ভারতবর্ষে প্রথম মহিলা
Study Take ✍
নমস্কার বন্ধুরা, স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাই কে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ সমন্ধিয় 'ভারতবর্ষে প্রথম মহিলা' বা 'FIRST WOMEN IN INDIA' ।তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন- RRB GROUP D, RRB NTPC, PSC, WBCS, RAILWAY, SSC, CTET, PRIMARY TET, SSC CGL, SSC MTS, SSC HS LEVEL ইত্যাদি পরীক্ষা গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজেই পুরো পর্বটি মনোযোগ দিয়ে পড়ো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তোমাদের সুবিধার জন্য PDF File করে দেওয়া হল। নিচের লিঙ্কে ক্লিক করে PDF File টি Download করে নাও। Download Link নিচে দেওয়া আছে ।
ভারতবর্ষে প্রথম মহিলা
➤ভারতরত্ন সম্মান প্রাপক - ইন্দিরা গান্ধী
➤ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশযাত্রী - কল্পনা চাওলা
➤ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেন - প্রিয়া ঝিংগন
➤ মিস এশিয়া পেসিফিক - জীনাত আমান
➤ মিস ইন্টার কন্টিনেন্টাল - লারা দত্ত
➤ ম্যানবুকার পুরস্কার জয়ী অরুন্ধতী রায় (গড অব স্মল থিংস, 1977 )
➤ চিফ ইনফরমেশন কমিশনার – দীপক সাধু
➤ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতি হন – বিজয়লক্ষ্মী পণ্ডিত
➤ মহিলা অ্যাডভোকেট – কর্ণেলিয়া সোরাবজি
➤ হাইকোর্টের প্রধান বিচারপতি - লীলা শেঠ
➤ জিব্রাল্টার প্রণালী জয়ী সাঁতারু - আরতী প্রধান
➤ মিস আর্থ টাইটেল— নিকল ফারিয়া
➤ অশোক চক্র পুরস্কার প্রাপক – নীরজা ভানট
➤ প্রথম আন্টাটিকা পৌঁছান— মাহেল মুসা
➤দুবার মাউন্ট এভারেস্ট জয়ী - সন্তোষ যাদব
➤ জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক - আশাপূর্ণা দেবী
➤এয়ারলাইন পাইলট – দুর্গা ব্যানার্জী
➤ সঙ্গীতজ্ঞ ভারতরত্ন জয়ী — এম এস শুভালক্ষ্মী
➤ প্রধানমন্ত্রী – ইন্দিরা গান্ধী
➤ মুখ্যমন্ত্রী – সুচেতা কৃপলানী
➤ কেন্দ্রীয় মন্ত্রী - রাজকুমারী অমৃতা কাউর
➤ রাষ্ট্রপতি – প্রতিভা পাটিল
➤ স্পিকার – মীরাকুমার
➤ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি – অ্যানি বেসান্ত
➤ইংলিশ চ্যানেলজয়ী সাঁতারু— আরতি সাহা
➤এভারেস্টজয়ী মহিলা - বাচেন্দ্রি পাল
➤ আই.এ.এস অফিসার - আন্না জর্জ মালহোত্রা
➤আই. পি. এস অফিসার - কিরণ বেদী
➤ হাইকোর্টের বিচারপতি - আন্নাচান্ডি
➤ সুপ্রিমকোর্টের বিচারপতি - এম. ফাতিমা বিবি
➤ সেনা মেডেলপ্রাপ্ত প্রথম মহিলা - কনস্টেবল বিমলা দেবী
➤ নোবেল পুরস্কারপ্রাপ্ত - মাদার টেরিজা
➤মিস ইউনিভার্স – সুস্মিতা সেন
➤ মিস ওয়ার্ল্ড - রীতা ফারিয়া
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।