বৈদিক সভ্যতা । প্রচুর মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর । BENGALI MOCK TEST ON VAIDIC PERIOD
Admin24 May
0
VAIDIC PERIOD
মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর
বৈদিক সভ্যতা । মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর
প্রথমে নিজে চেষ্টা কর, পরে উত্তর দেখ
প্রিয় পাঠকবৃন্দ,
স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি বিশেষ পর্ব । আজকের এই পর্বে রয়েছে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও বৈদিক সাহিত্য সম্পর্কে ৫৫ টি MCQ প্রশ্নোত্তর। ঋকবেদ থেকে উপনিষদ পর্যন্ত ৫৫টি মনোগ্রাহী প্রশ্নের মাধ্যমে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে এই MCQ কুইজটি তৈরি করা হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে রয়েছে বিস্তারিত ব্যাখ্যা যা তোমার জ্ঞানকে করবে আরো সমৃদ্ধ।
কিভাবে পরীক্ষাটি দেবে: প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন কর, "উত্তর দেখুন" বাটনে ক্লিক করে জেনে নাও সঠিক উত্তর, এবং শেষে "সাবমিট করুন" বাটনে ক্লিক করে দেখে নাও তোমার স্কোর।
💡 এই পোস্টটি যদি তোমার ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না! পরবর্তীতে তোমরা কোন টপিকের ওপর এ ধরনের আরও প্রশ্নোত্তর চাও তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ।
1নিম্নের কোনটি প্রাচীনতম বেদ?সহজ
A
সামবেদ
B
যজুর্বেদ
C
অথর্ববেদ
D
ঋকবেদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) ঋকবেদ
ব্যাখ্যা: ঋকবেদ হলো চারটি বেদের মধ্যে প্রাচীনতম এবং হিন্দু ধর্মের সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থ। এটি আনুমানিক ১৫০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল।
2ঋকবেদের স্তোত্রগুলি কোন নামে পরিচিত?সহজ
A
শুক্ত
B
অধ্যায়
C
সূত্র
D
যামি
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) শুক্ত
ব্যাখ্যা: ঋকবেদের স্তোত্রগুলো "শুক্ত" নামে পরিচিত, যা দেবতাদের উদ্দেশ্যে রচিত ভক্তিমূলক গান।
3কোন নদীর নাম ঋকবেদে একবারই পাওয়া যায়?মধ্যম
A
গঙ্গা
B
সিন্ধু
C
সরস্বতী
D
ঝিলাম
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) গঙ্গা
ব্যাখ্যা: ঋকবেদে গঙ্গা নদীর নাম মাত্র একবার উল্লেখ করা হয়েছে, অন্যদিকে সরস্বতী ও সিন্ধু নদীর বহুবার উল্লেখ রয়েছে।
4চারটি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হল, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ।সহজ
A
অথর্ব
B
যজু
C
ঋক
D
সাম
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) সাম
ব্যাখ্যা: সামবেদ চারটি বেদের মধ্যে সংক্ষিপ্ততম এবং এটি প্রধানত গান ও সুরের সংকলন।
5নিম্নের কোন্ লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়?মধ্যম
A
উপনিষদ
B
আরণ্যক
C
পিটক
D
ব্রাহ্মণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) পিটক
ব্যাখ্যা: পিটক বৌদ্ধ ধর্মগ্রন্থের অংশ, বৈদিক সাহিত্যের নয়। উপনিষদ, আরণ্যক ও ব্রাহ্মণ বৈদিক সাহিত্যের অন্তর্গত।
6'উপনিষদ' কথাটির মধ্যে 'উপা' অংশটির অর্থ কি?সহজ
A
নৈকট্য
B
সম্পূর্ণতা
C
গোপনীয়তা
D
সুখ
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) নৈকট্য
ব্যাখ্যা: 'উপনিষদ' শব্দের 'উপা' অর্থ নিকটে বা নৈকট্য, এবং 'নিষদ' অর্থ বসা। অর্থাৎ গুরু-শিষ্যের নিকটে বসে জ্ঞানলাভ।
ব্যাখ্যা: ঋকবেদের প্রতিটি খণ্ডকে "মন্ডল" বলা হয়। এতে মোট ১০টি মন্ডল রয়েছে।
8'সুশ্রুতা সংহিতা' নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করে?মধ্যম
A
ধর্ম এবং পুরাণ
B
চিকিৎসা
C
জ্যোতিষশাস্ত্র
D
গণিত
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) চিকিৎসা
ব্যাখ্যা: সুশ্রুতা সংহিতা প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক গ্রন্থ, যা শল্যচিকিৎসা (সার্জারি) নিয়ে আলোচনা করে।
9অথর্ব বেদে কতগুলি খন্ড আছে?সহজ
A
২০
B
১৫
C
১০
D
৫
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) ২০
ব্যাখ্যা: অথর্ববেদে ২০টি খণ্ড (কাণ্ড) রয়েছে, যেখানে জাদুবিদ্যা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের মন্ত্র রয়েছে।
10বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত?মধ্যম
A
আস্কিনি
B
পুরুষনী
C
বিতস্তা
D
শতদ্রু
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) আস্কিনি
ব্যাখ্যা: বৈদিক যুগে চেনাব নদীকে "আস্কিনি" নামে ডাকা হত। বিতস্তা হলো ঝিলাম নদীর বৈদিক নাম।
11বেদের অপর নাম হল-সহজ
A
শ্রুতি
B
স্মৃতি
C
সংহিতা
D
বেদাঙ্গ
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) শ্রুতি
ব্যাখ্যা: বেদকে "শ্রুতি" বলা হয়, কারণ এগুলি ঋষিদের দ্বারা শ্রুত বা শোনা জ্ঞান হিসেবে বিবেচিত হয়।
12ঋকবেদে সবথেকে বেশি উল্লিখিত নদী কোনটি?সহজ
A
সিন্ধু
B
শতদ্রু
C
সরস্বতী
D
গান্দকী
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) সরস্বতী
ব্যাখ্যা: ঋকবেদে সরস্বতী নদীকে "নদীতমা" (নদীদের মধ্যে শ্রেষ্ঠ) বলা হয়েছে এবং এটি সবচেয়ে বেশি উল্লিখিত নদী।
13আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্ক্যের সাথে নিম্নলিখিত কোন্ বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন?মধ্যম
A
গার্গী
B
মৈত্রেয়ী
C
কমলা
D
কালিন্দী
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) গার্গী
ব্যাখ্যা: গার্গী বাচক্নবী ছিলেন একজন বিদুষী মহিলা ঋষি, যিনি যাজ্ঞবল্ক্যের সাথে দার্শনিক তর্কে অংশ নিয়েছিলেন।
14'বেদ' শব্দটি 'বিদ' ধাতু থেকে এসেছে, যার অর্থ-সহজ
A
জ্ঞান
B
শক্তি
C
সত্য
D
কর্ম
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) জ্ঞান
ব্যাখ্যা: 'বিদ' ধাতুর অর্থ হলো জানা বা জ্ঞান। তাই 'বেদ' শব্দের অর্থ জ্ঞান।
15নিম্নোক্ত কোন্ ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল?মধ্যম
A
বাল গঙ্গাধর তিলক
B
ম্যাক্সমুলার
C
দয়ারাম সরস্বতী
D
এ.সি. দাস
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) বাল গঙ্গাধর তিলক
ব্যাখ্যা: বাল গঙ্গাধর তিলক তার "The Arctic Home in the Vedas" বইয়ে এই তত্ত্ব উপস্থাপন করেন।
16ঋকবেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন?সহজ
A
অগ্নি
B
ইন্দ্র
C
বরুণ
D
বিষ্ণু
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) ইন্দ্র
ব্যাখ্যা: ঋকবেদে ইন্দ্রকে সর্বাধিক স্তোত্রে বর্ণনা করা হয়েছে। তিনি যুদ্ধ ও বৃষ্টির দেবতা হিসেবে পরিচিত।
17বৈদিক সমাজের Basic Unit নিচের কোনটি?সহজ
A
জন
B
বিধাতা
C
পরিবার
D
সঙ্গ
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) পরিবার
ব্যাখ্যা: বৈদিক সমাজের মৌলিক একক ছিল পরিবার (কুল বা গৃহ)।
18সংস্কৃত পন্ডিত পাণিনি রচিত 'অষ্টাধ্যায়ী' গ্রন্থটি ____ উপর লেখা।সহজ
A
চিকিৎসাবিদ্যা
B
আইন
C
অর্থনীতি
D
ব্যাকরণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) ব্যাকরণ
ব্যাখ্যা: পাণিনির "অষ্টাধ্যায়ী" সংস্কৃত ব্যাকরণের একটি প্রামাণিক গ্রন্থ।
19ঋগবেদে ঋষি বিশ্বামিত্র এবং দুটি নদীর মধ্যে কথন রূপী ভক্তিমূলক গান রয়েছে। এই দুটি নদীর নাম কী, যেগুলিকে দেবী হিসেবে পুজো করা হয়?মধ্যম
A
অলকানন্দা এবং ভাগিরথী
B
রবি এবং চেনাব
C
গঙ্গা এবং যমুনা
D
ব্যস এবং সুতলেজ
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) ব্যস এবং সুতলেজ
ব্যাখ্যা: ঋকবেদের "নদী-সূক্ত"-এ বিশ্বামিত্র ব্যস (বিয়াস) ও সুতলেজ (সতলুজ) নদীর স্তব করেন।
20'অথর্ব বেদে' কতগুলি খন্ড রয়েছে?সহজ
A
২০
B
১৫
C
১০
D
৫
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) ২০
ব্যাখ্যা: অথর্ববেদে ২০টি কাণ্ড বা খণ্ড রয়েছে।
21নিম্নে উল্লিখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি 'বেগার শ্রম' বোঝাতে ব্যবহৃত?মধ্যম
A
শুল্ক
B
উদ্রঙ্গ
C
বলি
D
বিষ্ঠি
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) বিষ্ঠি
ব্যাখ্যা: বিষ্ঠি বলতে বাধ্যতামূলক বা বিনা মজুরিতে শ্রমকে বোঝায়।
22ঋক বেদের স্তবকগুলিতে কোন্ নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে?সহজ
A
গঙ্গা
B
যমুনা
C
সুতলেজ (শতদ্রু)
D
সরস্বতী
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) সরস্বতী
ব্যাখ্যা: ঋকবেদে সরস্বতী নদীকে "নদীতমা" বলে উল্লেখ করা হয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী।
23যে সব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হত এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত, সেই গ্রামগুলিকে বলা হয়মধ্যম
A
দেবদানা
B
ব্রহ্মাদেয়
C
অগ্রহার
D
ম্যাঙ্গালাম
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) অগ্রহার
ব্যাখ্যা: ব্রাহ্মণদের জন্য দানকৃত জমি বা গ্রামকে "অগ্রহার" বলা হত।
24ভারতের রাষ্ট্রীয় প্রতীকে দেবনাগরী হরফে 'সত্যমেব জয়তে' উদ্ধৃতিটি দেখা যায়। এটি কোন্ উপনিষদ থেকে গৃহীত হয়েছে?সহজ
A
মুন্ডক উপনিষদ
B
মান্ত্রিকা উপনিষদ
C
কথা উপনিষদ
D
আধ্যাত্ম উপনিষদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) মুন্ডক উপনিষদ
ব্যাখ্যা: "সত্যমেব জয়তে" বাক্যটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে।
25প্রাচীন সংস্কৃত গ্রন্থ 'অষ্টাধ্যয়ী'-এর রচয়িতা কে?সহজ
A
অষ্টাবক্র
B
চারক
C
পতঞ্জলী
D
পানিনি
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) পানিনি
ব্যাখ্যা: পাণিনি হলেন সংস্কৃত ব্যাকরণের প্রসিদ্ধ গ্রন্থ "অষ্টাধ্যায়ী"-র রচয়িতা।
26একজন বৈদিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি এবং তার সমাজের প্রতি সম্পর্ক জীবনের চারটি উপাদান নিয়ে সংগঠিত হয়। নিচের কোনটি এই চারটির মধ্যে নয়?মধ্যম
A
অর্থ
B
ধর্ম
C
মোক্ষ
D
সিদ্ধি
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) সিদ্ধি
ব্যাখ্যা: বৈদিক জীবনের চারটি লক্ষ্য বা "পুরুষার্থ" হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। সিদ্ধি এর অন্তর্ভুক্ত নয়।
27'রামায়ণ' অনুসারে রত্নাকরের অন্য নাম কী ছিল?সহজ
A
গৌতম
B
বাল্মীকি
C
বিশ্বামিত্র
D
দুর্বাশা
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) বাল্মীকি
ব্যাখ্যা: রামায়ণের রচয়িতা বাল্মীকি পূর্বে রত্নাকর নামে এক ডাকাত ছিলেন।
28নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী?সহজ
A
সিনো-তিব্বতী
B
অস্ট্রিক
C
ইন্দো-আর্য
D
দ্রাবিড়িয়ান
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) ইন্দো-আর্য
ব্যাখ্যা: ভারতের সর্বাধিক মানুষ ইন্দো-আর্য ভাষাগোষ্ঠীর ভাষায় (হিন্দি, বাংলা, মারাঠি ইত্যাদি) কথা বলে।
29মহাকাব্যের সময়কালীন কোন্ রাজ্যটি প্রাগজ্যোতিশ (Pragjyotisha) নামে ভারতে অবস্থান করত?মধ্যম
A
আসাম
B
ওডিশা
C
কেরালা
D
বিহার
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) আসাম
ব্যাখ্যা: মহাকাব্য যুগে আসাম অঞ্চল "প্রাগজ্যোতিষপুর" নামে পরিচিত ছিল।
30'পুরুষ সূক্ত' স্তোত্রটি কোন্ বেদের অংশ?সহজ
A
যজুর্বেদ
B
সামবেদ
C
ঋকবেদ
D
অথর্ব বেদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) ঋকবেদ
ব্যাখ্যা: "পুরুষ সুক্ত" ঋকবেদের ১০ম মন্ডলে রয়েছে, যা বৈদিক সমাজের চতুর্বর্ণ ব্যবস্থা বর্ণনা করে।
31'শ্রুতি' শব্দটির আক্ষরিক শব্দ হল-সহজ
A
যা বলা হয়েছে
B
যা শোনা হয়েছে
C
একটি দীর্ঘ কবিতা
D
লিখিত ব্যাকরণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) যা শোনা হয়েছে
ব্যাখ্যা: শ্রুতি অর্থ "যা শ্রুত বা শোনা হয়েছে", অর্থাৎ ঋষিদের দ্বারা প্রাপ্ত ঐশ্বরিক জ্ঞান।
32আদি সংস্কৃত বইগুলি 'কুলা' শব্দ ব্যবহার করে কি বোঝাতে চাইত?সহজ
A
আত্মীয় স্বজনদের সমষ্টি
B
পরিবার
C
বংশ
D
জাত
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) পরিবার
ব্যাখ্যা: "কুলা" শব্দটি দিয়ে প্রাচীন ভারতে পরিবার বা গোষ্ঠীকে বোঝানো হত।
33বৈদিক সাহিত্যে কোন্ নদীকে বিতস্তা (Vitasta) নামে অভিহিত করা হয়েছে?সহজ
A
চেনাব
B
বিয়াস
C
ঝিলাম
D
রাভি
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) ঝিলাম
ব্যাখ্যা: বর্তমান ঝিলাম নদীকে বৈদিক সাহিত্যে "বিতস্তা" নামে ডাকা হত।
34'সত্যমেব জয়তে' শব্দটি কোন্ উপনিষদ থেকে গৃহীত হয়েছে?সহজ
A
কথা (Katha)
B
প্রসান (Prasan)
C
কেনা (Kena)
D
মুণ্ডক (Mundaka)
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) মুণ্ডক (Mundaka)
ব্যাখ্যা: এটি মুন্ডক উপনিষদের একটি বিখ্যাত বাণী, যা ভারতের জাতীয় প্রতীকে লেখা রয়েছে।
35নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে পরিচিত?সহজ
A
বরাহ
B
কৃষ্ণ
C
বামন
D
নরসিংহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) বামন
ব্যাখ্যা: বিষ্ণুর দশাবতারের মধ্যে পঞ্চম অবতার হল বামন (বামন দেবতা)।
