Type Here to Get Search Results !

প্রাথমিক টেট পরীক্ষার মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর | Primary Tet Question MCQ Type


প্রাথমিক টেট পরীক্ষার   মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর ঃ পর্ব - ০১ 

Primary Tet  MCQ question



নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছ । বর্তমান সময়ে চারিদিকে এক সংকটজনক পরিস্থিতি । করোনা ভাইরাস এর থাবায় মানুষ আজ অসহায় । কবে আবার সব কিছু ঠিকঠাক হবে তা কেউ নিশ্চিত করে  বলতে পারছে না। কাজেই এই সঙ্কটের সময় আমাদের সকলকে সাবধানে থাকতে হবে এবং সব রকম  স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই সময়  স্কুল, কলেজ বন্ধ থাকায় তোমরা সবাই দারুন একটা ফাঁকা সময় পেয়েছ। কাজেই এই সময়টাকে কাজে লাগিয়ে আগামীর জন্য নিজেকে তৈরি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। 

তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে স্টাডি টেক এর পক্ষ থেকে তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষার উপযোগী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়। আজকের এই পর্বে  প্রাথমিক টেট বা অন্য যেকোনো টেট পরীক্ষার উপযোগী কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি প্রশ্নই খুব  গুরুত্বপূর্ণ । আশাকরি আজকের পর্বটি তোমাদের খুব ভালো লাগবে। পোস্ট টি ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। সবশেষে একটা কথাই বলবো এই  প্রশ্নোত্তর পর্বটি থেকে যদি তোমাদের  সামান্যতম  উপকার হয় তবেই আমার লেখা সার্থক ।






1. ভ্রান্ত প্রত্যক্ষন কিসের ভুল ব্যাখ্যা ?




... Answer is B)
সংবেদনের





2. নিচের কোনটি ত্বক জাত সংবেদন নয়?




... Answer is C)
বর্ণ





3. ইন্দ্রিয়জাত বিশেষ সংবেদন কত ভাগে বিভক্ত




... Answer is C)
পাঁচ (৫)





4. প্রত্যক্ষন কিসের অর্থবোধ




... Answer is B)
সংবেদনের





5. প্রত্যক্ষন হল সম্পূর্ণ




... Answer is B)
মানসিক প্রক্রিয়া





6. ধারনা শিখন পরিবেশের জটিলতা কে




... Answer is D)
কমায়





7. ধারনা গঠনের শেষ স্তর হল




... Answer is C)
নামকরণের স্তর





8. সংবেদন মূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হল




... Answer is A)
প্রত্যক্ষন





9. ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শে আসামাত্র বস্তু সম্পর্কে প্রাণীর যে চেতনা জাগে তা হল




... Answer is B)
সংবেদন





10. মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল




... Answer is C)
উদ্দিপকের তীব্রতা



আরও পড়ুন 





আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে ক্লিক করুন এখানে। Click Here 

সমস্ত ধরনের পোস্ট এর আপডেট পেতে এবং আরও নানান বিষয় এ জানতে আমাদের  ইনস্টাগ্রামে আসুন এখানে ক্লিক করে। Click Here

আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে টাইপ করুন 

https://t.me/studytakedotcom

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies