রোগ সৃষ্টিকারী প্রাণী ভাইরাস
প্রথম পর্বটি দেখতে ক্লিক করুন এখানে 👉 ভাইরাস । VIRUS
নিচে একটি তালিকার মাধ্যমে বিভিন্ন প্রাণী রোগ সৃষ্টিকারী প্রাণী ভাইরাস গুলো দেখানো হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারী নিয়োগ পরীক্ষা গুলোতে সাধারন জ্ঞান হিসেবে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন আসে। কাজেই আগামী দিনের পরীক্ষা গুলোতে ভালো ফল করতে হলে সমস্ত বিষয় গুলি খুটিয়ে পড়তে হবে। তোমরা যারা Railway Group D exam, NTPC, PSC , TET ইত্যাদি পরীক্ষা গুলোর জন্য প্রস্থুতি নিচ্ছ তাদের জন্য আমাদের সমস্ত পর্ব গুলো খুবই গুরুত্বপূর্ণ । গতবারের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় দেখা গেছে প্রায় সমস্ত বিষয় গুলো থেকেই প্রশ্ন করেছে। সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে বিজ্ঞান থেকে। Life Science এবং Physical Science থেকে প্রচুর প্রশ্ন এসেছে। তোমরা যারা মাধ্যমিক এর পর আর Science এর বিষয় গুলো পড়ো নাই তাদের জন্য রেলওয়ে পরীক্ষায় সবগুলি প্রশ্নের নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করা হয়ে ওঠেনা । কাজেই নিজেদের কে তৈরি করার জন্য এখন থেকেই প্রতিটি বিষয় খুঁটিয়ে পড়তে হবে।তোমাদের এই প্রস্তুতিতে স্টাডি টেক সবসময় তোমাদের পাশে থাকবে। আমাদের সঙ্গে সর্বদা জুরে থাকার জন্য আমাদের ফেসবুক পেজ এ লাইক কর এবং আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন কর। ইস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। সবগুলোর লিঙ্ক নিচে দিয়ে দেব। আথবা এখানে নীল লেখা গুলতে ক্লিক করেও সরাসরি যুক্ত হতে পারো ।
বিভিন্ন রোগ সৃষ্টিকারী প্রাণী ভাইরাস ঃ-
ভাইরাসের নাম | রোগের নাম | আক্রান্ত স্থান |
---|---|---|
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস | ইনফ্লুয়েঞ্জা | প্রধানত শ্বাসনালী, ফুসফুস, এবং দেহের অন্যান্য অঙ্গ। |
ভ্যক্সিনিয়া | জলবসন্ত | চর্ম |
ভ্যরিওলা | গুটি বসন্ত | চর্ম |
পোলিওমায়েলিটিস | পোলিও | স্নায়ুতন্ত্র |
মাম্পস ভাইরাস | মাম্পস | গাল এবং গলা |
মিসলস ভাইরাস | হাম | চর্ম |
এনকেফালাইটিস ভাইরাস | এনকেফালাইটিস | মস্তিস্ক |
রেবিস ভাইরাস | জলাতঙ্ক | পাগলা কুকুর, বিড়াল, শিয়ালের লালায় আবস্থান করে। |
HIV | AIDS | সমগ্র দেহ |
আমাদের মক টেস্ট পর্ব গুলি যদি তুমি মিস করে থাক তবে নিচে ক্লিক করে তোমার পছন্দ মতো মক টেস্ট এ অংশগ্রহণ করে নাও। অথবা এখানে ক্লিক কর 👉 Click Here
👉Online Mock Test - Life Science - For all Competitive Exam- Part -01
👉 বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে ক্লিক করুন এখানে। Click Here
সমস্ত ধরনের পোস্ট এর আপডেট পেতে এবং আরও নানান বিষয় এ জানতে আমাদের ইনস্টাগ্রামে আসুন এখানে ক্লিক করে। Click Here
আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে টাইপ করুন
https://t.me/studytakedotcom
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।