Agricultural Research Institute in India
ভারতের বিভিন্ন কৃষিজ গবেষণাগার
ভারতের বিভিন্ন কৃষিজ গবেষণাগার |
|
প্রতিষ্ঠানের নাম |
অবস্থান |
ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ |
নতুন দিল্লী (দিল্লী ) |
পাট গবেষণা কেন্দ্র |
ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ) |
গম গবেষণা কেন্দ্র |
পুসা (দিল্লী) |
ধান গবেষণা কেন্দ্র |
কটক (ওডিশা) ও চুঁচুড়া (পশ্চিমবঙ্গ) |
জাতীয় মশলা গবেষণা কেন্দ্র |
কালিকট (কেরালা) |
মৌমাছি গবেষণা কেন্দ্র |
পুনে (মহারাষ্ট্র) |
রাবার গবেষণা কেন্দ্র |
কোট্টায়াম (কেরালা) |
তুলা গবেষণা কেন্দ্র |
নাগপুর (মহারাষ্ট্র) |
দুগ্ধ গবেষণা কেন্দ্র |
কার্নাল (হরিয়ানা) |
কলা গবেষণা কেন্দ্র |
তিরুচি (তামিলনাড়ু) |
প্রায় সমস্ত পরীক্ষায় ভূগোল বিষয়ের প্রচুর প্রশ্ন থাকে। বর্তমানে সব পরীক্ষাতেই প্রতিযোগীর সংখ্যা প্রচুর। কাজেই সবার থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য চাই সঠিক প্রস্তুতি। আর সঠিক প্রস্তুতির জন্য পাঠ্য বই এর বিকল্প হয় না। খুঁটিয়ে প্রতিটি বিষয় পড়ার জন্য চাই একটি ভালো মানের বই। বাজার চলতি নানান সস্তা বই গুলতে অসংখ্য ভুলে ভরা। সেগুলো পড়ে ছাত্রছাত্রীরা আরও বিভ্রান্ত হয়ে পরে। কাজেই তোমাদের সুবিধার জন্য ভূগোল বিষয়ের জন্য একটি খুবই ভালো বই বেছে নিয়েছি। বইটি খুবই জনপ্রিয়। ওরিয়েন্টাল বুক কোম্পানির - কার্ত্তিক চন্দ্র মণ্ডলের লেখা " ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল " এই বইটি। তোমরা নিচের লিঙ্ক এ ক্লিক করে অ্যামাজন ডট ইন থেকে বইটি কিনতে পারো । বইটি তোমাদের প্রস্তুতিতে আনেক খানি সহায়তা করবে।
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে ক্লিক করুন এখানে। Click Here
সমস্ত ধরনের পোস্ট এর আপডেট পেতে এবং আরও নানান বিষয় এ জানতে আমাদের ইনস্টাগ্রামে আসুন এখানে ক্লিক করে। Click Here
আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে টাইপ করুন
https://t.me/studytakedotcom
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।