36'অভেস্তা' বা জেন্দ আভেস্তা (Zend Avesta) বইটি কোন্ ধর্মের অন্তর্গত?সহজ
A
জরাথুস্টবাদ
B
বৌদ্ধিস্ট
C
জৈন্য
D
ইহুদী
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) জরাথুস্টবাদ
ব্যাখ্যা: জেন্দ আভেস্তা পারসিক ধর্মগ্রন্থ, যা জরাথুস্টবাদ অনুসরণকারীদের প্রধান ধর্মগ্রন্থ।
37ঋকবৈদিক যুগে সুপ্রসিদ্ধ নদী কোনটি?সহজ
A
গঙ্গা
B
সরস্বতী
C
সিন্ধু
D
যমুনা
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) সরস্বতী
ব্যাখ্যা: ঋকবেদে সরস্বতী নদীকে "নদীতমা" বলা হয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী।
38নিম্নের কোন্ স্থানটি পরবর্তী বৈদিকযুগে ছিল না?মধ্যম
A
অঙ্গ
B
মগধ
C
বঙ্গ
D
সবকটি
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) সবকটি
ব্যাখ্যা: পরবর্তী বৈদিক যুগে অঙ্গ, মগধ ও বঙ্গ অঞ্চলের উল্লেখ রয়েছে।
39গুরুত্বপূর্ণ দেবতা ঋকবৈদিক যুগে কে ছিলেন?সহজ
A
অগ্নি
B
ইন্দ্র
C
বিষ্ণু
D
শিব
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) ইন্দ্র
ব্যাখ্যা: ঋকবেদে ইন্দ্রকে সর্বাধিক স্তোত্রে বর্ণনা করা হয়েছে, তিনি যুদ্ধ ও বৃষ্টির দেবতা।
40চারটি বেদের প্রতিটি বেদের মধ্যে কয়টি অংশ আছে?সহজ
A
দুটি
B
তিনটি
C
চারটি
D
ছয়টি
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) চারটি
ব্যাখ্যা: প্রতিটি বেদের চারটি অংশ: সংহিতা (মন্ত্র), ব্রাহ্মণ (আচার), আরণ্যক (দর্শন), ও উপনিষদ (দর্শন)।
41নিম্নের কে শূদ্রদেরকে কৃষক হিসেবে বর্ণনা করেছেন?মধ্যম
A
মনু
B
ফা-হিয়েন
C
হিউয়েন সাঙ
D
নারদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) মনু
ব্যাখ্যা: মনুস্মৃতিতে শূদ্রদের প্রধান কাজ হিসেবে কৃষিকাজ উল্লেখ করা হয়েছে।
42'সত্যমেব জয়তে' এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে?সহজ
A
মুন্ডক উপনিষদ
B
আগম সাহিত্য
C
বাইবেল
D
ত্রিপিটক
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) মুন্ডক উপনিষদ
ব্যাখ্যা: এটি মুন্ডক উপনিষদের একটি বিখ্যাত বাণী, যা ভারতের জাতীয় প্রতীকে লেখা রয়েছে।
43শ্রীমদ্ভাগবৎগীতা নিম্নের কোন্ বইটির অংশ?সহজ
A
পঞ্চতন্ত্র
B
হিতোপদেশ
C
মহাভারত
D
রামায়ণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) মহাভারত
ব্যাখ্যা: ভগবদগীতা মহাভারতের ভীষ্মপর্বের একটি অংশ।
44ভারতের জাতীয় নীতিবাক্য 'সত্যমেব জয়তে' নিম্নের কোন্ গ্রন্থ হতে নেওয়া?সহজ
A
কথা উপনিষদ
B
ছান্দগ্য উপনিষদ
C
আত্রেয় উপনিষদ
D
মুন্ডক উপনিষদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) মুন্ডক উপনিষদ
ব্যাখ্যা: "সত্যমেব জয়তে" মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে।
45জৈন ধর্মের পাঠের ভাষা হল-সহজ
A
সংস্কৃত
B
পালি
C
প্রাকৃত
D
বাংলা
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) প্রাকৃত
ব্যাখ্যা: জৈন ধর্মগ্রন্থগুলি প্রধানত প্রাকৃত ভাষায় রচিত, যেমন অর্ধমাগধী।
46আমাদের মাতৃভূমি 'ভারত' প্রথম কোন্ গ্রন্থ হতে জানতে পারি?সহজ
A
বিষ্ণুপুরাণ
B
বায়ুপুরাণ
C
মার্কন্ডেয় পুরাণ
D
মৎস পুরাণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) বিষ্ণুপুরাণ
ব্যাখ্যা: বিষ্ণুপুরাণে "ভারতবর্ষ"-এর নামকরণের উল্লেখ রয়েছে।
47কার মতে ওজন এবং সরকারি স্ট্যাম্পিং ব্যবস্থাগুলি তাদের পর্যায়ক্রম পরিদর্শন দ্বারা নির্ধারিত হয়?মধ্যম
A
মনু
B
নারদ
C
বৃহস্পতি
D
পরাশর
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) নারদ
ব্যাখ্যা: নারদ স্মৃতিতে ওজন ও স্ট্যাম্পিং নিয়ম বর্ণিত হয়েছে।
48ভারতের জাতীয় প্রতীকের মূল প্লেটের নীচে লিখিত 'সত্যমেব জয়তে' শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?সহজ
A
ঋকবেদ
B
শতপথ ব্রাহ্মণ
C
মুন্ডক উপনিষদ
D
ভগবত গীতা
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) মুন্ডক উপনিষদ
ব্যাখ্যা: এটি মুন্ডক উপনিষদের একটি শ্লোক।
49আর্যরা প্রথমে কোথায় বসবাস করে?সহজ
A
উত্তরপ্রদেশ
B
বাংলা
C
সপ্তসিন্ধু
D
দিল্লি
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) সপ্তসিন্ধু
ব্যাখ্যা: আর্যরা প্রথমে সপ্তসিন্ধু (পাঞ্জাব ও সিন্ধু অঞ্চল) অঞ্চলে বসবাস করত।
50ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন?সহজ
A
রাজস্থান
B
সিন্ধু
C
গুজরাট
D
পাঞ্জাব
উত্তর দেখুন
সঠিক উত্তর: D) পাঞ্জাব
ব্যাখ্যা: আর্যরা প্রথমে পাঞ্জাব অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে।
51'আর্য' শব্দটি বোঝায়-সহজ
A
একটি জাতিগত গোষ্ঠী
B
একজন যাযাবর গোষ্ঠী
C
একটি ভাষা গোষ্ঠী
D
একটি উচ্চতর জাতি
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) একটি ভাষা গোষ্ঠী
ব্যাখ্যা: "আর্য" মূলত ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠীর মানুষের জন্য ব্যবহৃত শব্দ।
52পুরানের সংখ্যা হল-সহজ
A
১১
B
১৮
C
৪৩
D
১০
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) ১৮
ব্যাখ্যা: হিন্দু ধর্মে ১৮টি মহাপুরাণ রয়েছে, যেমন বিষ্ণুপুরাণ, শিবপুরাণ ইত্যাদি।
53সংগীতের উৎস কোন্ বেদকে অনুসরণ করে হয়েছিল?সহজ
A
ঋকবেদ
B
সামবেদ
C
যজুর্বেদ
D
অথর্ববেদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: B) সামবেদ
ব্যাখ্যা: সামবেদকে ভারতীয় সংগীতের উৎস বলা হয়, কারণ এটি গান ও সুরের সংকলন।
54কোন্ বেদ থেকে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি?সহজ
A
ঋকবেদ
B
যজুর্বেদ
C
সামবেদ
D
অথর্ববেদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: A) ঋকবেদ
ব্যাখ্যা: ঋকবেদে বৈদিক যুগের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।
55নচিকেতা এবং যমের মধ্যে বিখ্যাত কথোপকথন উল্লেখ রয়েছে-সহজ
A
ছান্দোগ্য উপনিষদ
B
মুন্ডক উপনিষদ
C
কথোপনিষদ
D
কেন উপনিষদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: C) কথোপনিষদ
ব্যাখ্যা: কথোপনিষদে নচিকেতা ও যমের মধ্যে আত্মা ও মোক্ষ সম্পর্কে আলোচনা রয়েছে।
আপনার স্কোরকার্ড
0
প্রশ্নের চেষ্টা
0
সঠিক উত্তর
0
ভুল উত্তর
55
উত্তর দেওয়া হয়নি
0%
মোট স্কোর
ধন্যবাদ তোমার মূল্যবান সময়ের জন্য!
এই MCQ কুইজটি তোমার কেমন লাগলো? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভারতীয় ইতিহাস,ভূগোল, জীবন বিজ্ঞান , সাধারন বিজ্ঞান, ভারতীয় সংস্কৃতি ও সাধারন জ্ঞান সম্পর্কে আরও জানতে আমাদের অন্যান্য পোস্টগুলো দেখ:
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।