Type Here to Get Search Results !

বেদ ও বৈদিক সাহিত্য MCQ | Vedic Period MCQ in Bengali for WBCS, SSC, PSC, SLST & Other Exams


বৈদিক সভ্যতা

বৈদিক সভ্যতা


📚 প্রাচীন ভারতের বৈদিক সভ্যতা আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই যুগে গড়ে উঠেছিল বেদ, উপনিষদ, আরণ্যক এবং ব্রাহ্মণ সাহিত্য—যা শুধু ধর্মীয় নয়, দর্শন, চিকিৎসা, সংগীত ও ভাষাতত্ত্বের ক্ষেত্রেও অনন্য।

এই পর্বে আমরা সাজিয়ে দিলাম বৈদিক সাহিত্য, আর্য সভ্যতা এবং প্রাচীন ভারতীয় ধর্ম, সমাজ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ)
এই প্রশ্নগুলি Railway, SSC, WBCS, PSC, SLST-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

🧠 প্রতিটি প্রশ্নের উত্তর এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে তা মনে রাখা সহজ হয় এবং প্রয়োজনীয় পরীক্ষায় কাজে লাগে।


1. নিম্নের কোনটি প্রাচীনতম বেদ?
[A] সামবেদ
[B] যজুর্বেদ
[C] অথর্ববেদ
[D] ঋকবেদ
উত্তর : [D] ঋকবেদ

2. ঋকবেদের স্তোত্রগুলি কোন নামে পরিচিত।
[A] শুক্ত
[B] অধ্যায়
[C] যামি
[D] সূত্র
উত্তর : [A] শুক্ত

3. কোন্ নদীর নাম ঋকবেদে একবারই পাওয়া যায়?
[A] গঙ্গা
[B] সিন্ধু
[C] সরস্বতী
[D] ঝিলাম
উত্তর : [A] গঙ্গা

4. চারটি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হল, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ।
[A] অথর্ব
[B] যজু
[C] ঋক
[D] সাম
উত্তর : [D] সাম

5. নিম্নের কোন্ লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়?
[A] উপনিষদ
[B] আরণ্যক
[C] পিটক
[D] ব্রাহ্মণ
উত্তর : [C] পিটক

📌 আরও পড়ুন
👉 গুরুত্বপূর্ণ মক টেস্ট
👉 গুরুত্বপূর্ণ জিকে General Knowledge

6. 'উপনিষদ' কথাটির মধ্যে 'উপা' অংশটির অর্থ কি?
[A] নৈকট্য
[B] সম্পূর্ণতা
[C] গোপনীয়তা
[D] সুখ
উত্তর : [A] নৈকট্য

7. ঋকবেদের 10টি খন্ডে 1028টি স্তোত্র রয়েছে। এক-একটি খন্ডকে বলা হয় –
[A] মন্ডল
[B] পড়াপাঠ
[C] অনুদত্ত
[D] সুকত
উত্তর : [A] মন্ডল

8. 'সুশ্রুতা সংহিতা' নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করে?
[A] ধর্ম এবং পুরাণ
[B] চিকিৎসা
[C] জ্যোতিষশাস্ত্র
[D] গণিত
উত্তর : [B] চিকিৎসা

9. অথর্ব বেদে কতগুলি খন্ড আছে?
[A] 20
[B] 15
[C] 10
[D] 5
উত্তর : [A] 20

10. বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত?
[A] আস্কিনি
[B] পুরুষনী
[C] বিতস্তা
[D] শতদ্রু
উত্তর : [A] আস্কিনি

11. বেদের অপর নাম হল–
[A] শ্রুতি
[B] স্মৃতি
[C] সংহিতা
[D] বেদাঙ্গ
উত্তর : [A] শ্রুতি

12. ঋকবেদে সবথেকে বেশি উল্লিখিত নদী কোনটি?
[A] সিন্ধু
[B] শতদ্রু
[C] সরস্বতী
[D] গান্দকী
উত্তর : [A] সিন্ধু

13. আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্ক্যের সাথে নিম্নলিখিত কোন্ বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন?
[A] গার্গী
[B] মৈত্রেয়ী
[C] কমলা
[D] কালিন্দী
উত্তর : [A] গার্গী

14. 'বেদ' শব্দটি 'বিদ' ধাতু থেকে এসেছে, যার অর্থ–
[A] জ্ঞান
[B] শক্তি
[C] সত্য
[D] কর্ম
উত্তর : [A] জ্ঞান

15. নিম্নোক্ত কোন্ ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] ম্যাক্সমুলার
[C] দয়ারাম সরস্বতী
[D] এ.সি. দাস
উত্তর : [A] বাল গঙ্গাধর তিলক

16. ঋকবেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন?
[A] অগ্নি
[B] ইন্দ্র
[C] বরুণ
[D] বিষু
উত্তর : [B] ইন্দ্র

17. বৈদিক সমাজের Basic Unit নিচের কোনটি?
[A] জন
[B] বিধাতা
[C] পরিবার
[D] সঙ্গ
উত্তর : [C] পরিবার

18. সংস্কৃত পন্ডিত পাণিনি রচিত 'অষ্টাধ্যায়ী' গ্রন্থটি ____ উপর লেখা।
[A] চিকিৎসাবিদ্যা
[B] আইন
[C] অর্থনীতি
[D] ব্যাকরণ
উত্তর : [D] ব্যাকরণ

19. ঋগবেদে ঋষি বিশ্বামিত্র এবং দুটি নদীর মধ্যে কথন রূপী ভক্তিমূলক গান রয়েছে। এই দুটি নদীর নাম কী, যেগুলিকে দেবী হিসেবে পুজো করা হয়?
[A] অলকানন্দা এবং ভাগিরথী
[B] রবি এবং চেনাব
[C] গঙ্গা এবং যমুনা
[D] ব্যস এবং সুতলেজ
উত্তর : [C] গঙ্গা এবং যমুনা

20. 'অথর্ব বেদে' কতগুলি খন্ড রয়েছে?
[A] 20
[B] 15
[C] 10
[D] 5
উত্তর : [A] 20

21. নিম্নে উল্লিখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি 'বেগার শ্রম' বোঝাতে ব্যবহৃত?
[A] শুল্ক
[B] উদ্রঙ্গ
[C] বলি
[D] বিষ্ঠি
উত্তর : [D] বিষ্ঠি

22. ঋক বেদের স্তবকগুলিতে কোন্ নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে?
[A] গঙ্গা
[B] যমুনা
[C] সুতলেজ (শতদ্রু)
[D] সরস্বতী
উত্তর : [D] সরস্বতী

23. যে সব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হত এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত, সেই গ্রামগুলিকে বলা হয় –
[A] দেবদানা
[B] ব্রহ্মাদেয়
[C] অগ্রহার
[D] ম্যাঙ্গালাম
উত্তর : [B] ব্রহ্মাদেয়

24. ভারতের রাষ্ট্রীয় প্রতীকে দেবনাগরী হরফে 'সত্যমেব জয়তে' উদ্ধৃতিটি দেখা যায়। এটি কোন্ উপনিষদ থেকে গৃহীত হয়েছে?
[A] মুন্ডক উপনিষদ
[B] মান্ত্রিকা উপনিষদ
[C] কথা উপনিষদ
[D] আধ্যাত্ম উপনিষদ
উত্তর : [A] মুন্ডক উপনিষদ

25. প্রাচীন সংস্কৃত গ্রন্থ 'অষ্টাধ্যয়ী'-এর রচয়িতা কে?
[A] অষ্টাবক্র
[B] চারক
[C] পতঞ্জলী
[D] পানিনি
উত্তর : [D] পানিনি

26. একজন বৈদিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি এবং তার সমাজের প্রতি সম্পর্ক জীবনের চারটি উপাদান নিয়ে সংগঠিত হয়। নিচের কোনটি এই চারটির মধ্যে নয়?
[A] অর্থ
[B] ধর্ম
[C] মোক্ষ
[D] সিদ্ধি
উত্তর : [D] সিদ্ধি

27. 'রামায়ণ' অনুসারে রত্নাকরের অন্য নাম কী ছিল?
[A] গৌতম
[B] বাল্মীকি
[C] বিশ্বামিত্র
[D] দুর্বাশা
উত্তর : [B] বাল্মীকি

28. নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী?
[A] সিনো-তিব্বতী
[B] অস্ট্রিক
[C] ইন্দো-আর্য
[D] দ্রাবিড়িয়ান
উত্তর : [C] ইন্দো-আর্য

29. মহাকাব্যের সময়কালীন কোন্ রাজ্যটি প্রাগজ্যোতিষ (Pragjyotisha) নামে ভারতে অবস্থান করত?
[A] আসাম
[B] ওডিশা
[C] কেরালা
[D] বিহার
উত্তর : [A] আসাম

30. 'পুরুষ সূক্ত' স্তোত্রটি কোন্ বেদের অংশ?
[A] যজুর্বেদ
[B] সামবেদ
[C] ঋকবেদ
[D] অথর্ব বেদ
উত্তর : [C] ঋকবেদ

31. 'শ্রুতি' শব্দটির আক্ষরিক অর্থ হল –
[A] যা বলা হয়েছে
[B] যা শোনা হয়েছে
[C] একটি দীর্ঘ কবিতা
[D] লিখিত ব্যাকরণ
উত্তর : [B] যা শোনা হয়েছে

32. আদি সংস্কৃত বইগুলি 'কুলা' শব্দ ব্যবহার করে কি বোঝাতে চাইত?
[A] আত্মীয় স্বজনদের সমষ্টি
[B] পরিবার
[C] বংশ
[D] জাত
উত্তর : [C] বংশ

33. বৈদিক সাহিত্যে কোন্ নদীকে বিতস্তা (Vitasta) নামে অভিহিত করা হয়েছে?
[A] চেনাব
[B] বিয়াস
[C] ঝিলাম
[D] রাভি
উত্তর : [C] ঝিলাম

34. 'সত্যমেব জয়তে' শব্দটি কোন্ উপনিষদ থেকে গৃহীত হয়েছে?
[A] কথা (Katha)
[B] প্রসান (Prasan)
[C] কেনা (Kena)
[D] মুণ্ডক (Mundaka)
উত্তর : [D] মুণ্ডক (Mundaka)

35. নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে পরিচিত?
[A] বরাহ
[B] কৃষ্ণ
[C] বামন
[D] নরসিংহ
উত্তর : [C] বামন

36. 'অভেস্তা' বা জেন্দ আভেস্তা (Zend Avesta) বইটি কোন্ ধর্মের অন্তর্গত?
[A] জরাথুস্টবাদ
[B] বৌদ্ধিস্ট
[C] জৈন
[D] ইহুদী
উত্তর : [A] জরাথুস্টবাদ

37. ঋকবৈদিক যুগে সুপ্রসিদ্ধ নদী কোনটি?
[A] গঙ্গা
[B] সরস্বতী
[C] সিন্ধু
[D] যমুনা
উত্তর : [B] সরস্বতী

38. নিম্নের কোন্ স্থানটি পরবর্তী বৈদিকযুগে ছিল না?
[A] অঙ্গ
[B] মগধ
[C] বঙ্গ
[D] সবকটি
উত্তর : [D] সবকটি

39. গুরুত্বপূর্ণ দেবতা ঋকবৈদিক যুগে কে ছিলেন?
[A] অগ্নি
[B] ইন্দ্র
[C] বিষু
[D] শিব
উত্তর : [B] ইন্দ্র

40. চারটি বেদের প্রতিটি বেদের মধ্যে কয়টি অংশ আছে?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] ছয়টি
উত্তর : [C] চারটি 

41. নিম্নের কে শূদ্রদেরকে কৃষক হিসেবে বর্ণনা করেছেন?
[A] মনু
[B] ফা-হিয়েন
[C] হিউয়েন সাঙ
[D] নারদ
উত্তর : [A] মনু

42. 'সত্যমেব জয়তে' এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে?
[A] মুন্ডক উপনিষদ
[B] আগম সাহিত্য
[C] বাইবেল
[D] ত্রিপিটক
উত্তর : [A] মুন্ডক উপনিষদ

43. শ্রীমদ্ভাগবৎগীতা নিম্নের কোন্ বইটির অংশ?
[A] পঞ্চতন্ত্র
[B] হিতোপদেশ
[C] মহাভারত
[D] রামায়ণ
উত্তর : [C] মহাভারত

44. ভারতের জাতীয় নীতিবাক্য 'সত্যমেব জয়তে' নিম্নের কোন্ গ্রন্থ হতে নেওয়া?
[A] কথা উপনিষদ
[B] ছান্দগ্য উপনিষদ
[C] আত্রেয় উপনিষদ
[D] মুন্ডক উপনিষদ
উত্তর : [D] মুন্ডক উপনিষদ

45. জৈন ধর্মের পাঠের ভাষা হল–
[A] সংস্কৃত
[B] পালি
[C] প্রাকৃত
[D] বাংলা
উত্তর : [C] প্রাকৃত

46. আমাদের মাতৃভূমি 'ভারত' প্রথম কোন্ গ্রন্থ হতে জানতে পারি?
[A] বিষ্ণুপুরাণ
[B] বায়ুপুরাণ
[C] মার্কন্ডেয় পুরাণ
[D] মৎস পুরাণ
উত্তর : [A] বিষ্ণুপুরাণ

47. কার মতে ওজন এবং সরকারি স্ট্যাম্পিং ব্যবস্থাগুলি তাদের পর্যায়ক্রম পরিদর্শন দ্বারা নির্ধারিত হয়?
[A] মনু
[B] নারদ
[C] বৃহস্পতি
[D] পরাশর
উত্তর : [A] মনু

48. ভারতের জাতীয় প্রতীকের মূল প্লেটের নীচে লিখিত 'সত্যমেব জয়তে' শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?
[A] ঋকবেদ
[B] শতপথ ব্রাহ্মণ
[C] মুন্ডক উপনিষদ
[D] ভগবত গীতা
উত্তর : [C] মুন্ডক উপনিষদ

49. আর্যরা প্রথমে কোথায় বসবাস করে?
[A] উত্তরপ্রদেশ
[B] বাংলা
[C] সপ্তসিন্ধু
[D] দিল্লি
উত্তর : [C] সপ্তসিন্ধু

50. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন?
[A] রাজস্থান
[B] সিদ্ধ
[C] গুজরাট
[D] পাঞ্জাব
উত্তর : [D] পাঞ্জাব

51. 'আর্য' শব্দটি বোঝায়–
[A] একটি জাতিগত গোষ্ঠী
[B] একজন যাযাবর গোষ্ঠী
[C] একটি ভাষা গোষ্ঠী
[D] একটি উচ্চতর জাতি
উত্তর : [C] একটি ভাষা গোষ্ঠী

52. পুরাণের সংখ্যা হল –
[A] ১১
[B] ১৮
[C] ৪৩
[D] ১০
উত্তর : [B] ১৮

53. সংগীতের উৎস কোন্ বেদকে অনুসরণ করে হয়েছিল?
[A] ঋকবেদ
[B] সামবেদ
[C] যজুর্বেদ
[D] অথর্ববেদ
উত্তর : [B] সামবেদ

54. কোন্ বেদ থেকে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি?
[A] ঋকবেদ
[B] যজুর্বেদ
[C] সামবেদ
[D] অথর্ববেদ
উত্তর : [A] ঋকবেদ

55. নচিকেতা এবং যমের মধ্যে বিখ্যাত কথোপকথন উল্লেখ রয়েছে –
[A] ছান্দোগ্য উপনিষদ
[B] মুন্ডক উপনিষদ
[C] কথোপনিষদ
[D] কেন উপনিষদ
উত্তর : [C] কথোপনিষদ

56. ঋগ্বেদের প্রধান উপাদান কী?
[A] ঔষধ সংক্রান্ত মন্ত্র
[B] সামগান
[C] যজ্ঞ বিধান
[D] স্তোত্র ও মন্ত্র
উত্তর : [D] স্তোত্র ও মন্ত্র

57. বৈদিক সভ্যতার সময়কালের আনুমানিক সীমা কত?
[A] খ্রিস্টপূর্ব ১৫০০ – ৫০০
[B] খ্রিস্টপূর্ব ১০০০ – ২০০
[C] খ্রিস্টপূর্ব ২০০০ – ১২০০
[D] খ্রিস্টপূর্ব ২৫০০ – ১৫০০
উত্তর : [A] খ্রিস্টপূর্ব ১৫০০ – ৫০০

58. ঋগ্বেদে মোট কতটি মন্ডল রয়েছে?
[A] ৮
[B] ৯
[C] ১০
[D] ১১
উত্তর : [C] ১০

59. সর্বপ্রথম বৈদিক সাহিত্যকে লেখা হয় –
[A] পালি ভাষায়
[B] প্রাকৃত ভাষায়
[C] সংস্কৃত ভাষায়
[D] তামিল ভাষায়
উত্তর : [C] সংস্কৃত ভাষায়

60. ঋগ্বেদের বিখ্যাত দশম মন্ডলের একটি স্তোত্র "পুরুষ সূক্ত" কোথায় পাওয়া যায়?
[A] সামবেদ
[B] ঋগ্বেদ
[C] যজুর্বেদ
[D] অথর্ববেদ
উত্তর : [B] ঋগ্বেদ

61. বৈদিক কালের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল –
[A] শিল্প
[B] চাষাবাদ
[C] ব্যবসা
[D] পশুপালন
উত্তর : [D] পশুপালন

62. বেদের ভাষা কী?
[A] পালি
[B] প্রাকৃত
[C] বৈদিক সংস্কৃত
[D] অপভ্রংশ
উত্তর : [C] বৈদিক সংস্কৃত

63. উপনিষদগুলি মূলত কী বিষয় আলোচনা করে?
[A] ধর্মনীতি
[B] বৈদিক আচার
[C] দর্শন ও আত্মার জ্ঞান
[D] ইতিহাস
উত্তর : [C] দর্শন ও আত্মার জ্ঞান

64. বেদ সংক্রান্ত আনুষঙ্গিক সাহিত্যকে কী বলা হয়?
[A] স্মৃতি
[B] শ্রুতি
[C] উপবেদ
[D] বেদাঙ্গ
উত্তর : [D] বেদাঙ্গ

65. বৈদিক যুগে প্রধান শিক্ষাকেন্দ্র বলা হত –
[A] গৃহ
[B] আশ্রম
[C] মঠ
[D] বিদ্যালয়
উত্তর : [B] আশ্রম

66. যজুর্বেদের প্রধান উদ্দেশ্য কী?
[A] চিকিৎসা বিধান
[B] যজ্ঞ সংক্রান্ত মন্ত্র ও নিয়ম
[C] সংগীত চর্চা
[D] আত্মজ্ঞান
উত্তর : [B] যজ্ঞ সংক্রান্ত মন্ত্র ও নিয়ম

67. বেদের সর্বশেষ সংযোজিত বেদ কোনটি?
[A] সামবেদ
[B] যজুর্বেদ
[C] অথর্ববেদ
[D] ঋগ্বেদ
উত্তর : [C] অথর্ববেদ 


এই প্রশ্নোত্তরগুলি কেবলমাত্র পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং আমাদের ঐতিহ্য, সাহিত্য এবং প্রাচীন জ্ঞানের গভীরতাকে জানার একটি জানালা।

📌 তুমি যদি শিক্ষক নিয়োগ, রেলওয়ে , স্টাফ সিলেকশন কমিশন, পি এস সি, wbcs, food SI, WBP, NTPC  বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তাহলে এই সেটটি নিয়মিত পড়ো এবং নিজেকে যাচাই করো।

📖 Study Take সবসময় চেষ্টা করে এমন কনটেন্ট দিতে যা তোমার শেখাকে সহজ, কার্যকর এবং আনন্দদায়ক করে তোলে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies