Railway exam Special Gk with general Science | রেলওয়ে পরীক্ষা স্পেশাল জিকে : পর্ব - 0

01. পেনিসিলিনের আবিস্কারক – আলেকজান্ডার ফ্লেমিং ।
02. অজন্তা ও ইলোরা গুহা চিত্র যে রাজ্যে অবস্থিত – মহারাষ্ট্র ।
03. রাওলাট আইন পাশ হয় – ১৯১৯ সালে ।
04. পক্ষি বিষয়ক গবেষণাকে বলে- অরনিথোলজি ।
05. ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত হয় – ১৯৫১ সালে ।
06. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন – রাজা রামমোহন রায় ।
07. প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল – এথেন্স, গ্রিস ।
08. সুয়েজ খাল অবস্থিত – মিশর ।
09. পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা ছিলেন – জোনাস সাল্ক ।
10. এলিফেন্টা গুহা অবস্থিত – মহারাষ্ট্রে ।
11. আন্তর্জাতিক যোগ দিবস – ২১ জুন ।
12. লাফিং গ্যাস হল- নাইট্রাস অক্সাইড ।
13. জাড্যের সুত্র আবিস্কার করেছিলেন – নিউটন ।
14. মানব দেহের স্বাভাবিক রক্তচাপ – ১২০/৮০ ।
15. চাপের একক হল- পাস্কাল ।
16. পর্যায় সারণিতে সবচেয়ে হালকা ধাতু হল- লিথিয়াম ( Li ) .
17. পর্যায় সারণিতে সবচেয়ে ভারী ধাতু হল- অসমিয়াম ( Os ).
18 সবচেয়ে হালকা নিস্ক্রিয় গ্যাস হল- হিলিয়াম ( He ) .
19. নিস্ক্রিয় তেজস্ক্রিয় মৌলটির নাম হল- রেডন ( Rn ).
20. ভয় পেলে যে হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় – অ্যাড্রিনালিন ।
21. স্টেরয়েড ধর্মী একটি হরমোন হল- ইস্ট্রোজেন ।
22. বৃক্ক থেকে নিঃসৃত একটি হরমোন – রেনিন ।
23. আলোর বিচ্ছুরণ ঘটনাটি প্রথম লক্ষ করেন- বিজ্ঞানী আইজাক নিউটন ।
24. আলোর প্রতিসরণের জন্য দায়ী হল- বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ ।
25. চোখের রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটি হল- অপটিক নার্ভ ।
***********
আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের ইনস্টাগ্রাম পেজটি লাইক করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ক্লিক কর এখানে - Click Here
আমাদের ইউটিউব ( YouTube ) চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক কর এখানে - Click Here
পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার কর নিচের শেয়ার বাটনের মাধ্যমে
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।