SENSE ORGANS( EYE)
![]() |
Sense Organs |
Study Take ✍
নমস্কার বন্ধুরা, স্টাডি টেক অনলাইন শিক্ষা পোর্টালে তোমাদের সবাই কে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি SENSE ORGANS অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় অধ্যায় এর চোখ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন- RRB GROUP D, RRB NTPC, PSC, WBCS, RAILWAY, SSC, CTET, PRIMARY TET, SSC CGL, SSC HS LEVEL ইত্যাদি পরীক্ষা গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ এছাড়াও যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে , তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজেই পুরো পর্বটি মনোযোগ দিয়ে পড়ো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তোমাদের সুবিধার জন্য PDF File করে দেওয়া হল। সম্পূর্ণ পর্বটির প্রশ্নোত্তর এর জন্য লিঙ্কে ক্লিক করে PDF File টি Download করে নাও । Download Link নিচে দেওয়া আছে ।
Q&A ABOUT SENSE ORGANS IN BENGALI.
জ্ঞানেন্দ্রিয় অধ্যায় এর চোখ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. দর্শনেন্দ্রিয়
কো্নটি ?
► চক্ষু
২. তারারন্ধ্র বা পিউপিলের কাজ কি ?
► চোখে আলোকরশ্মি প্রবেশে সাহায্য করা
৩. আইরিশ বা কনীনিকার কাজ কি ?
► অক্ষিগোলকের ভেতরে আলোর প্রবেশ
ও
ফোকাসের গভীরতা নিয়ন্ত্রণ করা ।
৪. লেন্স-এর কাজ কী ?
► লেন্স আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার
ফোকাস বিন্দুতে বস্তুর প্রতিবিম্ব গঠন করে।
৫. সিলিয়ারি পেশির কাজ কি ?
►
সিলিয়ারি পেশি লেন্সের উত্তল আকার
পরিবর্তন করে দূরের ও কাছের জিনিস
দেখতে সাহায্য
করে । অর্থাৎ উপযোজন
ক্রিয়ায় সাহায্য করে।
৬. চোখের স্নায়ুস্তর কোনটি ?
► রেটিনা
৭. চোখের কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত
হয়?
► রেটিনায়
৮. রেটিনায় কি কি স্নায়ুকোশ থাকে ?
► রেটিনায়
রড কোশ ও কোন কোশ থাকে
৯. স্কেলরা কোন অঙ্গে পাওয়া যায় ?
► চোখে
১০. রড কোশ ও কোন কোশ কোথায়
অবস্থিত ?
► চোখের
রেটিনায়
১১. রেটিনার রড কোশের সংখ্যা কত ?
► আনুমানিক সাড়ে এগারো কোটি
১২. চক্ষুর কোন্ অংশ তারারন্ধ্রকে ছোটো ও
বড়ো
হতে সাহায্য করে ?
►
আইরিশ
১৩. চোখের বহিরাবরণের নাম কী ?
► তন্তুময় আবরক (স্কে্লরা ও কর্নিয়া)
১৪. লেন্স অস্বচ্ছ হলে কী ঘটবে ?
► আলোকের প্রতিসরণ ঘটবে না এবং
রেটিনায় বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে না
এবং কোনো বস্তু দেখা যাবে না
১৫. চোখে ছানি পড়া কী ?
► চোখের লেন্স
অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টিশক্তি
ব্যাহত হয়, একে ছানি পড়া বলে
এখানে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হয়েছে । সম্পূর্ণ আলোচনাটির পিডিএফ কপি রয়েছে । সম্পূর্ণ পর্বটির প্রশ্নোত্তর এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করে PDF File টি Download করে নাও । Download Link নিচে দেওয়া আছে ।
আমাদের সমস্ত পোস্টের আপডেট পেতে আমাদের সঙ্গে জুরে থাকুন
Facebook Page 👉 https://www.facebook.com/studytake
Instagram 👉 https://www.instagram.com/study.take
আমাদের আয়োজিত মকটেস্ট গুলিতে অংশ নিন |
---|
মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 09 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 08 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 07 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 06 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 05 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 04 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 03 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 02 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
Part- 01 মকটেস্টে অংশ নিতে ক্লিক করুন 👉 Click here |
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।