General Knowledge Question & Answer | বাংলা জিকে ভান্ডার- পর্বঃ ০১
নমস্কার বন্ধুরা, 'স্টাডি টেক' এর নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের নতুন পর্ব Bengali General Knowledge Question & Answer | বাংলা জিকে ভান্ডার- পর্বঃ ০১ । আজকের পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে । আজকের পর্বে জেনারেল নলেজ থেকে ৫১ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সমস্ত পরীক্ষায় জিকে থেকে প্রচুর প্রশ্ন থাকে। তোমাদের জন্য বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস ।
General Knowledge Question & Answer
১. কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার
👉 মহিশূর ( কর্ণাটক )
২. নীলগিরি
পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
👉 দোদাবেতা
৩. আন্নামালাই
পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ( দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ )
👉 আনাইমুদি
৪. সিগারেট
লাইটারে ব্যবহৃত হয়
👉 বিউটেন গ্যাস
৫. প্রথম ভারতীয়
হিসাবে বিমান চালানোর লাইসেন্স পান
👉 জে. আর. ডি. টাটা
৬. দুটি
পশ্চিমবাহিনী ভারতীয় নদী হল-
👉 তাপ্তী ও নর্মদা
৭. প্রথম পরমাণু পরীক্ষা
ভারতে হয় –
👉 ১৯৭৪ সালে , পোখরান
আরও পড়ুন ঃ General knowledge Mock test- Part- 4 | অনলাইন মক টেস্ট পর্ব- ৪
৮. ভাসমান বিশাল বরফের
স্তুপ হল-
👉 হিমশৈল
৯. পশ্চিমবঙ্গ ও নেপালকে
যে শৈলশিরা আলাদা করেছে তার নাম-
👉 সিঙ্গালিল
১০. ‘রামানুজম ট্রফি’ কোন
খেলার সাথে সম্পর্ক যুক্ত ?
👉 টেবিল টেনিস
১১. বিধবা বিবাহ আইন পাশ
হয়-
👉 ১৮৫৬ সালে
১২. প্রথম ভারতীয় হিসাবে
কে জিব্রাল্টার প্রণালী পার হন ?
👉 আরতি সাহা
১৩. ‘জেমস্ বন্ড’
চরিত্রের সৃষ্টিকর্তা কে ?
👉 ইয়ান ফ্লেমিং
১৪. পশ্চিমবঙ্গের প্রথম
মুখ্যমন্ত্রী –
👉 প্রফুল্ল চন্দ্র ঘোষ
১৫. ‘পাটনা’ শহরের পূর্ব
নাম –
👉 পাটলিপুত্র
১৬. ভারতের নির্মিত প্রথম
ইংরাজী ছবি –
👉 নূরজাহান
১৭. দাদাসাহেব ফালকে
পরিচালিত ছবির সংখ্যা
👉 ৯৭ টি
১৮. ভারতের প্রাচীনতম
পর্বত –
👉 আরবল্লী
১৯. প্রোটিনের অভাবে যে
রোগ হয় –
👉 ম্যারাসমাস
২০. ভূমিকম্পের শহর –
👉 ফিলাডেলফিয়া
২১. মধুসুদন দত্ত যে
ছদ্মনামে লিখতেন ?
👉 ‘আ নেটিভ’
২২. বিদেশি সিনেমায় প্রথম
ভারতীয় সুর প্রদানকারী –
👉 পন্ডিত রবিশংকর
আরও পড়ুন ঃ প্রতিবেদন লেখার নিয়ম
২৩. প্রথম সবাক চলচ্চিত্র-
👉 আলম আরা
২৪. প্রথম নির্বাক চলচ্চিত্র-
👉 বিল্বমঙ্গল
২৫. শ্রীলঙ্কার সর্বোচ্চ
শৃঙ্গ –
👉 পোড্রোতালাগালা
২৬. কোন্ ক্রিকেটার এক
থেকে একাদশ স্থান পর্যন্ত ব্যাট করতে পারতেন?
👉 বিনু মানকড়
২৭. ডুরান্ড কাপ প্রথম
শুরু হয় –
👉 সিমলাতে
২৮. জার্মানির জাতীয়
মুদ্রার নাম –
👉 ডয়েস মার্ক
২৯. চার্লি চ্যাপলিন
অভিনীত প্রথম ছবি –
👉 মেকিং এ লিভিং
৩০. এ্যারোপ্লেনের
ব্ল্যাক বক্সের আবিস্কারক –
👉 ডেভিড ওয়ারেন ( অস্ট্রেলিয়া )
৩১. ইতালির মুদ্রা –
👉 লিরা
আরও পড়ুন ঃ Online Mock Test - Life Science - For all Competitive Exam- Part -01
৩২. গোদাবরীর উপনদীর নাম –
👉 পেনগঙ্গা
৩৩. বেঙ্গয়েলা কারেন্ট কি
?
👉 একটি শীতল সমুদ্রস্রোত
৩৪. মায়ানমারের সর্বোচ্চ
শৃঙ্গ কি ?
👉 কাকাবোরাজি
৩৫. ‘ফরটি নাইন ডেজ’ এর
লেখিকা –
👉 অমৃতা প্রীতম
৩৬. ‘লাস্ট ফর লাইফ’ এর
লেখক-
👉 অরফিন স্টোন
৩৭. নায়াগ্রা জলপ্রপাত
দেখা যায় কোন নদীতে ?
👉 সেন্ট লরেন্স
৩৮. পদাতিক কবি –
👉 সুভাষ মুখোপাধ্যায়
৩৯. মাটি থেকে হকির
গোলপোস্টের উচ্চতা –
👉 ৭ ফুট
৪০. রাজা রামমোহন রায় এর
সমাধি কোথায় ?
👉 ইংলন্ডের ব্রিস্টলে
৪১. খেলা শুরুর কতক্ষণ
আগে ক্রিকেট খেলায় টস করা হয় ?
👉 ১০ মিনিট আগে
৪২. লাল ও সবুজ রঙকে তফাত
করতে পারেনা –
👉 বর্ণান্ধ মানুষ
৪৩. নেপালের সর্বোচ্চ
শৃঙ্গ –
👉 মাউন্ট এভারেস্ট
৪৪. ‘মাস্টার অব্ দ্য
ওয়ার্ল্ড’ এর লেখক –
👉 জুল ভের্ন
৪৫. ‘ফিফথ্ কলাম’ এর
লেখক-
👉 আর্নেস্ট হেমিংওয়ে
৪৬. ভুটানের সর্বোচ্চ
শৃঙ্গ-
👉 চোমালহরি
৪৭. ‘সত্যমেব জয়তে’ কোন্
গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
👉 মুন্ডক উপনিষদ
৪৮. ‘বর্ন ফ্রি’ এর লেখক-
👉 জয় অ্যাডামসন
৪৯. হেনরি লুই ভিবিয়ান
ডিরোজিওর ছদ্মনাম-
👉 জুভেনিস
৫০. ‘কাস্তে’ এর লেখক-
👉 দীনেশ দাস
৫১. প্রথম প্রকাশিত কবি
কাজী নজরুল ইসলামের কবিতা-
👉 মুক্তি
★★★★★★★★★
আজকের পর্বটি কেমন হয়েছে তা নিচে কমেন্ট করে জানাও। এছারাও আমাদের সমস্ত পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করতে পার এবং আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পার। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও।
ফেসবুক পেজ- এ জয়েন করতে ক্লিক কর 👉 Click Here
ফেসবুক গ্রুপ- এ জয়েন করতে ক্লিক কর 👉Click Here
ইনস্টাগ্রাম- এ জয়েন করতে ক্লিক কর 👉Click Here
সমস্ত ধরনের পরীক্ষার উপযোগী জেনারেল নলেজ এর ওপর মন্ডল প্রকাশনীর এই বইটি অ্যামাজন থেকে কিনতে নিচের লিঙ্কে ক্লিক কর
পোস্ট সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে জানান। এছাড়া আমাদের ওয়েবসাইট-এর গুনগত মান বাড়ানোর জন্য আপনার মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব ।