উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি সমূহ ;
Major Tribes in North East India
নমস্কার বন্ধুরা, আজ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি বা Tribes of North East India সম্পর্কে আলোচনা করব। প্রায় সমস্ত সরকারী চাকরীর পরীক্ষা গুলতে ভারতের বিভিন্ন উপজাতি বা Tribes of India সম্পর্কে দু তিনটি প্রশ্ন থাকেই। বিশেষ করে রেলওয়ে, PSC , SSC, Group-D Exam, NTPC, WBP ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষা গুলিতে উপজাতির নাম, কোন রাজ্যের উপজাতি এই ধরনের প্রশ্ন গুলি সচরাচর দেখা যায়। আজকের এই পর্বে আমরা উত্তর-পূর্ব ভারতের প্রধান উপজাতি বা Major Tribes in North East India নিয়ে আলোচনা করব।
অসম ঃ
- নিগ্রিটস , টিবেটো , বার্মিস , আর্য , ড্রাভিডিয়ান ,আলাপাইন ইত্যাদি
মেঘালয় ঃ
- গারো, খাসি, পার, জয়ন্তী ইত্যাদি
মিজোরাম ঃ
- পয়, পাইতে , ডুলিয়েন , সাক্তে , ইত্যাদি
মনিপুর ঃ
- আনল , চিরু , ছোটে , আয়মল , গাংতে ইত্যাদি
অরুনাচল প্রদেশ ঃ
- বমিস, বোগাম , কর্কস, মিনঙ্গস, শিমঙ্গ ইত্যাদি
নাগাল্যান্ডঃ
- সঙ্গতাম, সিমা, জেলিঙ্গি, যুমচাঙ্গার, জেলিঙ্গ ইত্যাদি
ত্রিপুরা ঃ
- রিয়াঙ্গ , লুসাই, গারো ইত্যাদি
সিকিম ঃ
- নেপালি, ভুটিয়া , লেপচা ইত্যাদি
আরও পড়ো
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।