Type Here to Get Search Results !

ভূগোল ১৫০ টি বাছাই করা প্রশ্নোত্তর | 150 Geography Q&A

ভূগোলের বাছাই করা ১৫০ টি প্রশ্নোত্তর

 

বাছাই করা ১৫০ টি প্রশ্নোত্তর
ভূগোল ১৫০ টি বাছাই করা প্রশ্নোত্তর


 Study Take ✍ 

নমস্কার বন্ধুরা,
স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাই কে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের  ১৫০ টি বাছাই করা প্রশ্নোত্তর ।  তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন-  RRB GROUP D, RRB NTPC, PSC, PSC GROUP D,  WBCS, RAILWAY, SSC, SSC MTS, CTET, PRIMARY TET, SSC CGL, SSC HS LEVEL ইত্যাদি পরীক্ষা গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ  তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজেই পুরো পর্বটি মনোযোগ দিয়ে পড়ো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও।  তোমাদের সুবিধার জন্য  PDF File  করে দেওয়া হল।  ডাউনলোড করার  জন্য নিচে   লিঙ্কে ক্লিক করে   PDF File টি  Download  করে নাও ।  Download  Link  নিচে দেওয়া আছে ।

 

    1.  ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?

উত্তরঃ- লাদাখ

    2.  লাদাখের গড় উচ্চতা কত ?

উত্তরঃ- ৫৩০০ মিটার। 

    3.  কোন শৈলশৃঙ্গ লাদাখকে দু'টি সুস্পষ্ট বিভাগে ভাগ করেছে ?

উত্তরঃ-  চাঙ্গ চেনমো শৈলশ্রেণি।

 

    4.  জম্মু থেকে শ্রীনগর যাওয়ার গিরিপথ কোনটি

উত্তরঃ-  বানিহাল গিরিপথ।

    5.  দেরাদুন ছাড়া আর কয়েকটি দুন উপত্যকার নাম কী ?

উত্তরঃ- কোটরি, চৌখাম্বা, পাট্টি, কোটা, ইত্যাদি। 

    6.  'তাল' কী ?

উত্তরঃ- হিমালয়ে অবস্থিত হিমবাহ জলপুষ্ট হ্রদকে বলা হয় 

    7.  কয়েকটি তালের উদাহরণ দিন               

উত্তরঃ-  নৈনিতাল, ভীমতাল, নওকু চিয়াতাল,সাততাল, পুনাতাল 

    8.   গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত ?

 উত্তরঃ-৬,৬১৪ মিটার।

    9.   আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি

উত্তরঃ-মাউন্ট আবু। 

   10.   বানম কার উপনদী ?

উত্তরঃ-চম্বল নদীর।

   11.   মধ্য প্রদেশের রাজধানী ভূপাল কোন দু'টি নদীর মধ্যে অবস্থিত ?

উত্তরঃ-বেতোয়া ওপাধতী নদী।

   12.  দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত  

উত্তরঃ-নীলগিরি।

   13.   পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলির নাম কী?

উত্তরঃ-কালসুবাই হরিশ্চন্দ্রগড়, মহাবালেশ্বর,

   14.   পশ্চিমঘাট পর্বতের দু'টি গিরিপথের নাম কী

উত্তরঃ- যলঘাট, ভোরঘাট।

   15.   দোদাবেতার পাদদেশে কোন বিখ্যাত শৈলশহর অবস্থিত?

উত্তরঃ- উদগামন্ড বাউটি। 

   16.   কোন দু'টি পর্বতের মাঝে পালঘাট অবস্থিত?

উত্তরঃ-করিমালাই ও পাদগিরিমালাই।

   17.   দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ- আনাইমুদি।

   18.   কার্ডামাম পাহাড়ের সর্ব দক্ষিণের গিরিপথটির নাম কী

উত্তরঃ- শেঙ্কোটা।

   19.   পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী ?

উত্তরঃ- মহেন্দ্রগিরি।

   20.   পশ্চিম পাহাড়ের অপর নাম কী ?

উত্তরঃ- সহ্যাদ্রি পর্বত ।

   21.   সাতপুরার সর্বোচ্চ শিখর কী ?

 উত্তরঃ- ধুপগড় ।

   22.   সাতপুরার পূর্বাংশ কী নামে পরিচিত ?

উত্তরঃ- মহাকাল পর্বত।

   23.   সাতপুরার উত্তরে কোন পাহাড় অবস্থিত ?

উত্তরঃ- মহাদেব।

   24.   সাতপুরার দক্ষিণে কোন পাহাড়

উত্তরঃ- অবস্থিত  গাউইলগড় পাহাড়। 

   25.   সাতপুরা কী ধরনের পর্বত

উত্তরঃ  স্তুপপর্বত।

   26.   সাতপুরা কোন দু'টি গ্রস্ত উপত্যকা বা, নদীর মধ্যে অবস্থিত

উত্তরঃনর্মদা ও তাপ্তি। 

   27.   তেলেঙ্গানা মালভূম কোন শিলায় গঠিত

উত্তরঃ গ্রানাইটনিস।

   28.   . দাক্ষিণাত্যের মালভূমির পর্বতময়  অঞ্চল কী নামে পরিচিত ?

উত্তরঃ- মালনাদ।

   29.   দাক্ষিণাত্য মালভূমির পূর্বে তরঙ্গায়িত উচ্চভূমি কী নামে পরিচিত ?

উত্তরঃ ময়দান। 

   30.   সিন্ধু নদীর ৫টি উপনদীর নাম কী ?

উত্তরঃ-বিপাশা, বিতস্তা, ইরাবতী, শতদ্রু, চন্দ্রভাগা 

   31.   ভারতে সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত

উত্তরঃ- ৭০৯ কিমি।

   32.   . গঙ্গার মোট দৈর্ঘ্য কত ?

উত্তরঃ- ২৫০০  কিমি।

   33.   গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে

উত্তরঃ- গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে।

   34.   গঙ্গা ও অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে ?  

উত্তরঃ- দেবপ্রয়াগে 

   35.   অলকানন্দা কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ- অলকাপুরী।

   36.   গঙ্গা নদী কোথায় সমভূমিতে প্রবেশ করেছে?

 উত্তরঃ- হরিদ্বারের কাছে।

   37.   গঙ্গার বামতীরের প্রধান উপনদী কোনটি  

উত্তরঃ-যমুনা।

   38.   গঙ্গার বামতীরের প্রথম উপনদী কোনটি

উত্তরঃ- রামগঙ্গা।

   39.   বারাণসীর কিছু পূর্বে উপনদী কোনটি

উত্তরঃ- গোমতী।

   40.   কাঁসাই ও কেলেঘাই এর মিলিত রূপ কী নামে পরিচিত?

উত্তর:- হলদি।

   41.   দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত রূপ কী?

 উত্তরঃ- রূপনারায়ণ।

   42.   যমুনা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তরঃ- যমুনেত্রী হিমবাহ থেকে।

   43.   চম্বল, সিন্দ, বেতওয়া, ধসন, কেন কার উপনদী ?

উত্তরঃ- যমুনার।

   44.   ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ- চেমায়ুং দুং হিমবাহ থেকে। 

   45.   উৎসের কাছে ব্ৰহ্মপুত্র কী নামে পরিচিত ?

উত্তরঃ-  সাংপো।

   46.   ভারতে ব্রহ্মপুত্র কী নামে প্রবেশ করেছে ?

উত্তরঃ-  ডিহং।

   47.   ব্ৰহ্মপুত্রে কোন তিনটি নদী মিলিত হয়েছে?

উত্তরঃ-  ডিবং, লুহিত, ডিহং।

   48.   ব্রহ্মপুত্র নদীর কয়েকটি উপনদীর নাম কী?

উত্তরঃ-সুবনশিরি, কামেং, মানস, বুড়িডিহং, ডিসাঙ ইত্যাদি।

   49.   ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি

উত্তরঃ- মাজুলী।

   50.   মহানদীর দৈর্ঘ্য কত ?

উত্তরঃ- ৮৪২ কিমি। 

   51.   মহানদী কোথায় উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ-অমরকন্টক থেকে । 

   52.   মহানদীর দু'টি উপনদীর নাম কী ? 

        উত্তরঃ- বৈতরণী, ব্রাহ্মণী। 

   53.   মহানদী কোথায় পতিত হয়েছে

উত্তরঃ- বঙ্গোপসাগরে।

   54.   দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে 

উত্তরঃ-গোদাবরীকে।

   55.   গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তরঃ- নাসিক জেলার টিমবাক নামক স্থান থেকে।

   56.   গোদাবরী নদীর দৈর্ঘ্য কত ?

উত্তরঃ- 1,562  কিমি।

   57.   ইন্দ্রাবতী, প্রাণাহিতা, মঞ্জিরা কোন নদীর উপনদী ?

উত্তরঃ- গোদাবরী।

   58.   কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে

উত্তরঃ-পশ্চিমঘাট পর্বতের, মহাবালেশ্বর শৈলশিরা।

   59.   কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত ?

উত্তরঃ- ১,৫৬২ কিমি।

   60.   কৃষ্ণা নদী কোথায় পতিত হয়েছে ?

উত্তরঃ- বঙ্গোপসাগরে।

   61.   কৃষ্ণা নদীর উপনদীগুলির নাম কী ?

উত্তরঃ- ভীমা, ভীমাশঙ্করী, তুঙ্গভদ্রা, কয়না, ঘাটপ্রভা ।

   62.   কাবেরী নদীর দৈর্ঘ্য কত ?

উত্তরঃ- ৮০৫ কিমি।

   63.   কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ- ব্রহ্মগিরি পাহাড় থেকে।

   64.   কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম কি?

উত্তরঃ-  শিবসমুদ্রম  

   65.   কৃষ্ণরাজসাগর হ্রদ কোন নদীতে অবস্থিত ?

উত্তরঃ- কাবেরী

   66.   কোথায় কাবেরী নদী দুইভাগে বিভক্ত হয়েছে ?

উত্তরঃ- তিরুচিরাপল্লীর পশ্চিমে।

   67.    নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ- অমরকন্টক।

   68.   নর্মদা নদীর দৈর্ঘ্য কত

উত্তরঃ- ১,৩১২ কিমি। 

   69.   জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ- নর্মদা নদীর তীরে

   70.   তাপ্তী নদীর দৈর্ঘ্য কত কিমি ?

উত্তরঃ- ৭২৪ কিমি

   71.    তাপ্তী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

উত্তরঃ- মহাদেব পাহাড় 

   72.   তাপ্তী নদী কোথায় পতিত হয়েছে।

উত্তরঃ- কাম্বে উপসাগরে।

   73.   ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী?

উত্তরঃ- লুনী।

   74.   ভারতের প্রথম Tidal Power Plant কোথায় গড়ে ওঠে ?

উত্তরঃ-  কান্ডালা

   75.   ভারতের প্রথম OTEC Power Plant কোথায় গড়ে ওঠে ?

উত্তরঃ- কাভারাত্তি। 

   76.    ভারতের প্রথম Wind Power Plant কোথায় গড়ে ওঠে ? 

      উত্তরঃ-  মনিকরণ  

   77.   ভারতের প্রথম Geothermal Power Plant কোথায় গড়ে ওঠে ?

উত্তরঃ-  সারগুজা

   78.   এশিয়ার প্রথম Wave Power Plant কোথায় স্থাপিত হয়?

উত্তরঃ- ভিজিনঝাম। 

   79.   বেদুঈন উপজাতি কোথায় দেখা যায়?

উত্তরঃ-আফ্রিকা। 

   80.   পিগমি উপজাতি কোথায় দেখা যায়?

উত্তরঃ-কঙ্গো,  জাইরে 

   81.   মাণ্ডরী উপজাতি কোথায় দেখা যায়?

উত্তরঃ- নিউজিল্যাণ্ড

 

   82.   টার্টার উপজাতি কোথায় দেখা যায়?

উত্তরঃ-- সাইবেরিয়ায়

   83.   ভেদ্দা উপজাতি কোথায় দেখা যায় ?

উত্তরঃ- শ্রীলঙ্কা

   84.   বিন্দিবু উপজাতি কোথায় দেখা যায়,

উত্তরঃ- পশ্চিম অস্ট্রেলিয়া

   85.   গাউচ উপজাতি কোথায় দেখা যায় ?

উত্তরঃ- আর্জেন্টিনা - উরুগুয়ে 

   86.   বান্টু উপজাতি কোথায় দেখা যায় ?

উত্তরঃ-মধ্য ও দক্ষিণ আফ্রিকা।

   87.   বার্বার উপজাতি কোথায় দেখা যায় ?

উত্তরঃ-   আলজিরিয়া, টিউনিশিয়া।

   88.   রেড ইন্ডিয়ান কোথায় দেখা যায়

উত্তরঃ- উত্তর আমেরিকা।

   89.   মাসাই কোথাকার উপজাতি

উত্তরঃ-পূর্ব আফ্রিকা।

   90.   এস্কিমো কোথাকার উপজাতি ?

উত্তরঃ-গ্রীনল্যাণ্ড, কানাডা । 

   91.   হিমালয় পর্বত গঠন আজ থেকে কত বছর আগে শুরু হয়

উত্তরঃ- ৭ কোটি বছর। 

   92.   কোন যুগে হিমালয় গঠিত হয়

উত্তরঃ- টার্সিয়ারি যুগে।

   93.   হিমালয় পর্বত ক'টি ভূ-আন্দোলনের মাধ্যমে গঠিত হয়?

উত্তরঃ-  ৩ টি 

   94.   'টি পর্বত শ্রেণি নিয়ে হিমালয় গঠিত ?

উত্তরঃ-  ৪টি 

   95.   ৪টি পর্বত শ্রেণির নাম কী ?

উত্তরঃ- শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস হিমালয়। 

   96.   শিবালিক হিমালয়ের উচ্চতা কত ?

উত্তরঃ-৬০০-,৫০০ মিটার।

   97.   হিমাচল হিমালয়ের গড় উচ্চতা কত

উত্তরঃ- ২,০০০-,০০০ মিটার।

   98.   হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত

উত্তরঃ- ৬,০০০ মিটার।

   99.   টেথিস হিমালয়ের গড় উচ্চতা কত

উত্তরঃ- ০০০-০০০ মিটার। 

  100.  'দুন' কী  ?

উত্তরঃ- শিবালিক পাহাড়ের উপত্যকাগুলিকে দুন বলা হয়।

  101.  দুনে'র একটি উদাহরণ দিন ?

উত্তরঃ- দেরাদুন।

  102.  হিমাচল হিমালয়ের কয়েকটি পর্বত শ্রেণির নাম কী ?

উত্তরঃ-পিরপঞ্জল, ধওলাধর, নাগটিরা, মুসৌরী।

  103.  হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ- মাউন্ট এভারেস্ট।

  104.  মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?

উত্তরঃ-৮,৮৪৮ মিটার।

  105.  কাঞ্চনজংঘা কোন অংশে অবস্থিত ?

উত্তরঃ-সিকিম হিমালয়।  

  106.  কাঞ্জনজংঘার উচ্চতা কত

উত্তরঃ- ৮,৫৯৮  মিটার।

  107.  ধবলগিরির উচ্চতা কত ?

 উত্তরঃ-৮,১৭২  মিটার 

  108.   গৌরীশঙ্করের উচ্চতা কত

উত্তরঃ- ,০৩২মিটার।

  109.   নাঙ্গাপর্বতের উচ্চতা কত

উত্তরঃ-৮, ১২৬ মিটার।

  110.  মাকালু পর্বতের উচ্চতা কত

উত্তরঃ- ৮,৪৮১ মিটার। 

   111.  ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি

উত্তরঃ- লিওপারগেল। 

  112.  লিওপারগেলের উচ্চতা কত ?

উত্তরঃ-   ,৪২০ মিটার।

  113.  পামীর গ্রন্থি থেকে নির্গত কয়েকটি পর্বত শ্রেণির নাম

উত্তরঃ-হিন্দুকুশ,কারাকোরাম, কিউনলুন, তিয়েনশান 

  114.  হিমালয়ের কয়েকটি হিমবাহের নাম কী

উত্তরঃ- গঙ্গোত্রী, পিন্ডারী, হিসপার, বতুরা 

  115.  মানালী ও লেহ-এর মধ্যবর্তী দুটি গিরি পথের নাম কী?

উত্তরঃ- রোহটাং ও বরলাচা।

  116.   শ্রীনগর থেকে লেহ কোন গিরিপথে যাওয়া যায়

উত্তরঃ-  জোজিলা 

  117.   'লা' কথার অর্থ কী ?

উত্তরঃ-গিরিপথ।

  118.  লেহ থেকে তুর্কিস্থান যাওয়ার গিরিপথটির নাম কী ?

উত্তরঃ- সসার গিরিপথ।

  119.  সিমলা থেকে শতদ্রু উপত্যকা ধরে তিব্বতে আসার গিরিপথের নাম কী  ?

উত্তরঃ- সিপকি গিরিপথ।

  120.  শ্রীনগর থেকে গিলগিট হয়ে পামীর যাওয়ার গিরিপথের নাম কী ?

উত্তরঃ- বুৰ্জিল গিরিপথ।  

  121.  সিকিম থেকে লাসা যাওয়ার গিরি পথগুলির নাম কী

উত্তরঃ-  নাথুলা, জেলেপলা।

  122.  বানিহাল গিরিপথের অপর নাম কী ?

উত্তরঃ- জওহর সুড়ঙ্গ। 

  123.  জহর সুড়ঙ্গ কত কিমি দীর্ঘ

উত্তরঃ- ২৫৬  কিমি। 

  124.  বুন্দিলপীর ও বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত ?

উত্তরঃ- পীরপাঞ্জাল পর্বতে।

  125.  ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ- গডউইন অস্টিন।

  126.  গড উইন অস্টিন অপর কী নামে পরিচিত

উত্তরঃ-   K2

  127.  K2, কথার অর্থ কী

উত্তরঃ-  King of  Karakoram. 

  128.  K2 -র উচ্চতা কত ?  

উত্তরঃ-৮,৬১১ মিটার।

  129.  ভারতের একটি শীতল মরুভূমি কোনটি

উত্তরঃ- লাদাখ। 

 132. পৃথিবীর ছাদ কাকে বলা হয়?

উত্তর:- পামির মালভূমিকে 

 133. পামির মালভূমির গড় উচ্চতা কত?

উত্তর:- ৪৮৮০ মিটার  

 134. 'চিনের দুঃখ' কোন নদীকে বলা হয়। 

উত্তর:- হোয়াংহো।  

 135.'হোয়াংহো নদী'র অপর নাম কী

  উত্তর:- পীত নদী।  

 136. এশিয়ার বৃহত্তম নদী কোনটি

  উত্তর:- ইয়াং সি কিয়াং।  

 137. ইয়াংসি কিয়াং-এর দৈর্ঘ্য কত

উত্তর:- ৬৩০০ কিমি। 

 138. ইয়াংসি কিয়াং নদীর অপর নাম কী 

         উত্তর:- স্বর্ণরেণু নদী।

139. সিকিয়াং নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে

       উত্তর:-  ইউনান মালভূমি  

 140. সিকিয়াং নদীর দৈর্ঘ্য কত

উত্তর:- ১৯২০ কিমি  

  141 টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর মিলিত ধারার নাম কী ?

উত্তর:- সাত-এল আরব।  

 142. পদ্মা ও যমুনার মিলিত ধারার নাম কী

   উত্তর:- মেঘনা।  

 143. এশিয়ার কয়েকটি অন্তর্বাহিনী নদীর নাম কী?

  উত্তর:- উরাল, আমুদরিয়া, তারিম, সিরদবীরা, 

 144. বৈকাল হ্রদে পতিত একটি নদীর নাম কী 

        উত্তর:- সেলেঙ্গা।

 145. মরুসাগরে পতিত একটি নদীর নাম  কি 

        উত্তর:- জর্ডন। 

 146. বলখাস হ্রদে পতিত একটি নদীর নাম কী 

       উত্তর:- ইলি 

 147. এশিয়ার গভীরতম হ্রদের নাম কী

   উত্তর:- বৈকাল হ্রদ।

 148. বৈকাল হ্রদের গভীরতা কত

উত্তর:- ১৭৪২ মিটার। 

 149. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত

উত্তর:- ২৫১০ কিমি।  

 150. জাপানের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়।
   উত্তর:- ওসাকা।

আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ফেসবুক, হোয়াটস্যাপ -এ শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও ।  পরবর্তীতে তোমরা কোন টপিকের ওপর প্রশ্নোত্তর চাও তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও । আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে জুড়ে থাকো সমস্ত পোস্ট এর আপডেট পেতে । 

আমাদের আয়োজিত মকটেস্ট গুলিতে অংশ নিন 
মকটেস্টে  অংশ নিতে  ক্লিক করুন  👉   Click here


আমাদের সমস্ত পোস্টের আপডেট পেতে আমাদের  সঙ্গে জুরে থাকুন

Facebook Page 👉  https://www.facebook.com/lekhapora.in 

Instagram  👉    https://www.instagram.com/study.take


Telegram  👉   https://t.me/studytakechannel 


বন্ধুদের সঙ্গে শেয়ার করুন  👇




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies