্তরঃ-নীলগিরি।
13. পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলির নাম কী?
উত্তরঃ-কালসুবাই হরিশ্চন্দ্রগড়, মহাবালেশ্বর,
14. পশ্চিমঘাট পর্বতের দু'টি গিরিপথের নাম কী
উত্তরঃ- যলঘাট, ভোরঘাট।
15. দোদাবেতার পাদদেশে কোন বিখ্যাত শৈলশহর অবস্থিত?
উত্তরঃ- উদগামন্ড বাউটি।
16. কোন দু'টি পর্বতের মাঝে পালঘাট অবস্থিত?
উত্তরঃ-করিমালাই ও পাদগিরিমালাই।
17. দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ- আনাইমুদি।
18. কার্ডামাম পাহাড়ের সর্ব দক্ষিণের গিরিপথটির নাম কী
উত্তরঃ- শেঙ্কোটা।
19. পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী ?
উত্তরঃ- মহেন্দ্রগিরি।
20. পশ্চিম পাহাড়ের অপর নাম কী ?
উত্তরঃ- সহ্যাদ্রি পর্বত ।
21. সাতপুরার সর্বোচ্চ শিখর কী ?
উত্তরঃ- ধুপগড় ।
22. সাতপুরার পূর্বাংশ কী নামে পরিচিত ?
উত্তরঃ- মহাকাল পর্বত।
23. সাতপুরার উত্তরে কোন পাহাড় অবস্থিত ?
উত্তরঃ- মহাদেব।
24. সাতপুরার দক্ষিণে কোন পাহাড়
উত্তরঃ- অবস্থিত গাউইলগড় পাহাড়।
25. সাতপুরা কী ধরনের পর্বত
উত্তরঃ স্তুপপর্বত।
26. সাতপুরা কোন দু'টি গ্রস্ত উপত্যকা বা, নদীর মধ্যে অবস্থিত
উত্তরঃ- নর্মদা ও তাপ্তি।
27. তেলেঙ্গানা মালভূম কোন শিলায় গঠিত
উত্তরঃ গ্রানাইটনিস।
28. . দাক্ষিণাত্যের মালভূমির পর্বতময় অঞ্চল কী নামে পরিচিত ?
উত্তরঃ- মালনাদ।
29. দাক্ষিণাত্য মালভূমির পূর্বে তরঙ্গায়িত উচ্চভূমি কী নামে পরিচিত ?
উত্তরঃ ময়দান।
30. সিন্ধু নদীর ৫টি উপনদীর নাম কী ?
উত্তরঃ-বিপাশা, বিতস্তা, ইরাবতী, শতদ্রু, চন্দ্রভাগা
31. ভারতে সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত
উত্তরঃ- ৭০৯ কিমি।
32. . গঙ্গার মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- ২৫০০ কিমি।
33. গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে
উত্তরঃ- গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে।
34. গঙ্গা ও অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে ?
উত্তরঃ- দেবপ্রয়াগে
35. অলকানন্দা কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ- অলকাপুরী।
36. গঙ্গা নদী কোথায় সমভূমিতে প্রবেশ করেছে?
উত্তরঃ- হরিদ্বারের কাছে।
37. গঙ্গার বামতীরের প্রধান উপনদী কোনটি
উত্তরঃ-যমুনা।
38. গঙ্গার বামতীরের প্রথম উপনদী কোনটি
উত্তরঃ- রামগঙ্গা।
39. বারাণসীর কিছু পূর্বে উপনদী কোনটি
উত্তরঃ- গোমতী।
40. কাঁসাই ও কেলেঘাই এর মিলিত রূপ কী নামে পরিচিত?
উত্তর:- হলদি।
41. দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত রূপ কী?
উত্তরঃ- রূপনারায়ণ।
42. যমুনা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ- যমুনেত্রী হিমবাহ থেকে।
43. চম্বল, সিন্দ, বেতওয়া, ধসন, কেন কার উপনদী ?
উত্তরঃ- যমুনার।
44. ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ- চেমায়ুং দুং হিমবাহ থেকে।
45. উৎসের কাছে ব্ৰহ্মপুত্র কী নামে পরিচিত ?
উত্তরঃ- সাংপো।
46. ভারতে ব্রহ্মপুত্র কী নামে প্রবেশ করেছে ?
উত্তরঃ- ডিহং।
47. ব্ৰহ্মপুত্রে কোন তিনটি নদী মিলিত হয়েছে?
উত্তরঃ- ডিবং, লুহিত, ডিহং।
48. ব্রহ্মপুত্র নদীর কয়েকটি উপনদীর নাম কী?
উত্তরঃ-সুবনশিরি, কামেং, মানস, বুড়িডিহং, ডিসাঙ ইত্যাদি।
49. ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি
উত্তরঃ- মাজুলী।
50. মহানদীর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- ৮৪২ কিমি।
51. মহানদী কোথায় উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ-অমরকন্টক থেকে ।
52. মহানদীর দু'টি উপনদীর নাম কী ?
উত্তরঃ- বৈতরণী, ব্রাহ্মণী।
53. মহানদী কোথায় পতিত হয়েছে
উত্তরঃ- বঙ্গোপসাগরে।
54. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে
উত্তরঃ-গোদাবরীকে।
55. গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ- নাসিক জেলার টিমবাক নামক স্থান থেকে।
56. গোদাবরী নদীর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- 1,562 কিমি।
57. ইন্দ্রাবতী, প্রাণাহিতা, মঞ্জিরা কোন নদীর উপনদী ?
উত্তরঃ- গোদাবরী।
58. কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে
উত্তরঃ-পশ্চিমঘাট পর্বতের, মহাবালেশ্বর শৈলশিরা।
59. কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- ১,৫৬২ কিমি।
60. কৃষ্ণা নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ- বঙ্গোপসাগরে।
61. কৃষ্ণা নদীর উপনদীগুলির নাম কী ?
উত্তরঃ- ভীমা, ভীমাশঙ্করী, তুঙ্গভদ্রা, কয়না, ঘাটপ্রভা ।
62. কাবেরী নদীর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- ৮০৫ কিমি।
63. কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ- ব্রহ্মগিরি পাহাড় থেকে।
64. কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম কি?
উত্তরঃ- শিবসমুদ্রম
65. কৃষ্ণরাজসাগর হ্রদ কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ- কাবেরী
66. কোথায় কাবেরী নদী দুইভাগে বিভক্ত হয়েছে ?
উত্তরঃ- তিরুচিরাপল্লীর পশ্চিমে।
67. নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ- অমরকন্টক।
68. নর্মদা নদীর দৈর্ঘ্য কত—
উত্তরঃ- ১,৩১২ কিমি।
69. জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ- নর্মদা নদীর তীরে ।
70. তাপ্তী নদীর দৈর্ঘ্য কত কিমি ?
উত্তরঃ- ৭২৪ কিমি
71. তাপ্তী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ- মহাদেব পাহাড়
72. তাপ্তী নদী কোথায় পতিত হয়েছে।
উত্তরঃ- কাম্বে উপসাগরে।
73. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী?
উত্তরঃ- লুনী।
74. ভারতের প্রথম Tidal Power Plant কোথায় গড়ে ওঠে ?
উত্তরঃ- কান্ডালা
75. ভারতের প্রথম OTEC Power Plant কোথায় গড়ে ওঠে ?
উত্তরঃ- কাভারাত্তি।
76. ভারতের প্রথম Wind Power Plant কোথায় গড়ে ওঠে ?
উত্তরঃ- মনিকরণ –এ
77. ভারতের প্রথম Geothermal Power Plant কোথায় গড়ে ওঠে ?
উত্তরঃ- সারগুজা
78. এশিয়ার প্রথম Wave Power Plant কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ- ভিজিনঝাম।
79. বেদুঈন উপজাতি কোথায় দেখা যায়?
উত্তরঃ-আফ্রিকা।
80. পিগমি উপজাতি কোথায় দেখা যায়?
উত্তরঃ-কঙ্গো, জাইরে
81. মাণ্ডরী উপজাতি কোথায় দেখা যায়?
উত্তরঃ- নিউজিল্যাণ্ড
82. টার্টার উপজাতি কোথায় দেখা যায়?
উত্তরঃ-- সাইবেরিয়ায়
83. ভেদ্দা উপজাতি কোথায় দেখা যায় ?
উত্তরঃ- শ্রীলঙ্কা
84. বিন্দিবু উপজাতি কোথায় দেখা যায়,
উত্তরঃ- পশ্চিম অস্ট্রেলিয়া
85. গাউচ উপজাতি কোথায় দেখা যায় ?
উত্তরঃ- আর্জেন্টিনা - উরুগুয়ে
86. বান্টু উপজাতি কোথায় দেখা যায় ?
উত্তরঃ-মধ্য ও দক্ষিণ আফ্রিকা।
87. বার্বার উপজাতি কোথায় দেখা যায় ?
উত্তরঃ- আলজিরিয়া, টিউনিশিয়া।
88. রেড ইন্ডিয়ান কোথায় দেখা যায়
উত্তরঃ- উত্তর আমেরিকা।
89. মাসাই কোথাকার উপজাতি
উত্তরঃ-পূর্ব আফ্রিকা।
90. এস্কিমো কোথাকার উপজাতি ?
উত্তরঃ-গ্রীনল্যাণ্ড, কানাডা ।
91. হিমালয় পর্বত গঠন আজ থেকে কত বছর আগে শুরু হয়
উত্তরঃ- ৭ কোটি বছর।
92. কোন যুগে হিমালয় গঠিত হয়
উত্তরঃ- টার্সিয়ারি যুগে।
93. হিমালয় পর্বত ক'টি ভূ-আন্দোলনের মাধ্যমে গঠিত হয়?
উত্তরঃ- ৩ টি
94. ক'টি পর্বত শ্রেণি নিয়ে হিমালয় গঠিত ?
উত্তরঃ- ৪টি
95. ৪টি পর্বত শ্রেণির নাম কী ?
উত্তরঃ- শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস হিমালয়।
96. শিবালিক হিমালয়ের উচ্চতা কত ?
উত্তরঃ-৬০০-১,৫০০ মিটার।
97. হিমাচল হিমালয়ের গড় উচ্চতা কত
উত্তরঃ- ২,০০০-৩,০০০ মিটার।
98. হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত
উত্তরঃ- ৬,০০০ মিটার।
99. টেথিস হিমালয়ের গড় উচ্চতা কত
উত্তরঃ- ৫০০০-৬০০০ মিটার।
100. 'দুন' কী ?
উত্তরঃ- শিবালিক পাহাড়ের উপত্যকাগুলিকে দুন বলা হয়।
101. ‘দুনে'র একটি উদাহরণ দিন ?
উত্তরঃ- দেরাদুন।
102. হিমাচল হিমালয়ের কয়েকটি পর্বত শ্রেণির নাম কী ?
উত্তরঃ-পিরপঞ্জল, ধওলাধর, নাগটিরা, মুসৌরী।
103. হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ- মাউন্ট এভারেস্ট।
104. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
উত্তরঃ-৮,৮৪৮ মিটার।
105. কাঞ্চনজংঘা কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ-সিকিম হিমালয়।
106. কাঞ্জনজংঘার উচ্চতা কত –
উত্তরঃ- ৮,৫৯৮ মিটার।
107. ধবলগিরির উচ্চতা কত ?
উত্তরঃ-৮,১৭২ মিটার।
108. গৌরীশঙ্করের উচ্চতা কত –
উত্তরঃ- ৭,০৩২মিটার।
109. নাঙ্গাপর্বতের উচ্চতা কত –
উত্তরঃ-৮, ১২৬ মিটার।
110. মাকালু পর্বতের উচ্চতা কত
উত্তরঃ- ৮,৪৮১ মিটার।
111. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
উত্তরঃ- লিওপারগেল।
112. লিওপারগেলের উচ্চতা কত ?
উত্তরঃ- ৭,৪২০ মিটার।
113. পামীর গ্রন্থি থেকে নির্গত কয়েকটি পর্বত শ্রেণির নাম
উত্তরঃ-হিন্দুকুশ,কারাকোরাম, কিউনলুন, তিয়েনশান
114. হিমালয়ের কয়েকটি হিমবাহের নাম কী –
উত্তরঃ- গঙ্গোত্রী, পিন্ডারী, হিসপার, বতুরা
115. মানালী ও লেহ-এর মধ্যবর্তী দুটি গিরি পথের নাম কী?
উত্তরঃ- রোহটাং ও বরলাচা।
116. শ্রীনগর থেকে লেহ কোন গিরিপথে যাওয়া যায় –
উত্তরঃ- জোজিলা
117. 'লা' কথার অর্থ কী ?
উত্তরঃ-গিরিপথ।
118. লেহ থেকে তুর্কিস্থান যাওয়ার গিরিপথটির নাম কী ?
উত্তরঃ- সসার গিরিপথ।
119. সিমলা থেকে শতদ্রু উপত্যকা ধরে তিব্বতে আসার গিরিপথের নাম কী ?
উত্তরঃ- সিপকি গিরিপথ।
120. শ্রীনগর থেকে গিলগিট হয়ে পামীর যাওয়ার গিরিপথের নাম কী ?
উত্তরঃ- বুৰ্জিল গিরিপথ।
121. সিকিম থেকে লাসা যাওয়ার গিরি পথগুলির নাম কী
উত্তরঃ- নাথুলা, জেলেপলা।
122. বানিহাল গিরিপথের অপর নাম কী ?
উত্তরঃ- জওহর সুড়ঙ্গ।
123. জহর সুড়ঙ্গ কত কিমি দীর্ঘ
উত্তরঃ- ২৫৬ কিমি।
124. বুন্দিলপীর ও বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত ?
উত্তরঃ- – পীরপাঞ্জাল পর্বতে।
125. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ- গডউইন অস্টিন।
126. গড উইন অস্টিন অপর কী নামে পরিচিত
উত্তরঃ- K2
127. K2, কথার অর্থ কী
উত্তরঃ- King of Karakoram.
128. K2 -র উচ্চতা কত ?
উত্তরঃ-৮,৬১১ মিটার।
129. ভারতের একটি শীতল মরুভূমি কোনটি
উত্তরঃ- লাদাখ।
132. পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর:- পামির মালভূমিকে
133. পামির মালভূমির গড় উচ্চতা কত?
উত্তর:- ৪৮৮০ মিটার
134. 'চিনের দুঃখ' কোন নদীকে বলা হয়।
উত্তর:- হোয়াংহো।
135.'হোয়াংহো নদী'র অপর নাম কী
উত্তর:- পীত নদী।
136. এশিয়ার বৃহত্তম নদী কোনটি
উত্তর:- ইয়াং সি কিয়াং।
137. ইয়াংসি কিয়াং-এর দৈর্ঘ্য কত
উত্তর:- ৬৩০০ কিমি।
138. ইয়াংসি কিয়াং নদীর অপর নাম কী
উত্তর:- স্বর্ণরেণু নদী।
139. সিকিয়াং নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে
উত্তর:- ইউনান মালভূমি
140. সিকিয়াং নদীর দৈর্ঘ্য কত
উত্তর:- ১৯২০ কিমি
141 টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর মিলিত ধারার নাম কী ?
উত্তর:- সাত-এল আরব।
142. পদ্মা ও যমুনার মিলিত ধারার নাম কী
উত্তর:- মেঘনা।
143. এশিয়ার কয়েকটি অন্তর্বাহিনী নদীর নাম কী?
উত্তর:- উরাল, আমুদরিয়া, তারিম, সিরদবীরা,
144. বৈকাল হ্রদে পতিত একটি নদীর নাম কী
উত্তর:- সেলেঙ্গা।
145. মরুসাগরে পতিত একটি নদীর নাম কি
উত্তর:- জর্ডন।
146. বলখাস হ্রদে পতিত একটি নদীর নাম কী
উত্তর:- ইলি
147. এশিয়ার গভীরতম হ্রদের নাম কী
উত্তর:- বৈকাল হ্রদ।
148. বৈকাল হ্রদের গভীরতা কত
উত্তর:- ১৭৪২ মিটার।
149. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত
উত্তর:- ২৫১০ কিমি।
উত্তর:- ওসাকা।
আমাদের আয়োজিত মকটেস্ট গুলিতে অংশ নিন |
---|
মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
আমাদের সমস্ত পোস্টের আপডেট পেতে আমাদের সঙ্গে জুরে থাকুন
Facebook Page 👉 https://www.facebook.com/lekhapora.in
Instagram 👉 https://www.instagram.com/study.take
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।