Type Here to Get Search Results !

ভাইরাস । VIRUS


ভাইরাস ।  VIRUS

ভাইরাস ।  VIRUS




নমস্কার বন্ধুরা, আজ আমরা ভাইরাস সম্পর্কে আলোচনা করব । বর্তমান সময়ে একটি ভাইরাস আমাদের সমগ্র মানব জাতীকে নাজেহাল করে দিয়েছে ।করোনা ভাইরাস বা COVID-19 ভাইরাস আজ সমগ্র বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে ।এই ভাইসারকে ঠেকাতে কোথাও পুরোপুরি লকডাউন আবার কোথাও বা আংশিক লকডাউন চলছে ।আজকের আলোচনায় আজ আমরা ভাইরাস সম্পর্কে প্রাথমিক বিষয় গুলো নিয়ে আলোচনা করব। যেমন – ভাইরাস কি ? ভাইরাসের বৈশিষ্ট্যগুলি কি কি? ভাইরাসের গঠন , ভাইরাসের গুরুত্ব, ফাজ ভাইরাস কী? উপকারী ভাইরাস এবং উদ্ভিদ ও প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী বিভিন্ন ভাইরাস ইত্যাদি বিষয় গুলো নিয়ে আজকের আলোচনা । 

 

ভাইরাস কি ?

নিউক্লীয় প্রোটিন দ্বারা গঠিত, কেবল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান, অকোষীয় , রোগ সৃষ্টিকারী , জীব ও জড়ের  মধ্যবর্তী পর্যায়ের একপ্রকারের বস্তুকে ভাইরাস বলে ।

 

 

ভাইরাসের বৈশিষ্ট্য  -  

1.   নির্দিষ্ট আকারযুক্ত

2.   অকোষীয়

3.   ইলেকট্রন আণুবীক্ষণিক

4.   সজীব পোষক কোশে বংশবিস্তারে সক্ষম ।

5.   জীবাণু ফিল্টারে পরিস্রাবণ যোগ্য ।

6.   DNA অথবা RNA যুক্ত এবং প্রোটিন ক্যাপসিড সমন্বিত ।

7.   জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের

 

ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন ? 

ভাইরাসকে অকোষীয় বলা হয় কারণ , দেহে সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস অনুপস্থিত ।

 

ভাইরাসের গঠন –

একটি সম্পূর্ণ ভাইরাস কণা কে ভিরিয়ন বলে । ভাইরাসের দেহে প্রধান দুটি অংশ-

১) ক্যাপসিড বা বহিরাবরণ

২) নিউক্লিওয়েড বা ভাইরাস-জিনোম (ক্যাপসিড মধ্যস্থ অংশ )

 

১) ক্যাপসিড –

ভাইরাসের বাইরের আবরণটি ক্যাপসিড নামে পরিচিত। ক্যাপসিড ক্যাপসোমিয়ার নামক কতগুলি উপ-একক দিয়ে তৈরি। এটি প্রধানত প্রোটিন দ্বারা গঠিত ।

ব্যতিক্রম : কোন কোন ক্ষেত্রে অন্যান্য উপাদান দেখা যায় । যেমন – ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে স্নেহ পদার্থ ও শ্বেতসার ।TMV ভাইরাসে কার্বোহাইড্রেট দেখা যায় ।

·         যেসব ভাইরাসে কোন ক্যাপসিড থাকেনা সেসব ভাইরাসকে ভাইরয়েড বলে । যেমন – রাউস ভাইরাস

·         যেসব ভাইরাসে ক্যাপসিডকে আবৃত করে একটি প্রোটিন-লিপিড স্তর বা এনভেলপ থাকে । এরূপ এনভেলপ যুক্ত ভাইরাসকে লীপোভাইরাস বালে। যেমন – বসন্ত ভাইরাস

 

ক্যাপসিডের কাজ – নিউক্লিওয়েডকে রক্ষা করা ।





২) নিউক্লিওয়েড –

নিউক্লিওয়েড ভাইরাসের ক্যাপসিড মধ্যস্থ অংশ । এটি নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত ।এইজন্য একে ভাইরাস-জিনোম-ও বলা হয় । ভাইরাস দেহে DNA অথবা RNA যে কোন এক প্রকারের নিউক্লিক অ্যাসিড থাকে ।

 নিউক্লিওয়েডের কাজ – প্রজননিক বস্তু হিসাবে কাজ করে ।

 

 

উপকারী ভাইরাস – ব্যাকটিরিওফাজ বা ফাজ ভাইরাস । 

ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী DNA-যুক্ত ভাইরাসকে ফাজ ভাইরাস বলে । এটি একপ্রকারের উপকারী ভাইরাস যা কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তার করে সেসব ব্যাকটেরিয়াদের ধ্বংস করে পরোক্ষভাবে আমাদের উপকার করে । তাই ব্যাকটিরিওফাজ বা ফাজ ভাইরাসকে উপকারী ভাইরাস বলে ।

 

 

ভাইরাস নিয়ে গবেষণা :

ভাইরাস গুলি সংক্রামক হওয়ায় উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন রোগের জন্য দায়ী । ভাইরাস আক্রান্তের ফলে উদ্ভিদ এবং প্রাণী জগতে এর ব্যপক প্রভাব পড়েছে। মানবজাতিকে ভাইরাস ঘটিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকার ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে । এসব  ভ্যাকসিন গুলি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে ব্যবহৃত হয় ।

ভাইরাস রোগ সৃষ্টিকারী প্রতিনিধি রূপে গণ্য হওয়ায় এবং জিন তত্ত্বীয় নানান পরিক্ষামূলক গবেষণার উপাদান হওয়ায় ভাইরোলজী (Virology) অর্থাৎ ভাইরাসদের সম্পর্কে অধ্যয়ন জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র  বিজ্ঞানে পরিণত হয়েছে । বর্তমান সময়ে ভাইরোলজী আণবিক জীববিজ্ঞানে ( Moleculer Biology ) একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে ।


আজকের পর্বে আমরা  কিছু রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস সম্পর্কে আলোচনা করবো । নিচে একটি তালিকার মাধ্যমে কিছু উদ্ভিদ ভাইরাস  এর নাম এর সৃষ্টিকারী রোগ এবং আক্রান্ত  স্থান এর বিবরণ দেওয়া হল। পরবর্তী পর্বে আমরা  প্রাণী ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট রোগ গুলি নিয়ে আলোচনা করবো ।

  



 

         বিভিন্ন  রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস 

 Sl No

ভাইরাসের নাম

রোগের নাম

আক্রান্ত স্থান

বিন-মোজাইক-ভাইরাস

বিন-মোজাইক

শিম গাছের পাতা

টোব্যাকো মোজাইক ভাইরাস

টোব্যাকো মোজাইক

তামাক গাছের পাতা

পি-মোজাইক ভাইরাস

পি-মোজাইক

মটর গাছের পাতা

লেটুস মোজাইক ভাইরাস

লেটুস মোজাইক

লেটুস গাছের পাতা

টমাটো বুসি ভাইরাস

লিফ কার্ল

টমাটো গাছের পাতা

বাঞ্চি টপ ভাইরাস

বাঞ্চি টপ

কলাগাছের পাতা

স্টার ক্রাক ভাইরাস

স্টার ক্রাক

আপেল ও ন্যাসপাতি ফল

লিফকার্ল ভাইরাস

লিফকার্ল

পেপে গাছের পাতা

 স্ট্রেক ভাইরাস

স্ট্রেক

বাজরা দানা

 

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies