Type Here to Get Search Results !

জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ০২ | GK QUESTION & ANSWER PART -02

              জেনারেল  নলেজ  প্রশ্নোত্তর  পর্ব  -০২ 

General knowledge Q&N
GK QUESTION & ANSWER



Study Take ✍ 

1. NREGA প্রকল্পটি সরকার কার নামে নামাঙ্কিত করেছে ?





ANSWER= (B) মহাত্মা গান্ধি
Explain:- NREGA প্রকল্পটি সরকার মহাত্মা গান্ধির নামে নামাঙ্কিত করেছে ।

 

2. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?





ANSWER= (C) ব্রাসেলস্
Explain:- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস্‌ ।

 

3. টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পটি কোন্‌ রাজ্যে অবস্থিত ?





ANSWER= (C) মণিপুর
Explain:- টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পটি মণিপুরে অবস্থিত ।

 

4.নীচের কোন্‌ ক্ষেপনাস্ত্রটি ভারত সর্বপ্রথম উৎক্ষেপণ করে ?





ANSWER= (B) পৃথ্বী
Explain:-

 

5. ডেসিম্যাল প্রথা ভারতে কবে চালু হয় ?





ANSWER= (D) ১৯৫৭
Explain:-

 

6. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন –





ANSWER= (D)শ্রীমাভো বন্দরানায়েক
Explain:-

 

7. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন ?





ANSWER= (B) জে. এ. হিকে
Explain:-

 

8. জাপানের সংসদের নাম কি ?





ANSWER= (D) ডায়েট
Explain:-

 

9. ইংরাজি কবিতার জনক কাকে বলা হয় ?





ANSWER= (D) চসার
Explain:-

 

10. কে বলেছিলেন “Child is the father of man” ?





ANSWER= (C) ওয়ার্ডস্‌ওয়ার্থ
Explain:-

 

11. নীচের কোন্‌ উৎসবটির বিশেষ বৈশিষ্ট্য হল নৌকা প্রতিযোগীতা ?





ANSWER= (C) ওনাম
Explain:-

 

12. কোন্‌ দেশটিতে কমলা বিপ্লব ঘটেছিল ?





ANSWER= (D) ইউক্রেন
Explain:-

 

13. কোন্‌ প্রাণীর আয়ুস্কাল সবচেয়ে বেশি ?





ANSWER= (B) কচ্ছপ
Explain:-

 

14. নীচের কোন্‌ নদীটি দীর্ঘতম ?





ANSWER= (A) নীল
Explain:-

 

15. ‘রিয়াল’ কোন্‌ দেশের মুদ্রা ?





ANSWER= (B) ইরান
Explain:-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies