ভারতের আবহাওয়া ও জলবায়ু
Study Take ✍
নমস্কার বন্ধুরা,
স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। আজকের এই বিশেষ পর্বটি মূলত সাজানো রয়েছে ভারতের আবহাওয়া ও জলবায়ু অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর নিয়ে, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষা, WBCS, RAILWAY, GROUP D, WBPSC ,SSC ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ।
প্রথমে নিজে চেষ্টা করো প্রশ্নগুলোর উত্তর দিতে। এরপর সঠিক উত্তর দেখে নাও। প্রতিটি প্রশ্নের জন্য প্রয়োজনীয় ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যাতে তুমি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারো।
আজকের ভারতের আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের MCQ পর্বটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো — যাতে তারাও উপকৃত হতে পারে।
1. ভারতের উপর আইটিসিজেড (ITCZ)-এর উত্তরমুখী সরে যাওয়া কোন মৌসুমের সূচনা ঘটায়?
- (A) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
- (B) প্রত্যাবর্তনশীল মৌসুমী বায়ু
- (C) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
- (D) পশ্চিমী নিম্নচাপ
উত্তর: ✅ (C) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
ব্যাখ্যা: গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে অবস্থান করলে ITCZ উত্তর দিকে সরে যায়। এর ফলে দক্ষিণ-পূর্ব বাণিজ্য বায়ু বিষুবরেখা অতিক্রম করে কোরিওলিস বলের কারণে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, যা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত।
2. জানুয়ারি মাসে নিচের কোন স্থানটি স্বাভাবিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে?
- (A) বিকানের
- (B) বেঙ্গালুরু
- (C) জয়সলমের
- (D) ফিরোজপুর
উত্তর: ✅ (D) ফিরোজপুর
ব্যাখ্যা: পাঞ্জাবের ফিরোজপুর জানুয়ারি মাসে সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করে। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভূমধ্যসাগর থেকে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝা ভারতে প্রবেশ করে। এই বিঘ্ন সরে যাওয়ার পর ঠান্ডা প্রবাহের কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫°C থেকে ১০°C পর্যন্ত নেমে যায়। বিকানের, জয়সলমের ও ফিরোজপুরের মধ্যে ফিরোজপুর সবচেয়ে পশ্চিমে অবস্থিত, তাই এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়।
3. মে মাসে তিরুবনন্তপুরমের তাপমাত্রা মুম্বাইয়ের তুলনায় কম এবং জানুয়ারি মাসে বেশি থাকে কেন?
- (A) তিরুবনন্তপুরম ঠান্ডা স্রোতের প্রভাবাধীন, মুম্বাই উষ্ণ স্রোতের প্রভাবাধীন
- (B) তিরুবনন্তপুরমে গ্রীষ্মে বেশি বৃষ্টিপাত হয় এবং এটি বিষুবরেখার কাছাকাছি অবস্থিত
- (C) তিরুবনন্তপুরম বায়ুরোধী দিকে, মুম্বাই বায়ুরছায়া দিকে
- (D) তিরুবনন্তপুরম সবুজ, মুম্বাই নয়
উত্তর: ✅ (B) তিরুবনন্তপুরমে গ্রীষ্মে বেশি বৃষ্টিপাত হয় এবং এটি বিষুবরেখার কাছাকাছি অবস্থিত
ব্যাখ্যা: তিরুবনন্তপুরমে মে মাসে গ্রীষ্মকালে বৃষ্টিপাত বেশি হয়, যা গ্রীষ্মকালে তাপমাত্রা কমায়। জানুয়ারি মাসে ভারতে শীতকাল থাকে, ফলে মুম্বাইয়ের তাপমাত্রা তিরুবনন্তপুরমের তুলনায় কম হয়, কারণ তিরুবনন্তপুরম বিষুবরেখার কাছাকাছি অবস্থিত।
4. কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ অনুসারে কেরালার জলবায়ু কোন ধরনের?
- (A) ক্রান্তীয় মৌসুমি
- (B) ক্রান্তীয় আর্দ্র
- (C) ক্রান্তীয় সাভানা
- (D) শীতল আর্দ্র শীতকাল
উত্তর: ✅ (B) ক্রান্তীয় আর্দ্র
ব্যাখ্যা: কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ অনুসারে কেরালার জলবায়ু ক্রান্তীয় আর্দ্র প্রকৃতির বা Amw (স্বল্প শুষ্ক শীতসহ মৌসুমি প্রকৃতির)। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এখানে বার্ষিক প্রায় ৩০০ সেমি বৃষ্টিপাত হয়।
5. পশ্চিমি ঝঞ্ঝা কোন অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে?
- (A) ভূমধ্যসাগর
- (B) আরাল সাগর
- (C) কাস্পিয়ান সাগর
- (D) উপরের কোনোটিই নয়
উত্তর: ✅ (A) ভূমধ্যসাগর
ব্যাখ্যা: শীতকালে পশ্চিমি ঝঞ্ঝা ভূমধ্যসাগর থেকে উৎপত্তি লাভ করে এবং ইরাক, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান অতিক্রম করে ভারতে প্রবেশ করে। পথে এটি কাস্পিয়ান সাগর ও পারস্য উপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে। এর ফলে রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় প্রচুর বৃষ্টিপাত হয়, সিন্ধু-গাঙ্গেয় সমভূমিতে হালকা বৃষ্টি হয় এবং হিমালয় অঞ্চলে তুষারপাত ঘটে।
🌍 SLST ভূগোল প্রস্তুতি: ভূকম্প তরঙ্গ ও ভূ-অভ্যন্তরের গঠন | Seismic Waves 👉 এই পোস্টটি অবশ্যই দেখো
6. মুম্বাই পুনের তুলনায় বেশি বৃষ্টিপাত পায় কারণ—
- (A) মুম্বাই পশ্চিমঘাটের প্রতিবাত ঢালে অবস্থিত
- (B) পুনে অধিক উচ্চতায়
- (C) মুম্বাই উপকূলবর্তী শহর
- (D) পুনেতে উদ্ভিদ কম
উত্তর: ✅ (A) মুম্বাই পশ্চিমঘাটের প্রতিবাত ঢালে অবস্থিত
ব্যাখ্যা: মুম্বাই পশ্চিমঘাট পর্বতের প্রতিবাত ঢালে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টি হয় (প্রায় ১৯০ সেমি)। অপরদিকে মুম্বাই থেকে প্রায় ১৬০ কিমি দূরে অবস্থিত পুনে পশ্চিমঘাটের অনুবাত ঢালে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিচ্ছায়া অঞ্চল তৈরি হয়েছে, ফলে পুনেতে বৃষ্টির পরিমাণ কম (প্রায় ৫০ সেমি)।
7. কোন অঞ্চলে বছরে ৫০ সেমি-র কম বৃষ্টিপাত হয়?
- (A) মেঘালয়
- (B) কাশ্মীরের লে
- (C) কোরোমণ্ডল উপকূল
- (D) কঙ্কণ উপকূল
উত্তর: ✅ (B) কাশ্মীরের লে
ব্যাখ্যা: লে সমুদ্র থেকে দূরে হওয়ায় জলীয় বাষ্পের অভাব থাকে, ফলে এখানে বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেমি-রও কম।
8. ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
- (A) মহাবালেশ্বর
- (B) চেরাপুঞ্জি
- (C) উদগামন্ডলম
- (D) মৌসিনরাম
উত্তর: ✅ (D) মৌসিনরাম
ব্যাখ্যা: মৌসিনরামে বার্ষিক গড় বৃষ্টিপাত ১২২১ সেমি, যা ভারতের সর্বাধিক। অন্যদিকে চেরাপুঞ্জির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১১০২ সেমি।
9. ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল কোনটি?
- (A) তেলেঙ্গানা
- (B) মারওয়ার
- (C) বিদর্ভ
- (D) মরাঠওয়াড়া
উত্তর: ✅ (B) মারওয়ার
ব্যাখ্যা: মারওয়ার অঞ্চল দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থিত এবং এর কিছু অংশ থর মরুভূমির অন্তর্গত। ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম।
10. পশ্চিমি ঝঞ্ঝা শীতকালে ভারতের কোন রাজ্যে বৃষ্টি ঘটায়?
- (A) পাঞ্জাব ও হরিয়ানা
- (B) বিহার ও পশ্চিমবঙ্গ
- (C) কেরালা ও কর্ণাটক
- (D) মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ
উত্তর: ✅ (A) পাঞ্জাব ও হরিয়ানা
ব্যাখ্যা: ভূমধ্যসাগরীয় অঞ্চলের পশ্চিমি ঝঞ্ঝা ভারতের উত্তর-পশ্চিমে প্রবেশ করে পাঞ্জাব ও হরিয়ানায় হালকা বৃষ্টিপাত ঘটায়।
11. দিল্লিতে শীতকালে বৃষ্টিপাত হয় কোন কারণে?
- (A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
- (B) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
- (C) সংবহনজনিত বৃষ্টি
- (D) পশ্চিমি ঝঞ্ঝা
উত্তর: ✅ (D) পশ্চিমি ঝঞ্ঝা
ব্যাখ্যা: পশ্চিমি ঝঞ্ঝা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কিছু অংশে শীতকালে বৃষ্টিপাত ঘটায়।
🌍 গ্রীনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন | Global Warming।কারণ, প্রভাব ও প্রতিকার – Study Take 👉 এই পোস্টটি অবশ্যই দেখো
12. গরম ও শুষ্ক আবহাওয়ার সময় কোথায় সর্বনিম্ন বায়ুচাপ থাকে?
- (A) কচ্ছের রান
- (B) রাজস্থান
- (C) উত্তর-পশ্চিম ভারত
- (D) মেঘালয়
উত্তর: ✅ (B) রাজস্থান
ব্যাখ্যা: রাজস্থানে গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেশি হওয়ায় নিম্নচাপ বলয় তৈরি হয়।
13. উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় কোথায়?
- (A) পশ্চিমবঙ্গ
- (B) আসাম
- (C) কেরালা
- (D) তামিলনাড়ু
উত্তর: ✅ (D) তামিলনাড়ু
ব্যাখ্যা: তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর বৃষ্টি পায়, যা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু নামেও পরিচিত।
14. দেশের ২০% বা তার বেশি এলাকায় মৌসুমী বৃষ্টির ঘাটতি হলে একে কী বলা হয়?
- (A) বন্যা-বছর
- (B) খরা-বছর
- (C) দুর্ভিক্ষ-বছর
- (D) স্বয়ংসম্পূর্ণ বছর
উত্তর: ✅ (B) খরা-বছর
ব্যাখ্যা: IMD অনুযায়ী, দেশের ২০% বা তার বেশি এলাকায় মৌসুমী বৃষ্টির ঘাটতি ঘটলে সেটিকে খরা-বছর বলা হয়।
15. ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র কোথায় প্রস্তুত ও মুদ্রিত হয়?
- (A) কলকাতা
- (B) মুম্বাই
- (C) নয়াদিল্লি
- (D) পুনে
উত্তর: ✅ (D) পুনে
ব্যাখ্যা: ১৮৬৪ সালে IMD প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর ১৯৪৯ সালে পুনেতে স্থানান্তরিত হয়। এখানেই দৈনিক আবহাওয়া মানচিত্র প্রস্তুত হয়।
16. যে এল-নিনো ভারতীয় মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, তা কী ধরনের স্রোত?
- (A) ঠান্ডা সাগর স্রোত, চিলির উপকূল বরাবর উত্তরদিকে
- (B) উষ্ণ সাগর স্রোত, ইকুয়েডর ও পেরুর উপকূল বরাবর পশ্চিমদিকে
- (C) স্পেনের পশ্চিম উপকূলে নিম্নচাপ
- (D) উপরের কোনোটিই নয়
উত্তর: ✅ (B) উষ্ণ সাগর স্রোত, ইকুয়েডর ও পেরুর উপকূল বরাবর পশ্চিমদিকে
ব্যাখ্যা: এল-নিনো (El Niño) হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলির উপকূলে মাঝে মাঝে সৃষ্টি হওয়া অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উন্নস্রোত (নিরক্ষীয় স্রোত)। সাধারণত প্রতি ৪–৭ বছর অন্তর পেরু ও ইকুয়েডরের উপকূলে এল-নিনোর আগমন ঘটে। এল-নিনোর বছরে পৃথিবীর কিছু অঞ্চলে তীব্র খরা, আবার কিছু অঞ্চলে প্রবল ঝড়-তুফান ও অতিবৃষ্টিপাত দেখা যায়। এই কারণেই একে El Niño Southern Oscillation (ENSO) বলা হয়।
17. ভারতের ‘বৃষ্টিচ্ছায়া’ অঞ্চল কোনটি?
- (A) পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশ
- (B) ছোটনাগপুর মালভূমি
- (C) হিমালয়ের পায়েদমন্ট অঞ্চল
- (D) মরুভূমি
উত্তর: ✅ (A) পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশ
ব্যাখ্যা: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরবসাগরীয় শাখার প্রথম প্রবাহপথে পশ্চিমঘাট পর্বতশ্রেণি অবস্থান করে। এই শাখা পশ্চিমঘাটের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু পূর্ব ঢাল ‘বৃষ্টিচ্ছায়া’ অঞ্চলে পড়ায় সেখানে বৃষ্টিপাত খুবই কম হয়।
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।