বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল
নমস্কার বন্ধুরা , আজ আমরা বিখ্যাত কিছু ব্যক্তির সমাধিস্থল নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষাতে সমাধিস্থল নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে। আশাকরি এই পোস্ট এর মাধ্যমে তোমরা সমাধিস্থল গুলো সম্পর্কে স্পষ্ট ধারনা পেয়ে যাবে। তোমাদের যদি পিডিএফ কপির প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সরাসরি আমাদের ফেসবুক পেজ এ কমেন্ট করে জানাতে পারো বা পোষ্টের শেষে কমেন্ট অপশন থেকেও কমেন্ট করতে পারো । এছারাও তোমরা আমাদের সমস্ত পোস্ট এর আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দেব। তোমরা লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
SL. NO |
ব্যক্তির নাম |
সমাধিস্থল |
1 |
মহাত্মা গান্ধি |
রাজঘাট |
2 |
চৌধুরী চরণ সিং |
কিষাণঘাট |
3 |
লালবাহাদুর শাস্ত্রী |
বিজয়ঘাট |
4 |
শক্তিস্থল |
ইন্দিরা গান্ধি |
5 |
বীরভুমি |
রাজিব গান্ধি |
6 |
একতাস্থল |
জ্ঞানী জৈল সিং |
7 |
অজয় ঘাট |
মোরারজি দেশাই |
7 |
শান্তিবন |
জওহরলাল নেহেরু |
9 |
মহাপ্রয়াণঘাট |
ডঃ রাজেন্দ্র প্রসাদ |
10 |
চৈত্র ভুমি |
বি আর আম্বেদকর |
11 |
সমতা স্থল |
বাবু জগজীবন রাম |
12 |
তাজমহল |
মমতাজ ও শাহজাহান |
13 |
উদয় ভুমি |
কে আর নারায়ণন |
14 |
কর্ম ভুমি |
ডঃ শঙ্কর দয়াল শর্মা |
15 |
নারায়ণঘাট |
গুলজারিলাল নন্দ |
সমস্ত পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ জয়েন
করুন । ক্লিক করুন এখানে 👉 Click Here
টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে ক্লিক করুন এখানে 👉 Click Here
অথবা টেলিগ্রামে গিয়ে টাইপ করুন t.me/studytakedotcom
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।